
অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) বর্তমানে সামাজিক মাধ্যমের হট টপিক। বহু জল্পনাকে সত্যি করে আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। এমনকি তাঁদের বিয়ে নিয়েও শুরু হয়েছে জল্পনা। শোনা গিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে রাজস্থানে বসতে পারে তাঁদের বিয়ের বাসর। তবে জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে কেরিয়ারেও নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী।
সোমবার সামাজিক মাধ্যমে একটি ছবি আপলোড করেছেন পরিণীতি। একইসঙ্গে লিখেছেন, 'গত ৮ মাস আমার কাছে রোলার কোস্টার রাইডের মতো ছিল। আমি আমার কেরিয়ারে গুরুত্বপূর্ণ কিছু বদল এনেছি। অবশেষে আমি তা করেছি যা আমি ৪ বছর ধরে করতে চেয়েছি। আমার পড়াশোনা এবং ব্যবসায়িক আবহ আমাকে অভিনয়ের থেকেও বেশি কিছু চাইতে বাধ্য করেছে।আমি খুব খুশি ইনভেস্টর এবং পার্টনার হিসেবে আমার ব্র্যান্ডের ঘোষণা করে।'
অভিনেত্রী কেন এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন তাও বলেছেন। পরিণীতি লিখেছেন, এই ব্র্যান্ডটি এমন প্রোডাক্ট বানাচ্ছে যা আগে কেউ বানায়নি। জল বিহীন শ্যাম্পু এবং স্নানের জিনিস তৈরী করবে এই ব্র্যান্ড। নাম 'ক্লিন্সটা'।