Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Women

Parineeti: পরিণীতির জীবনের নতুন যাত্রা শুরু, সামাজিক মাধ্যমে সুখবর দিলেন

অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) বর্তমানে সামাজিক মাধ্যমের হট টপিক। বহু জল্পনাকে সত্যি করে আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। এমনকি তাঁদের বিয়ে নিয়েও শুরু হয়েছে জল্পনা। শোনা গিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে রাজস্থানে বসতে পারে তাঁদের বিয়ের বাসর। তবে জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে কেরিয়ারেও নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী।

সোমবার সামাজিক মাধ্যমে একটি ছবি আপলোড করেছেন পরিণীতি। একইসঙ্গে লিখেছেন, 'গত ৮ মাস আমার কাছে রোলার কোস্টার রাইডের মতো ছিল। আমি আমার কেরিয়ারে গুরুত্বপূর্ণ কিছু বদল এনেছি। অবশেষে আমি তা করেছি যা আমি ৪ বছর ধরে করতে চেয়েছি। আমার পড়াশোনা এবং ব্যবসায়িক আবহ আমাকে অভিনয়ের থেকেও বেশি কিছু চাইতে বাধ্য করেছে।আমি খুব খুশি ইনভেস্টর এবং পার্টনার হিসেবে আমার ব্র্যান্ডের ঘোষণা করে।'

View this post on Instagram

A post shared by @parineetichopra

অভিনেত্রী কেন এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন তাও বলেছেন। পরিণীতি লিখেছেন, এই ব্র্যান্ডটি এমন প্রোডাক্ট বানাচ্ছে যা আগে কেউ বানায়নি। জল বিহীন শ্যাম্পু এবং স্নানের জিনিস তৈরী করবে এই ব্র্যান্ড। নাম 'ক্লিন্সটা'।


10 months ago
Special story: নারীরা বর্তমানে কোন অবস্থায়

সৌমেন সুর: পাহাড় প্রমাণ বাধা অতিক্রম করে নারীর সম্মানজনক অবস্থান সমাজে আজ স্বীকৃতি পেয়েছে। প্রথমে কয়েকজন, তারপর শতসহস্র কন্ঠে ধ্বনিত হয়েছে প্রতিবাদ। সেই ঐক্যবদ্ধ প্রতিবাদকে দমিয়ে রাখা যাইনি। দুই শতকেরও বেশী সময় ধরে বিশ্বজুড়ে চলেছে নারী আন্দোলন। কিন্তু আজও কি তার প্রয়োজন ফুরিয়েছে!

মহাভারতে দ্রৌপদী শোনিতসিক্ত একবস্ত্রে বলপূর্বক রাজসভায় আনলে একের পর এক ধর্ম ও আইনের যুক্তি তুলে ধরে তথাকথিত ধার্মিক ভদ্রজনদের তীব্র তিরস্কারে মাথা হেট করে দিয়েছিলেন। আবার অন্যদিকে দেখি, ক্রিকেটার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান স্বামীর বিরুদ্ধে বিবাহ বর্হিভূত সম্পর্ক, শারিরীক ও মানসিক অত্যাচার এবং বিশ্বাস ভঙ্গের মতো অভিযোগ এনে আইনি যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। তখন মনে হয় এও এক প্রতিবাদ। আর একদিকে দারিদ্র সীমার নীচে বসবাসকারী মহিলা, তিনি হিন্দু-মুসলিম যে সম্প্রদায়েরই হোক না কেন, তাদের লড়াই অনেক কঠিন। কারন দেখা যায়, মায়েরা অধিকাংশই নিরক্ষর। কিন্তু ইদানীং চোখে পড়ছে-তাদের তীব্র ইচ্ছা, তাদের মেয়েরা শিক্ষার আলোয় শিক্ষিত হোক। তারা পরের ওপর নির্ভর করে অনিশ্চিত ভবিষ্যতের সরণিতে মেয়েদের ফেলে রাখতে অনিচ্ছুক। সাধারণভাবে সমাজের ধারণা, মেয়েদের জন্য শিক্ষায় লগ্নি করা লোকসান। কারণ তার ফলভোগ করে অন্য পরিবার। তাই সেই অর্থ শিক্ষায় খরচ না করে বরপনের জন্য তুলে রাখা শ্রেয়। এখানেই হতদরিদ্র মায়েরা মরিয়া হয়ে উঠেছে। এটা সত্যিই একটা আলোর দিক। 

