
বাগুইআটিতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) হয়েছে এক মহিলা। বাগুইআটি (Baguiati) অশ্বিনীনগরের হাতিয়াড়া রোডের মিলনদ্বীপ নামক বহুতল আবাসনে ঘটেছে এই ঘটনাটি। তাঁকে স্থানীয় বাসিন্দা ও বাকি আবাসিকরা উদ্ধার করে প্রথমে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চিনারপার্কের নিকট অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই তাঁকে মৃত (Death) বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই গোটা ঘটনা নিয়ে বাগুইআটি থানার পুলিস (Police) অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, শনিবার সকালে ঘটে এই ঘটনাটি। মৃত ওই মহিলার নাম নিলম কোঠারি (৬২)। তিনি বাগুইআটি অশ্বিনীনগরের হাতিয়াড়া রোডের মিলনদ্বীপ বহুতল আবাসনের বাসিন্দ। ওই মহিলা মিলনদ্বীপ আবাসন থেকে পাশের বাড়িতে ঝাঁপ দেন। তারপরেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরেই খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও প্রশাসনকে।