
ভুয়ো (Fake) ব্যাঙ্ক কর্মীর পরিচয়ে ক্রেডিট কার্ড ডিটেলস নিয়ে প্রতারণা (Fraud)। মঙ্গলবার রাতে গাইঘাটা পুলিস স্টেশনের অন্তর্গত ঠাকুরনগর (Thakurnagar) এলাকা থেকে গ্রেফতার হয় মূল অভিযুক্ত। অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। জানা গিয়েছে, অভিযুক্তের (Accused) নাম মিলন পাণ্ডে। ধৃতের কাছ থেকে একটি ব্যাঙ্ক পাসবুক, চেকবুক, মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করেছে পুলিস। এই ব্যক্তি মূলত রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের কর্মী হিসেবে পরিচয় দিয়ে ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করত বলে পুলিস সূত্রে খবর।
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, গত এপ্রিল মাসে এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানয় এসে অভিযোগ করেন যে তাঁকে একটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের কর্মী ফোন করে জানায় তাঁর ক্রেডিট কার্ডের ডিটেইলস হ্যাক হয়েছে। তাই তাঁকে তাঁর ক্রেডিট কার্ডটি ব্লক করতে হবে। ব্লক করার জন্য একটি লিঙ্ক তিনি প্রোভাইড করেন এবং তিনি জানান এই লিঙ্কে গিয়ে ক্রেডিট কার্ডের সব ডিটেলস দিতে হবে। ব্যাঙ্কের কর্মী হিসেবে বিশ্বাস করে অভিযোগকারী ব্যক্তি সেই লিঙ্কে ক্লিক করে ক্রেডিট কার্ডের সব তথ্য দিয়ে দেয়। এরপরই ক্রেডিট কার্ডের বিল জেনারেট হলে তিনি দেখতে পান তাঁর ক্রেডিট কার্ড থেকে ৭৭ হাজার ৩৩০ টাকা এবং তাঁর পেটিএম অ্যাকাউন্ট থেকে ১৬ হাজার ৬১৫ টাকা তুলে নেওয়া হয়েছে।
বুধবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলার পর পুলিস তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বলে পুলিস সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে সেই বিষয়ে খতিয়ে দেখছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিস।