
মণি ভট্টাচার্য: তিনি এলেন, জবাব দিলেন, বিনয়ী হয়ে নমস্কার সেরে বেরিয়েও গেলেন। এতে অবশ্য বিরোধীরা কিছুটা আশাহত হলেন। কয়লা পাচার মামলায় এই নিয়ে দ্বিতীয় বার অভিষেক (Abhishek Banerjee) পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) তলব করেছিল ইডি। ইডির (ED) তলবে সাড়া দিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ ইডির কলকাতার দফতর সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছন রুজিরা। এরপর চলে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ সেরে চারটে কুড়ি মিনিটে ইডির কলকাতা দফতর থেকে বেরিয়ে গেলেন অভিষেক পত্নী রুজিরা। বেরোবার সময় গাড়িতে বসেই বিনয়ী ভাবে নমস্কার করলেন সবাইকে। যদিও এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিছুই জানাননি।
এরপরেই তৃণমূলের সিংহভাগ নেতৃত্বের মত লক্ষ্মীবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীকে কিছুই করতে পারল না ইডি। তাঁরা বলবেন নাই বা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় তাঁর অসুস্থ মাকে দেখতে যাচ্ছিলেন দুবাই। সোমবার দুবাই যাওয়ার পথে তাঁকে আটকান অভিবাসন দফতর। সেখান থেকে জানানো হয় ইডির লুকআউট নোটিশ আছে তাঁর বিরুদ্ধে। তখনই তড়িঘড়ি তাকে ৮ ই জুন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা দফতরে হাজিরার জন্য নির্দেশ দেয় ইডি। যদিও ইডির নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরেই তিনি হাজিরা দেন।
ইডি সূত্রে খবর, অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লির যুগ্ম ডিরেক্টর পদের অফিসার পঙ্কজ কুমার আরও এক উচ্চ পদের আধিকারিক সহ তিনজনের একটি দল দিল্লি থেকে আসেন কয়লা পাচারকাণ্ডে অভিষেক পত্নীকে জিজ্ঞেসাবাদের জন্য। সূত্রের খবর, তাদের একটি তিন পাতার প্রশ্নমালা ছিল। রুজিরার ব্যাংককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেন সহ আরো সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে। জিজ্ঞাসাবাদের সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
এ ঘটনায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছিলেন, অনেক ডাকাডাকি হয়েছে, এবার গ্রেফতারি হোক। এছাড়া রুজিরাকে দুবাই যাওয়ার পথে আটকানো, সমসাময়িক সময়ে ইডির ডিরেক্টর সঞ্জয় সিংহের কলকাতা আসা, সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দোপাধ্যায়কে ইডির তলব নিয়ে হালকা চাপেই ছিল তৃণমূল। এদিন জিজ্ঞাসাবাদ সেরে বেরোনোর পর কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে তাদের। এর পরেই তৃণমূলের একাংশের মত, বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীকে আটকাতে পারল না বিজেপি এবং দিল্লির আধিকারিকরাও।