
এক যুবককে ডেকে এনে কিডন্যাপ (Kidnap) করার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। আটক তিন জন অভিযুক্ত। তিন লক্ষ টাকা মুক্তিপণের দাবী। পুলিস সূত্রে খবর, বাজেয়াপ্ত একটি দামী গাড়ি (car) ও দেড় লক্ষ টাকা। ইকোপার্ক থানার পুলিসের তাৎপরতায় উদ্ধার হয় ওই যুবক।
পুলিস সূত্রে জানা গিয়েছে, কিডন্যাপ হওয়া যুবকের নাম সৈকত পুরকাইত। মঙ্গলবার দুপুরে নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা সৈকত পুরকাইতকে ফোন করে নিউটাউনে ডাকা হয়। সেই কথামত সে নিউটাউনে এলে প্রথমে তাকে একটি গাড়িতে তোলা হয়। সেই গাড়ি নিউটাউন-এর বিভিন্ন প্রান্তে ঘুরতে থাকে। এর পর সন্ধ্যে নাগাদ তার বাড়িতে ফোন করে বলে তিন লক্ষ টাকা দিতে হবে নাহলে তাকে ছাড়বে না।
সৈকত পুরকাইত জানিয়েছে, 'আমাকে প্রথম আমার বন্ধু ফোন করে বলে হাওড়া যেতে। তারপর বলে পিজি যেতে এবং তারপরে নিউটাউনে আসতে বলে। আমি ইকো পার্কে আসার পরই সেখান থেকেই আমাকে গাড়িতে তোলে। কিডনাপারের দলটি গিয়ে একটা ডিল করে টাকা পাঠিয়ে দিয়েছিল, আর অন্য পার্টি এদের টাকাটা নিয়ে গিয়েছে।'
সৈকতের পরিবারের লোকজন প্রথমে নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানায়। এরপর সেখান থেকে প্রথমে নিউটাউন থানায় আসে, তারপর ইকোপার্ক থানায় এসে গোটা ঘটনার কথা জানায়। তৎক্ষনাৎ পুলিস তল্লাশিতে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ধরে গাড়িটি শনাক্ত করে। পুলিস গাড়িটি ধরে ফেলে উদ্ধার করে সৈকত পুরকাইত নামের ওই যুবককে। আটক করা হয় গাড়িতে থাকা তিন যুবককেও। পুলিস সূত্রে খবর, আরও একটি গাড়ি ছিল। সেটি পালিয়ে যায়। তবে এই কিডন্যাপের পিছনে বড়ো রহস্য আছে বলে মনে করছে পুলিস। নরেন্দ্রপুর থানার হাতে সকলকে তুলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিস।