
আবারো পথ দুর্ঘটনার (Road Accident) শিকার হল একটি স্কুলের পুল কার (Pool Car)। ঘটনার জেরে গাড়িতে থাকা দুই স্কুল পড়ুয়া আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর (Thakurpukur) দাসপাড়া জেমস লং-এর কাছে। সূত্রের খবর, একটি স্কুলের পুল কার চারজন স্কুল পড়ুয়াকে নিয়ে যাচ্ছিল জোকা থেকে তারাতলার দিকে। ঠিক ঠাকুরপুকুর দাসপাড়া জেমস লং-এর কাছে গাড়ির চাকা রাস্তায় থাকা ডিভাইডারে ধাক্কা মারে। এই ধাক্কা খেয়েই পুল কারটি উল্টে যায়। গাড়ির কাজ ভেঙে যায় এবং গাড়িতে থাকা চারজন পড়ুয়ার মধ্যে দুজনের আঘাত লাগে।
সম্প্রতি, বেহালাতে ঘটেছিল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাবার হাত ধরে স্কুলে বেরিয়েছিলেন ক্ষুদে শিশুটি। হঠাৎ মাটি বোঝাই একটি লরি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া এবং তার বাবাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল শিশুটির।