
জোর করে ফ্ল্যাট দখল ঘিরে মারধরের অভিযোগ। ঘটনায় গ্রেফতার (arrest) করা হয়েছে মহঃ জাহিদ নামে একজনকে। এখনও আতঙ্কিত আক্রান্ত বাড়ির মালিকের পরিবার। ঘটনাটি খাস কলকাতার ট্যাংরা (tangra) ৩৩ নং ডিসি দে রোডের। প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে শুরু হয় প্রথমে বচসা, এরপর তা মারামারিতে পৌঁছয়। ঘটনায় ট্যাংরা থানায় (tangra police station) অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে খবর, মূলত ফ্ল্যাট দখল নেওয়াকে কেন্দ্র করেই শুরু হয় গণ্ডগোল। বাড়ির মালিকের নাম হাসিনা মমতাজ। অভিযোগ, তাঁর বাড়ি দখল নিতে যায় কাউন্সিলরের অনুগামীরা। মূল অভিযুক্ত মহঃ জাহিদ, মহঃ মুক্তাগ, মহঃ জামিল, মহঃ আলি, মহঃ আব্বাস। এছাড়াও পরিবারের অভিযোগ, কাউন্সিলরের ইন্ধনে এই সব দুষ্কৃতী আজ তাঁদের ওপর চড়াও হয়। মারধরও করেছে। কমপক্ষে ১০ জন আহত। তবে গুরুতর আহত সাবির আহমেদ। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। ট্যাংরা থানায় বারবার জানিয়েও পুলিসের কোনও সহযোগিতা পাননি তাঁরা। হাসিনা মমতাজ জানান, তালা ভেঙে তাঁর ফ্ল্যাট দখল নিচ্ছে জাহিদ ও তাঁর পরিবার।
এদিন ধৃত জাহিদকে কোর্টে নিয়ে যাওয়া হয়।