
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) কলকাতা বিমানবন্দর মারফত দুবাই (Dubai) যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেয় অভিবাসন দফতর। তারপরই কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরাকে তলব করে ইডি। আজ অর্থাৎ ৮ই জুন রুজিরাকে ইডির কলকাতা অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ইডি। এখন প্রশ্ন উঠছে অভিষেক পত্নী, রুজিরা বন্দ্যোপাধ্যায় কি আজ অর্থাৎ বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেবেন।
ইডি সূত্রে খবর, সম্প্রতি কয়লা পাচারকাণ্ড নিয়ে অতি সক্রিয় হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআই। ওই একই ঘটনায় সম্প্রতি গ্রেফতার হয়েছে দুই রাঘব বোয়াল। একজন ইসি-এর প্রাক্তন ডিরেক্টর, অন্যজন সিআইএসএফের ইন্সপেক্টর। তাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই কিছু তথ্য জানতে পেরেছে বলে খবর। সূত্রের খবর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে তিনজন কয়লা পাচার তদন্তের আধিকারিক এসে পৌঁছেছেন কলকাতায় এবং রুজিটাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন পাতার প্রশ্নমালা এখনও অবধি তৈরি করেছে ইডি দফতর।
পাশাপাশি সম্প্রতি কলকাতা এসেছিলেন ইডির ডিরেক্টর সঞ্জয় কুমার সিং। কলকাতার সমস্ত উচ্চ পদাধিকারী অফিসারদের নিয়ে তিনি একটি বৈঠক করেন। এরপরই রুজিরা বন্দোপাধ্যায়ের দুবাই যাওয়ার চেষ্টা এবং বাধা পেয়ে সেই চেষ্টা বিফল হওয়া ও তারপরই তাঁকে ইডির তলব যে সন্দেহ বাড়াচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না।
এ প্রসঙ্গে অবশ্য বিজেপিকে টার্গেট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি সমস্তটাই নবজোয়ার যাত্রা দেখে ভয় পেয়ে করছে। সমস্তটাই বিজেপির চক্রান্ত বলে দাবি করেন তিনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে, তাঁর স্ত্রী ও তাঁর সন্তানদের গ্রেফতার করলেও বিজেপির কাছে মাথা নত করবেন না তিনি।
একদিকে বুধবার যখন গোটা রাজ্যের তিনটি জেলায় বিভিন্ন পুরসভায় সিবিআই হানা দেয় এবং হানা দেয় নগরোন্নয়ন দফতরেও। সে অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ইডির হাজিরা যে ভীষণ গুরুত্বপূর্ণ গোটা রাজ্য রাজনীতিতে তা বলার অপেক্ষা রাখে না।