নিরাপত্তার দিকটায় আসি। আমাদের দেশে বিভিন্ন রাজ্যে যখন নারী ধর্ষণের মতো ঘটনা ঘটে তখন যারা নারীর পোশাক নিয়ে আলোচনা করেন বা মেয়েরা কেন সিগারেট খাবে, কেন বেশী রাতে বাড়ি ফিরবে বলে তার দিকে আঙুল তুলবে! তাদের যদি প্রশ্ন করা হয়, কোন দৃষ্টিকোণ থেকে তিনবছরের শিশুকন্যা এবং সত্তর বছরের বৃদ্ধাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়, তখন সমাজরক্ষকরা কি উত্তর দেবেন?

আন্তর্জাতিক দিবসে প্রতিবছর সেমিনার রুমের ঠাণ্ডা ঘরে বসে কেতাবি নারীমুক্তি নিয়ে ভাষণ, তর্কবিতর্ক হয়, কিন্তু বাস্তব চিত্রের পরিবর্তন হয় কি? পরিবর্তনের ছবিতে এটুকু দেখা যাচ্ছে, আগের চেয়ে নারীরা বর্তমানে অনেক বেশী ডেভলপড। সাফল্যের মাপকাঠিতে তারা উচ্চশিখরে। তবু সমাজের নারীদের নিরাপত্তায় আমাদের এগিয়ে আসা উচিত। যাদের চোখেমুখে সত্যতার বলিষ্ঠ ছাপ চিহ্নিত হয়ে আছে-তারাই একটা নবদিগন্তের পথ খুলে দিতে পারেন। তথ্যঋণ-সর্বাণী

11 months ago
Karnataka: শুরু হল মেয়েদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার প্রকল্প, জানুন....

এক নতুন ও অদ্বিতীয় প্রকল্পের সূচনা করেছে কর্নাটক (Karnataka) সরকার। শুরু হল মেয়েদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা (Free Bus Services) দেওয়ার প্রকল্প ‘শক্তি’র। রবিবার কর্নাটকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল বিনামূল্যের বাস পরিষেবা। বেঙ্গালুরুর বিধান সৌধ-র সামনে এই পরিষেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। উদ্বোধন করেন কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও। এমনকি এদিন বাসে উঠে মহিলা যাত্রীদের মধ্যে গোলাপি টিকিট বিলি করেন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, কর্নাটকে নির্বাচনের আগেই কংগ্রেসের তরফ থেকে ৫ টি প্রতিশ্রুতি দেওয়া হয় সাধারণ মানুষকে। তার মধ্যে একটি অর্থাৎ এই বিনামূল্যে মহিলাদের বাস পরিষেবার প্রতিশ্রুতিটি পূরণ করা হল। এই সফলতাকে কেন্দ্র করে সিদ্দারামাইয়া বলেন, “আমি আশা করব, আগের তুলনায় মহিলারা আরও বেশি সংখ্যায় সরকারি বাসে চড়বেন।”

11 months ago


Ashoknagar: এক যুবতীকে ভিন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

কাজের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে (Women) ভিন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনকি মারধর (Beaten) করারও অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। অশোকনগর (Ashoknagar) থানার পুলিস (Police) গিয়ে পাটনার রামকৃষ্ণনগর থানা এলাকা থেকে গ্রেফতার (Arrest) করে অভিযুক্তকে। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় উত্তর ২৪ পরগণার অশোকনগরে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম দেবজিৎ দাস (২১)।

