
বৈধ এবং অবৈধ অটোচালক(Auto Driver) দ্বন্দ্বে প্রায় দুই দিন ধরে বন্ধ ছিল বাগুইআটি-উল্টোডাঙ্গা(Ultadanga) রুটের অটো চলাচল। কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে সেই অটো পরিষেবা। সপ্তাহের শেষ দুই দিন কিছুটা হলেও সুরাহা মিলেছে নিত্যযাত্রীদের। অটো বন্ধ থাকার ফলে বৃহস্পতি এবং শুক্রবার সমস্যায় পড়তে হয়েছিল সাধারন মানুষদের। অটোচালকদের অভিযোগ, এয়ারপোর্ট-উল্টোডাঙ্গা রুটের একাধিক অটো ভিআইপি রোড দিয়ে যায়। সেই সময়ই তাদের রাস্তা আটকে অটো থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয়। এমনকি বুধবার রাতে বাগুইআটি-উল্টোডাঙ্গা রুটের বৈধ অটোচালকদের মধ্যে রাজীব অধিকারী নামে এক অটোচালককে মারধরও করা হয়েছে। যার জেরে এখনও বন্ধ অটো চলাচল। জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টো নাগাদ বৈধ অবৈধ অটোচালকদের একসঙ্গে বাগুইআটি থানাতে ডেকে পাঠানো হয়েছিল।
জানা গিয়েছে, যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই শুরু করা হয়েছে এই রুটের অটো পরিষেবা।