
আল-কায়দা জঙ্গি (Al Qaeda) সন্দেহে রাজ্যে ফের এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ (STF)। মথুরাপুরের রানাঘাটা (Mathurapur) থেকে গ্রেফতার করা হয় ধ্রুবচাঁদ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মণিরুদ্দিন খানকে (২০)। বারাসাত ধ্রুবচাঁদ কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সে। গ্রেফতারের (arrest) ঘটনায় হতবাক মনিরুদ্দিনের পরিবার ও প্রতিবেশীরা। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পারে, সে আল কায়দার সঙ্গে সরাসরি জড়িত। আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনে নিয়োগের পাশাপাশি সে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিত। এই কাজে সে দক্ষ হয়ে উঠেছিল। ইতিমধ্যে তার ফোন ফরেন্সিকে পাঠিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
কীভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশ হল মণিরুদ্দিনের, তা ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। হাওড়া স্টেশন থেকে এর আগে বেশ কয়েকজন আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিসের এসটিএফ। কয়েক মাস আগেই জঙ্গিগোষ্ঠীর এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করে মনিরুদ্দিনের খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা। মনিরুদ্দিনের সঙ্গে তার অন্য বন্ধু-বান্ধবের কোন যোগাযোগ আছে কিনা বা তারাও কোনওরকম জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।