পুলিস সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই যুবতিকে কাজের প্রতিশ্রুতি দিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চলতি মাসের ১৭ তারিখ যুবতীর মা অভিযোগ করে অশোকনগর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে অশোকনগর থানার পুলিস। এই ঘটনায় পুলিসের একটি দল ভিন রাজ্য গিয়ে ওই যুবতীকে উদ্ধার করে। এবং অভিযুক্তকে গ্রেফতার করে। 

নির্যাতিতা যুবতী জানান, সে একজন নৃত্যশিল্পী। পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকায় ইভেন্টের কাজে মাসিক চুক্তির ভিত্তিতে তাঁকে নিয়ে যাওয়া হয় ভিন রাজ্যে। এরপরই, উপার্জনের জন্য ভিন রাজ্যে গেলে তাঁকে আটকে রাখার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। যুবতী জানান, ঘরে আটকে রেখে অত্যাচারের পাশাপাশি জোর করে নেশা করানো হত তাঁকে। কোনরকমে প্রাণ বাঁচাতে লুকিয়ে বাড়িতে খবর দেয় সে। এরপরই অশোকনগর থানার পুলিস গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তাঁকে।

12 months ago
Heart: পুরুষদের থেকেও মহিলাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি! কী বলছেন চিকিৎসকরা

হৃদরোগের (Heart Disease) ঝুঁকি প্রতিদিন বেড়েই চলেছে। আপনাদের হয়তো একটা ভুল ধারণা রয়েছে যে, মহিলাদের (Women) তুলনায় পুরুষদের হার্ট অ্যাটাক (Heart Attack) বা হৃদরোগের ঝুঁকি বেশি। কিন্তু নতুন সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলাদেরই বেশি মাত্রায় হৃদরোগের ঝুঁকি বেশি। সবথেকে চিন্তার বিষয় আরও হলো যে, তাঁরা যখন জানেনও না যে তাঁরা সত্যিই হৃদরোগে আক্রান্ত। এমনকি হার্ট অ্যাটাক হওয়ার বিভিন্ন লক্ষণ পুরুষদের লক্ষণের থেকেও অনেকটা আলাদা হয়ে থাকে। তাই জেনে রাখা দরকার, মহিলাদের কোন কোন লক্ষণে বুঝবেন যে তাঁদের হার্ট অ্য়াটাক হওয়ার সম্ভাবনা রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বুক ভারি অনুভব করা, শ্বাস নিতে সমস্যা, উদ্বেগ, বুক জ্বালা ইত্যাদি লক্ষণ হৃদরোগের লক্ষণ হতে পারে। আর এর চিকিৎসা না করালেই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। এছাড়াও ডায়াবেটিস, মানসিক চাপ, মেনোপজ, গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যা, পর্যাপ্ত ঘুম না হওয়া, ধূমপান, ইত্যাদি লক্ষণগুলো প্রধান কারণ কার্ডিওভাসকুলার রোগের। কাজের চাপ এবং ঘুমের সমস্যাগুলি উল্লেখযোগ্যভাবে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে। ফলে এর চিকিৎসা হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তেই থাকে।

12 months ago


Nuts: সারাদিন ক্লান্ত লাগছে? এই বাদামগুলো ডায়েটে রাখলেই ক্লান্তি দূর হবে একনিমেষে

সারাদিন কাজের চাপে সারাক্ষণই শরীর ক্লান্ত লাগে! এছাড়াও মহিলাদের শরীরে তো আয়রনের কমতি খুব সচরাচরই দেখা যায়। আর এই আয়রনের ঘাটতির ফলে শরীর দুর্বল ও ক্লান্তি অনুভূত হয়। ফলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, শরীরের ক্লান্তি ও আয়রনের ঘাটতি কমাতে খেতে শুরু করুন বাদাম (Nuts)। স্বাস্থ্যের ভালোর জন্য বাদামের জুরি মেলা ভার। বাদাম যেমন শরীরে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, তেমনি হার্ট, ত্বক ও চুলের জন্য ভালো উপকারী বাদাম। বিশেষজ্ঞদের মতে, মহিলাদের (Women) বিশেষ করে এই পাঁচটি বাদাম খাওয়া উচিত।

