
ইডির ডাকে আগামীকাল কি হাজির হবেনা অভিষেক! রবিবার টুইটে অভিষেক নিজেই জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন তাঁকে তলব করেছে ইডি। এ প্রসঙ্গে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ ছুড়েছিলেন তিনি। একদিকে শরদ পাওয়ারের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক। অপরদিকে ইডির তলব। কোনদিকে যাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে রাজনৈতিক মহলের অন্দরে শুরু হয়েছিল জোর জল্পনার। মঙ্গলবার ঘটল সেই সমস্ত জল্পনার অবসান।
সূত্রের খবর, ইডির ডাকে সাড়া দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে চলেছেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনই ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে, বলেই নিজের এক্স অ্যাকাউন্টে জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই হাজিরা দেবেন কি না? তা নিয়ে দীর্ঘ জল্পনার সৃষ্টি হলেও, সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে যাওয়া বাতিল করে হাজিরা দেবেন অভিষেক।
এদিকে অভিষেকের হাজিরার খবর সামনে আসতেই সিজিও কমপ্লেক্সের নিরাপত্তায় আরও জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা সরেজমিনে খতিয়ে দেখেছেন বিধাননগর পুলিসের শীর্ষ কর্তারা। পাশাপাশি, সিজিও কমপ্লেক্সের ঠিক বাইরে নিরাপত্তারক্ষীদের জন্য অস্থায়ী তাবুরও ব্যবস্থা রয়েছে। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির জট খুলতে যেভাবে তেঁড়েফুঁড়ে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারীরা। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তলব যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তা আর বলার অপেক্ষা রাখে না।