
আফগানিস্তানে গণতন্ত্রের এখন একমাত্র ঠিকানা পাঞ্জশির । তবে সারা দেশের দখল হাতে নেওয়ার পর , পাঞ্জশির এর দখল নিতে মরিয়া তালিবান । আধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার , মেশিন গান সব কিছু নিয়ে তারা বারবার ঝাঁপিয়ে পড়ছে পাঞ্জশির এর ওপর । তবে আমিরুল্লা সালেহ এর নেতৃত্বে নর্দান আলাইন্স তালিবদের সেই হামলা কে বরং রুখে দিচ্ছে ।
বৃহস্পতিবার ও পাঞ্জশির এর বিস্তীর্ন অংশে আবার ও হামলা চালায় তালিবান । রুখে দেয় নর্দান আলাইন্স । রাত ভোর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। আফগানিস্তানের অধিকাংশ এলাকা তালিবানের কব্জায় এলেও পাঞ্জশির উপত্যকা এখনও তাঁদের দখলে আসেনি। উল্টে সেখানে ঢুকতে গিয়ে গত কয়েক দিনে বাধার মুখে পড়তে হয়েছে তালিব যোদ্ধাদের।
ওই এলাকা দখলের জন্য এ বার সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর কথা ঘোষণা করল তালিবান। জানিয়ে দিল, পঞ্জশির দখল করতে ইতিমধ্যেই রওনা হয়েছে শয়ে শয়ে তালিব যোদ্ধা। নর্দান অ্যালাইন্স এর সঙ্গে প্রবল গুলির লড়াইয়ের পর দ্রুত পালিয়ে বাঁচার চেষ্টা করে তালিবানরা । তবে ১২০ জন তালিবান বন্দুকবাজ কে যুদ্ধ বন্দি করেছে নর্দান অ্যালাইন্স।
তালিবানরা আবার ও পরাজিত হল নর্দান আলাইন্স এর কাছে ।হেলিকপ্টার নিয়ে এসেও যুধ্যে নর্দান অ্যালাইন্স এর কাছে হার মানতে বাধ্য হলো তালিবান। প্রায় ৪০ তালিবানি বন্দুকবাজ নিকেশ হল বলে দাবি রেসিস্টেন্স ফোর্সের মুখপত্র ফাইম দেশীর ।অন্যদিকে তালিবান ঐক্যে ফাটল দেখা দিয়েছে।