কালো কিসমিশ- অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এটি শরীরে আয়রনের ঘাটতি কমাতে সাহায্য করে। এর পাশাপাশি মহিলাদের জরায়ু ও ডিম্বাশয়ের জন্য এই ড্রাই ফ্রুট অত্যন্ত উপরকারী।

আমন্ড- প্রোটিন, ফাইবার, ভিটামিন ই, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন বি-এ ভরপুর এই বাদাম। আমন্ড যেমন কোলেস্টেরল কমাতে সাহায্য করে, তেমনি রক্তচাপ নিয়ন্ত্রন ও ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

খেজুর- সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম ও কপার সমৃদ্ধ ড্রাই ফ্রুট হলো খেজুর। খেজুর হাড়ের জন্য ভালো ও শরীরের ক্লান্তি কমাতেও সাহায্য করে।

পেস্তা- ফাইবার, প্রোটিন, ভিটামিন বি৬ সমৃদ্ধ বাদাম চোখের জন্য ভালো। আবার অন্ত্রের জন্যও উপকারী।

আখরোট- ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ বাদাম স্মৃতিশক্তি বাড়াতে, অন্ত্রের জন্য বিশেষ উপকারী।

12 months ago
Iran: হিজাব না পরেই বাড়ির বাইরে মহিলারা, নজরদারি চালাতে রাস্তায় ক্যামেরা

হিজাব বিরোধী আন্দোলনের রেশ এখনও কাটেনি। জোর করে হিজাব পরাকে বাধ্যতামূলক করার বিরুদ্ধে পথে নেমেছেন ইরানের হাজার হাজার মহিলা। এর ফলে ক্রমশ হিজাব না পরার প্রবণতা বেড়েই চলেছে ইরানের মহিলাদের (Women)। এমনকি হিজাব ছাড়া প্রকাশ্যে চলাফেরা শুরু করে দিয়েছেন ইরানের (Iran) মহিলারা। সে কারণে ইরান প্রশাসন মহিলাদের ব্যক্তি স্বাধীনতায় রাশ টানতে জরুরী পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে, দেশের জনবহুল এলাকাগুলিতে ক্যামেরা (CCTV Camera) লাগানো হবে। যার মাধ্যমে মহিলাদের গতিবিধির উপর নজর রাখা হবে।

ইরান সরকার সূত্রে খবর, যেসব মহিলাদের প্রকাশ্যে হিজাব ছাড়া চলাফেরা করতে দেখা যাবে, তাঁদের কাছে মোবাইলে প্রথমে একটি সতর্কতামূলক মেসেজ যাবে। তারপরেও যদি সতর্ক না হয়, তবে শাস্তি দিতে বাধ্য হবে প্রশাসন। 

২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ইরানে ২২ বছর বয়সি তরুণী মাহশা আমিনির মৃত্যু দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। অভিযোগ, হিজাব না পরায় পুলিস তাঁকে আটক করে। পুলিসের অত্যাচারের কারণেই তরুণীর মৃত্যু হয়েছে বলে দাবি দেশের অধিকাংশ জনতার। ওই তরুণীর মৃত্যুর পর থেকেই দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। মাহশার মৃত্যুর প্রতিবাদে ইরানের মেয়েদের প্রকাশ্যে চুল কেটে, হিজাব পুড়িয়ে পথে নামতে দেখা গিয়েছে। বহু সাধারণ নাগরিককে গ্রেফতার করেছে ইরানের পুলিস।

উল্লেখ্য, এবার সরকার হিজাব না পরার বিরুদ্ধে আরও একধাপ এগিয়ে পদক্ষেপ নিল। এতে কতটা প্রভাব পড়ে মহিলাদের মধ্যে সেটাই দেখার। 

one year ago
Basirhat: একই দিনে দুটি পৃথক ঘটনায় সাপের ছোবলে মৃত্যু এক, আক্রান্ত এক

