Home / kolkata / A devastating fire at a leather warehouse in Tangra
Fire: ট্যাংরায় চামড়ার কারখানা ও গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলমন্ত্রী
শেষ আপডেট : 2022-03-12 22:04:27 Views: 25
শনিবার সন্ধ্যায় ট্যাংরায় চামড়ার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। আশপাশে প্রচুর বস্তি এবং প্রচুর মানুষের বসবাস হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, বস্তিতে গ্যাস সিলিন্ডার থাকায় তাঁদের আতঙ্ক আরও বেড়ে যায়। বহু মানুষ এলাকা ছেড়ে বেরিয়ে যান। অনেকে বাড়ির ছাদে উঠে পড়েন। তবে এদিন দমকলের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখা যায় এলাকায়। প্রায় সবারই ক্ষোভ, দমকল এসেছে অনেক দেরিতে। প্রায় দুঘণ্টা পরে এসেছে দমকল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সঙ্গে বলেন, প্রয়োজন অনুযায়ী জল মেলেনি। মেলেনি দমকলের পর্যাপ্ত গাড়ি। ফলে চোখের সামনেই আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া দেখে একইসঙ্গে আতঙ্ক এবং ক্ষোভ দুইই বেড়ে যায়।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ১০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে চলেছে।ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি একটি ছাদে উঠে দমকলকর্মীদের সঙ্গে কথা বলে আগুন নেভানোর কাজ পরিচালনা করেন।
আগুনের শিখা এতটাই তীব্র ছিল যে, কারখানা কাম গুদামের একটি অংশের দেওয়ালে ফাটল ধরে যায়। যে কোনও সময় তা ভেঙে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেন। দমকল সূত্রে জানা গিয়েছে, দুজন কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপদের আশঙ্কায় রাতে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
Live Tv | Calcutta News | লাইভ টিভি। ক্যালকাটা নিউজ
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)