Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

PMMOdi

PM Modi: মোদীর মুকুটে ফের নয়া পালক! মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী

ফের মোদীর (Narendra Modi) মুকুটে নয়া পালক। ফের এক দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মিশরের (Egypt) সর্বোচ্চ সম্মান 'অর্ডার অফ দ্য নাইল'-এ (Order of the Nile) ভূষিত করা হয়েছে তাঁকে। মিশরের প্রেসিডেন্ট আবেদল আল ফট্টা এল সিসি (Abdel Fattah El-Sisi) রবিবার তাঁর হাতে এই সম্মান তুলে দিলেন। মার্কিন সফর শেষে দু'দিনের মিশর সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়েই তিনি মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলির সঙ্গে বৈঠক করেন। এরপর আজ সেদেশের রাষ্ট্রপতি এল সিসি মোদীর হাতে এই সম্মান তুলে দিলেন। প্রথম ভারতীয় হিসাবে তিনি এই সম্মান পেলেন।

শনিবার সন্ধ্যায় মিশরের কায়রোর বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। তাঁকে স্বাগত জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলি। এরপর সেদিনই বৈঠক করেন তাঁর সঙ্গে। রবিবার রাষ্ট্রপতি এল সিসির সঙ্গেও বৈঠক করেন তিনি। ভারতের সঙ্গে একাধিক মউও সই করেন মিশরের রাষ্ট্রপতি। তারপরেই মোদীর হাতে তুলে দেওয়া হয় সেদেশের সর্বোচ্চ সম্মান। তাঁর গলায় পরিয়ে দেওয়া হয় মেডেল। সবাই করমর্দন করে তাঁকে অভিনন্দন জানান। 

10 months ago
PM Modi: ভারতের জাতীয় সংগীত গেয়ে প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে প্রণাম মার্কিন সংগীতশিল্পীর

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পা স্পর্শ করে ফের প্রণাম। এর আগেও এমন একই দৃশ্য দেখা গিয়েছিল পাপুয়া নিউ গিনিতে। সেদেশ সফরে গিয়ে সেখানেও প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছিলেন সেদেশের প্রধানমন্ত্রী। আর এবারে মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন মার্কিন সংগীতশিল্পী মেরি মিলবেন (Mary Millben)। মার্কিন (US) সফরে যেতেই সেদেশে এককথায় মোদী ঝড় উঠেছিল। তাঁর জন্যই সেদেশের ভারতীয় প্রবাসীরা ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই ভারতের জাতীয় সংগীত 'জণগণমন' গেয়ে প্রধানমন্ত্রীর থেকে আশীর্বাদ নেন মেরি মিলবেন।

প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফরের শেষদিনে ইউনাইটেড স্টেটস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশনের তরফে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে চারিদিকে প্রবাসী ভারতীয়দের ভিড়, তাঁদের প্রত্যেকের মুখে নমোস্তুতি। এরই মাঝে আফ্রিকান-মার্কিন সংগীতশিল্পী মেরি মিলবেন প্রধানমন্ত্রীর জন্য জাতীয় সংগীত 'জনগণমন' গান। এরপর জাতীয় সংগীত শেষ করেই সরাসরি এগিয়ে গেলেন মোদীর দিকে ও তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন। আর এই দৃশ্যের সাক্ষী থাকল পুরো বিশ্ববাসী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য জাতীয় সংগীত গেয়ে মেরি মিলবেন বলেন, 'চারবার মার্কিন রাষ্ট্রপতির আমলে আমেরিকান জাতীয় সংগীত এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশন করার পরে, আমি প্রধানমন্ত্রী মোদী, দেশ ও জনগণের জন্য ভারতীয় জাতীয় সংগীত পরিবেশন করতে পেরে গভীরভাবে সম্মানিত।'

10 months ago
Dinner: মার্কিন দেশের নৈশভোজেও ভারতীয় ছোঁয়া, প্রধানমন্ত্রীর জন্য এলাহি আয়োজন

তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ তাঁর সফরের দ্বিতীয় দিন, আর এদিন বিশেষ নৈশভোজের (Dinner) আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, হোয়াইট হাউসে (White House) মোদী পৌঁছতেই বিশেষ সম্মান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। এক বিশেষ নৈশভোজেরও আসর পরিচালনার দায়িত্বে রয়েছেন জিল বাইডেন। প্রধানমন্ত্রী মোদী নিরামিষভোজী। আর সেই কথা ভেবেই তাঁর জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, হোয়াইট হাউসের রান্নাঘরের দায়িত্বে রয়েছেন সেখানেরই প্রধান শেফ নিনা কার্টিস।