একই দিনে দুটি পৃথক ঘটনায় সাপের (Snake) ছোবলে মৃত্যু (Dead) এক ব্যক্তির ও সাপের কামড়ে আক্রান্ত এক মহিলা (Women) । শনিবার সাপ ধরার কেরামতি দেখাতে গিয়ে বিষধর সাপের ছোবলে মৃত এক বৃদ্ধ। শনিবার হাড়োয়া থানার, আটপুকুর গ্রাম পঞ্চায়েতের কচুরহুলা গ্রামের ঘটনা। সূত্রের খবর শনিবার মেছো ভেড়িতে মাছের আদলে একটি বিষধর সাপ ধরা পড়ে। বছর ষাটেকের নিরঞ্জন সরদার, সেই বিষধর সাপ ধরতে গেলে, সাপটি ওই ব্যক্তিকে ছোবল মারে।  স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে আনলে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পাশাপাশি সাপের কামড়ে আক্রান্ত বকজুরি গ্রামের ৪০ বছরের গৃহবধূ শাহিদা বিবি। সূত্রের খবর, শনিবার শাহিদা বাড়ির উঠানে বসে কাজ করছিল, সেই সময় পিছন দিক থেকে সাপ কামড়ে দেয়। স্থানীয়রা জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে, প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, সেখানে অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে কলকতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা সংকটজনক বলেই পরিবার সূত্রে খবর। এখন প্রশ্ন উঠছে সাপ ধরার প্রশিক্ষণ ছাড়াই, পাশাপাশি বনদপ্তরকে খবর না দিয়ে, কেন ওই ব্যক্তি সাপ ধরার কেরামতি দেখাতে গেলেন?  এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কচুহুলার গ্রামে।

one year ago


IAF: বায়ুসেনার ক্ষেপণাস্ত্র ইউনিটের নেতৃত্বে মহিলা ক্যাপ্টেন, শালিজার নারী দিবসে স্বপ্নের উড়ান

প্রথমবার ভারতীয় বায়ুসেনার ‘ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের’(Frontline Combat unit) দায়িত্ব পেলেন এক মহিলা অফিসার। বায়ুসেনার পশ্চিমাঞ্চল কমান্ডের অন্তর্গত একটি ক্ষেপণাস্ত্র ইউনিটের নেতৃত্ব দেওয়া হয়েছে গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামির হাতে। বুধবার আন্তর্জাতিক মহিলা দিবস। তার আগে শালিজাকে নতুন দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করল বায়ুসেনা।

জানা গিয়েছে, ২০০৩ সালে যুদ্ধ হেলিকপ্টারের পাইলট হিসাবে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন পঞ্জাবের লুধিয়ানার কন্যা শালিজা ধামি। দীর্ঘদিন পাক সীমান্তে মোতায়েন ইউনিটে কাজ করেছেন শালিজা। এমনকি ২,৮০০ ঘণ্টারও বেশি সময় কপ্টার উড়ানের অভিজ্ঞতাও আছে তাঁর। এখন বায়ুসেনার ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। 

তারপরেও শালিজাকে নতুন দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করল বায়ুসেনা। প্রসঙ্গত কয়েক বছর আগেই ভারতীয় বায়ুসেনা প্রথম মহিলা পাইলট হিসাবে রাফালে যুদ্ধবিমান ওড়ানোর জন্য ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিংহকে মনোনীত করা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রের খবর, চলতি মাসেই ভারতীয় বায়ুসেনা মহিলা অফিসারদের পূর্ব এবং পশ্চিম সেক্টরের বিভিন্ন ‘ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের’ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

সেই সিদ্ধান্ত মেনেই শালিজার হাতে একটি ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ড তুলে দেওয়া হয়েছে বলে জানা যায়।

one year ago
ICC T-20: বিশ্বকাপের স্বপ্নভঙ্গ ভারতের, সেমিফাইনালে হেরে চোখের জল আটকাতে পারলেন না হরমনপ্রীত

২০১৯ থেকে ২০২৩ চার চারটে বছর কেটে গিয়েছে। তবু হতাশা কাটেনি ভারতের। দু’বারই সেমিফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো ভারতীয় মহিলা ক্রিকেট দলের (ICC Women’s World Cup T20)। টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকেই ছন্নছাড়া ছিল টিম ইন্ডিয়া। টসে জিতে ব্যাট করতে নেমে অজি বাহিনী ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে করে ১৭২। জবাবে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ভারতীয় দলের রান ১৬৭। মাত্র ৫ রানে পরাজিত হলো ভারত।

