
গোপন সূত্রে খবর পেয়ে আইপিএলে (IPL) বেটিং (Betting) করার অভিযোগে, মোট ৩ ব্যাক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিস (Kolkata Police)। সূত্রের খবর, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ক্লাইভ রো এলাকার একটি অফিস থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। পুলিস জানিয়েছে ওই ব্যক্তির নাম মনীশ জৈন (৪৩)। তাকে জেরা করে পুলিস আরও অনেক জুয়াড়ির বিষয়ে জানতে পার্বনে বলে জানিয়েছে পুলিস।
আইপিএলে বেটিং চক্র কলকাতায় অতি সক্রিয়, এ বিষয়ে বারবার অভিযোগ আসছিল কলকাতা পুলিসের কাছে, অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিস। তদন্তে নেমে পুলিস জানতে পারে, কলকাতায় স্কাইএক্সচেঞ্জ নামক একটি অ্যাপের মাধ্যমে ক্রিকেট বেটিং চক্র চলছে, হেয়ার স্ট্রিট থানার পুলিস জানতে পারে, চলতি মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে ওই খেলায় বেটিং চলছে। খড় পেয়ে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস।
পুলিস আরও জানিয়েছে, ধৃতকে জেরা করে আরও দুই জুয়াড়ির খোঁজ পায় পুলিস। পরে ধৃতের বক্তব্যের ভিত্তিতে, ওই ধৃতকে নিয়ে অপর জুয়ারিরকে ধরতে বেরোয় পুলিস। সূত্রের খবর, ডোভার রোডের রোজা ম্যানর হোটেলে হানা দিয়ে ওই দুই জুয়ারিকিওপি গ্রেফতার করে পুলিস। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের নাম পবন আগরওয়াল (৩২) এবং রোহিত জৈন (৩৬)। পুলিস আরও জানিয়েছে, ধৃত দের থেকে মোট ১১টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ, ও নগদ ৬০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সেই অনুযায়ী, হেয়ার স্ট্রিট থানায় একটি মামলা শুরু হয়েছে।