
আফগানিস্তানে প্রতিরোধের আরেক নাম পাঞ্জশির । ‘সিংহের উপত্যকা’ বারবার রক্তাক্ত করেছে তালিবানকে । এবারও পাহারঘেরা প্রদেশটি থেকে জেহাদিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বিখ্যাত মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদ। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ।
তালিবানের শান্তি আলোচনার পালটা পাঞ্জশিরের যোদ্ধারা বার্তা দিয়েছেন, ‘কথা নয়, যুদ্ধ হবে।’ কিন্তু শুক্রবার উদ্বেগ উসকে পাঞ্জশির দখল করার দাবি জানিয়েছে তালিবান। এদিকে আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়ার খবর ভিত্তিহীন , গুজব বলে জানালেন নর্দান আলাইন্স নেতা আমিরুল্লা সালেহ । তিনি আফগানিস্তানেই আছেন । যুদ্ধের ময়দানে আছেন।দেশ ছেড়ে পালাইনি জানাল আমিরুল্লা সালেহ। উল্লেখ্য, আফগানিস্তান জয় করেও স্বস্তি নেই তালিবানের।
এখনও তাদের গলার কাঁটা হয়ে রয়েছে কাবুল থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরের হিন্দুকুশ ঘেরা স্বাধীন পঞ্জশির। বাধ্য হয়ে ‘ওয়ারলর্ড’ আহমেদ মাসুদ ও সালেহর সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইছিল তালেবরা। কিন্তু সেই কথায় কান দেননি তাঁরা। বাবার মতোই জেহাদি গোষ্ঠীটির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন মাসুদ। আর গোড়া থেকেই প্রতিরোধ গড়ে তোলার কথা বলে আসছেন সালেহ।