অধিনায়ক হরমনপ্রীতের রান আউটের পরেই তাসের ঘরের মতো ভেঙে পরে ভারতীয় ব্যাটিং লাইন। একা ২২ গজে দাঁড়িয়ে জেমাইমা রডরিগেজকে সঙ্গে নিয়ে দলকে টানছিলেন ভারতীয় অধিনায়ক। ব্যক্তিগত রান করেন ৫২। কিন্তু রান আউটের পর আর খেলায় ফিরতে পারেনি টিম ইন্ডিয়া। নিজের রানআউট নিয়ে মুষড়ে পড়েছিলেন হরমনপ্রীত।

ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানিয়েছেন, আরো একটু সতর্ক হওয়ার প্রয়োজন ছিল। এর আগে ২০২০ সালে মহিলা টি-২০ বিশ্বকাপ এবং ২০২২ সালে কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারতীয় মহিলা ক্রিকেট দল।

one year ago


Sania: অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় দল! মহিলা আইপিএল-এ আরসিবির মেন্টর সানিয়া

চলতি বছর প্রথম হতে চলেছে মহিলা আইপিএল (WPL)। আর তার আগেই নিলামে সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় তারকারা। কোটি কোটি টাকার বিনিময়ে স্মৃতি-হরমনপ্রীত-রিচা ঘোষদের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এবার আরও এক চমক দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা আরসিবি। বিশ্ব ক্রিকেটের নামকরা সকলকে সই করিয়েছে দল। পুরুষদের আইপিএল-এ জয় হাসিল করতে না পারলেও লক্ষ্য মহিলা দলের দিকে। তাই দলের মেন্টর হিসেবে সানিয়া মির্জাকে (Sania Mirza) দলে রেখেছেন। আরসিবি (RCB)-র মতে, দলের মানসিকতার সঙ্গে সঠিকভাবে মিলিয়ে যাচ্ছেন সানিয়া মির্জার মানসিকতা।

বিশ্বজুড়ে মহিলাদের ক্রীড়াকে এগিয়ে নিয়ে যেতে সানিয়া মির্জার ভূমিকা অনস্বীকার্য। ভারতের হয়ে তিনি বিশ্বস্তরে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জা সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনের পর টেনিসকে বিদায় জানিয়েছেন। যদিও জয়ের মুখ দেখতে পাননি তিনি। চোখের জলে টেনিস কোর্টকে বিদায় জানান ভারতীয় টেনিসের পোস্টার গার্ল। সানিয়া মির্জা ৬টা গ্র্যান্ডস্ল্যাম ও ৪৩টা WTA খেতাব জিতেছেন। ফলে মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে তাঁর উপরেই ভরসা রাখছে আরসিবি।

দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা যে কাজে লাগবে তা বলাই যায়। অভ্যন্তরীণ চাপ সামলাতে সানিয়ার বাণী যে ওষুধের কাজ করবে স্মৃতি মান্ধানা, রিচাদের কাছে।

one year ago
IPL: ওমেন আইপিএল-র নিলাম, স্মৃতি এবং বাংলার রিচা আরসিবি-তে! কোথায় আর কে গেলেন

মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Women IPL) নিলাম চলছে মুম্বইয়ে। জমে উঠেছে নিলাম অনুষ্ঠান। বাংলার রিচা ঘোষকে খেলতে দেখা যাবে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (RCB)। রবিবার ভারতকে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন রিচা ঘোষ (Richa Ghosh)। শিলিগুড়ির রিচাকে দলে নিয়েছে আরসিবি। রিচাকে নিয়ে নিলামে দর কষাকষিতে সামিল হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস (DC)। যদিও শেষ অবধি ১.৯০ কোটি টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যোগ দিলেন রিচা।

দিল্লি ইতিমধ্যেই নিয়েছে জেমাইমা রডরিগেজ ও শেফালি ভার্মাকে। জেমাইমার বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ইউপি ওয়ারিয়রজ নিতে উৎসাহ দেখায়। লড়াই চলতে থাকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। এরপর দর কষাকষিতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ অবধি জেমাইমাকে ২.২ কোটি টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। ভারতের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক শেফালি ভার্মাও খেলবেন দিল্লি ক্যাপিটালসে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পিছনে ফেলে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেফালির দর উঠেছে ২ কোটি টাকা। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংকেও ১.১ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।

শেফালি, জেমাইমা ও ল্যানিংয়ের মধ্যে কাকে অধিনায়ক করা হবে তা নিয়ে জল্পনা চলছে। রাধা যাদব, শিখা পাণ্ডেকেও নিয়েছে ক্যাপিটালস। সোফি ডিভাইন, এলিসা পেরি, রেণুকা সিং, রিচা ঘোষদের নিয়ে শক্তিশালী দল গড়ছে আরসিবি।

ভারতীয় দলের অপর গুরুত্বপূর্ণ সদস্য যস্তিকা ভাটিয়াকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পূজা বস্ত্রকারও খেলবেন এই দলের হয়ে। হরমনপ্রীত কৌরই মুম্বই ইন্ডিয়ান্সকে এই প্রিমিয়ার লিগে নেতৃত্ব দেবেন।

বাংলার দীপ্তি শর্মাকে নিলামে নিয়েছে ইউপি ওয়ারিয়রজ। লখনউয়ের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে রাজেশ্বরী গায়কোয়াড়, অঞ্জলী সর্বাণীকেও। অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি, তাহলিয়া ম্যাকগ্রা, দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইলকে নিয়েছে ইউপি ওয়ারিয়রজ। দীপ্তি শর্মাকে নিতে আগ্রহ দেখিয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। শেষ অবধি তাঁকে ২.৬ কোটি টাকায় দলে নেয় ইউপি।

one year ago
IPL: আইপিএল-এ নেই কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস, জানুন কেন

শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল (Women's IPL)। আর তা নিয়ে একপ্রকার উৎসুক ক্রীড়াজগত। তবে মেয়েদের আইপিএলে জায়গা পেল না কলকাতার কোনও দল।  বুধবার এমনটাই সূত্র মারফৎ জানা গিয়েছে। যে পাঁচটি শহর খেলবে তার নাম ইতিমধ্যে প্রকাশ্যে এসছে। মুম্বই, বেঙ্গালুরু-সহ মোট পাঁচটি শহরের নাম তালিকায় থাকলেও, নেই কলকাতার নাম। জানা গিয়েছে, বিশেষ আবেদন করেও দল পেল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। 'পাঠান' মুক্তির দিনই এই খবরে মন খারাপ শাহরুখ ভক্তদের।

উল্লেখ্য, প্রাথমিকভাবে মহিলা আইপিএলে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছিল পুরুষদের লিগের ছ'টি ফ্র্যাঞ্চাইজি। জমা দিয়েছিল নথিও। সে তালিকায় ছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদও রয়েছে তালিকায়। কিন্তু মহিলা আইপিএলের দল কেনার জন্য নথি জমা দেওয়া থেকে বিরত থেকেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-সহ তিনটি ফ্র্যাঞ্চাইজি।

প্রসঙ্গত, কয়েকদিন আগে মুকেশ আম্বানীর সংস্থা রিলায়েন্সের ভায়াকম ১৮ (Viacom18) আগামী পাঁচটি মরশুমের জন্য মোট ৯৫১ কোটি টাকার বিনিময়ে মহিলাদের আইপিএল-এর সম্প্রচার স্বত্ত্ব কিনেছিল। প্রতিটি আইপিএল ম্য়াচের মূল্য ৭.০৯ কোটি টাকা। এই পদক্ষেপ যে নিঃসন্দেহে প্রশংসনীয় তা বলা বাহুল্য।

one year ago


DWC: রাতের দিল্লির নিরাপত্তা দেখতে বেড়িয়ে বড়সড় নির্যাতনের কবলে মহিলা কমিশনের চেয়ারম্যান

রাতে দিল্লির (Delhi Security) নারী নিরাপত্তা (Women Security) খতিয়ে দেখতে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। এবার গাড়িতে হিঁচড়ে নিয়ে যাওয়া হল মহিলা কমিশনের (Delhi Womens Commission) প্রধান স্বাতী মালিওয়ালকে। শুধু এখানেই থামেনি বিপদ, ঘাতক গাড়ির চালক নাকি মহিলা কমিশনের প্রধানকে কুপ্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ। ভাগ্যক্রমে রক্ষা পেয়েছেন স্বাতী (Swati Maliwal)। এই অভিজ্ঞতার কথা নিজেই টুইট করলেন তিনি।

বর্ষবরণের রাতে গাড়িতে হিঁচড়ে নিয়ে যাওয়ার জেরে অঞ্জলি সিং নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এই ধরনের নির্যাতনের শিকার দিল্লির মহিলা কমিশনের প্রধান।

দিল্লি পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ দিল্লির এমসের কাছে ফুটপাথে দাঁড়িয়ে ছিলেন স্বাতী। সেই সময় গাড়ি নিয়ে তাঁর কাছে যান হরিশ নামে এক ব্যক্তি। মহিলা কমিশনের প্রধানকে জোর করে গাড়িতে ঢোকানোর চেষ্টা করেন চালক। সেই সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ।

one year ago
IPL: মহিলা আইপিএল নিয়ে বড়সড় ঘোষণা বিসিসিআইয়ের, কে কিনেছে সম্প্রচার স্বত্ত্ব?

শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল (Women's IPL)। ইতিমধ্যেই আগামী পাঁচটি মরশুমের জন্য মুকেশ আম্বানীর সংস্থা রিলায়েন্সের ভায়াকম ১৮ (Viacom18)-কে মোট ৯৫১ কোটি টাকার বিনিময়ে সম্প্রচার স্বত্ত্ব কিনেছে। প্রতিটি আইপিএল ম্য়াচের মূল্য ৭.০৯ কোটি টাকা। বিসিসিআই সচিব (BCCI Secretary) জয় শাহ (Jay Shah) ইতিমধ্যেই ভায়াকম ১৮-কে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। এই পদক্ষেপ যে নিঃসন্দেহে মহিলা ক্রিকেটের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

সোমবার একটি টুইট করে জয় শাহ লিখেছেন, 'মহিলাদের আইপিএল সম্প্রচার স্বত্ত্ব কেনার জন্য ভায়াকম-কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপরে এই আস্থা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ভায়াকম প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী ৫ বছরে (২০২৩-২৭) তারা মোট ৯৫১ কোটি টাকা খরচ করবে। অর্থাৎ প্রত্যেক ম্যাচে তারা ৭.০৯ কোটি টাকা খরচ করবে। এটা দেশের মহিলা ক্রিকেটে অবশ্যই একটা বড় পদক্ষেপ হতে চলেছে।'

পাশাপাশি তিনি পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের মধ্যে বেতন বৈষম্যের প্রসঙ্গ তোলেন। সকলেই এখন সম স্কেলের বেতন পান বলে জানান। বিসিসিআই এবং ভায়াকম ১৮-কে ধন্যবাদ জানান ঝুলন গোস্বামীও। তিনি বলেন, ‘‘ভায়াকম ১৮-কে অসংখ্য ধন্যবাদ, এভাবে মহিলা ক্রিকেটকে সমর্থন করার জন্য। ভাবতেই পারিনি প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি দিয়ে মহিলাদের আইপিএল মিডিয়া স্বত্ত্ব কিনতে পারে কোনও সংস্থা। মহিলা ক্রিকেটের পাশে এভাবে ভায়াকম-১৮ এসে দাঁড়ানোয়, আমি কৃতজ্ঞ। আশা করি, ছেলেদের আইপিএলের মত প্রথম বছর থেকেই জনপ্রিয়তার শিখরে উঠবে মহিলাদের আইপিএল।’’

one year ago