প্রধানমন্ত্রীর নৈশভোজের দায়িত্বে রয়েছেন জিল বাইডেন। তিনিই শেফ নিনা কার্টিসকে নিরামিষ খাবার তৈরির দায়িত্ব দিয়েছেন। জানা গিয়েছে, খাবারের প্রথমেই রয়েছে ম্যারিনেটেড মিলেট, গ্রিন কর্ন কার্নাল স্যালাড, তরমুজ, ট্যাঙ্গি অ্যাভোকাডো সস। এরপর রয়েছে স্টাফড পোর্তোবেলো মাশরুম, ক্রিমি স্যাফরন ইনফিউজড রিসোটো। শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদী নন, আরও ৪০০ জন অতিথির এদিন আমন্ত্রণ রয়েছে। তাঁদের জন্য রয়েছে মাছের পদ। লেমন ড্রিল ইয়োগার্ট ও সুমাক রোস্টেড সি বাস নামে দু’টি মাছের পদ। এখানেই শেষ নয়, শেষপাতে রয়েছে মিলেট কেক, সঙ্গে গ্রীষ্মকালীন স্কোয়াশ। ডের্জাটের জন্য থাকবে গোলাপ ও এলাক দেওয়া স্ট্রবেরি শর্টকেক।


জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর জন্য এই বিশেষ নৈশভোজের আয়োজনে সমস্ত খাবারেই ভারতীয় ছোঁয়া রয়েছে। দেশের পতাকা রং যেমন দেখা যাবে খাবারের উপর তেমনি, দেশের জাতীয় পাখি ও জাতীয় ফুলের রংও ফুটে উঠবে খাবারের মাধ্যমে। ভারতের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।



10 months ago


Modi: হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন প্রধানমন্ত্রী মোদীর, সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্টও

অবশেষে সাংবাদিক সম্মেলনের (Press Conference) সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মার্কিন যুক্তরাষ্ট্র (USA) সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী মোদী। ২২ জুন, বৃহস্পতিবার সাংবাদিকদের একেবারে মুখোমুখি হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস সূত্রে খবর, এদিন সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে মার্কিন ও ভারতীয় দুই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী মোদী। আরও জানা গিয়েছে, এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, সাংবাদিক সম্মেলনে এক মার্কিন সাংবাদিক এবং এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকে একটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্নেরই উত্তর দেবেন ভারতের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি এই যৌথ সম্মেলনকে 'বড় বিষয়' বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রশাসনের জাতীয় নিরাপত্তার মুখপাত্র এই বিষয়ে জানিয়েছেন, 'হোয়াইট হাউস কৃতজ্ঞ যে সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন।'

তিনদিনের সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে বসার পর এটাই তাঁর প্রথম অফিসিয়াল মার্কিন সফর। ফলে এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছনোর পরই তাঁকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়। এরপর আজ হোয়াইট হাউসে পৌঁছতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁকে হোয়াইট হাউসে স্বাগত জানান।

10 months ago
PM Modi: 'যারা দায়ী, তাদের কঠিন শাস্তি দেওয়া হবে', বালেশ্বর থেকে বার্তা প্রধানমন্ত্রীর

ওড়িশার (Odisha) বালেশ্বরে তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ (Train Accident) পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পরই শনিবার দুর্ঘটনাস্থলে আহতদের সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর সেখানে পৌঁছতেই তিনি জানালেন, 'দুর্ঘটনার জন্য যারা দায়ী, তাদের কঠিন শাস্তি দেওয়া হবে।' আজ, শনিবার সকাল থেকেই দুর্ঘটনাস্থলে একে একে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার সকালে নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তারপরেই বালেশ্বরের উদ্দেশে রওনা দেন তিনি। শনিবার বিকেল পৌনে ৪টা নাগাদ বালেশ্বরে পৌঁছন মোদী। এরপর রেলমন্ত্রীকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রের আরও এক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। খতিয়ে দেখেন উদ্ধারকাজ। ঘটনাস্থলে তিনি ওড়িশা মন্ত্রিসভার সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। আহতদের এবং তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

এরপর দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর বালেশ্বর হাসপাতালেও যান প্রধানমন্ত্রী। আহতদের সঙ্গে দেখা করেন তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। এরপর প্রধানমন্ত্রী বলেন, 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আহতদের চিকিৎসার জন্য সরকার কোনও চেষ্টাই বাকি রাখবে না। এটা একটা গুরুতর ঘটনা। প্রতিটি কোণ থেকে এর তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।'

11 months ago


Vande Bharat: অসমের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

উত্তর-পূর্ব ভারতের জন্য প্রধানমন্ত্রী মোদীর (PM Modi) উপহার। এবারে অসমেও (Assam) চালু হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ২৯ মে, সোমবার বেলা ১২ টা নাগাদ অসমে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই ট্রেন উদ্বোধন করলেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, 'সোমবার প্রধানমন্ত্রী অসমে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন। ফলে এটা খুবই গর্বের মুহূর্ত'।

উত্তর-পূর্ব ভারত এবারই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল। এটি দেশের অষ্টাদশ বন্দে ভারত ট্রেন। রেলসূত্রে খবর, এই ট্রেন গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত চলবে। অর্থাৎ এই ট্রেনের মাধ্যমে অসমের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযাোগ আরও দ্রুত হবে। জানা গিয়েছে, ৪১০ কিমি পথ যেতে এই ট্রেনের সময় লাগবে সাড়ে ৫ ঘণ্টা। এই ট্রেন সপ্তাহে ছ'দিন চলবে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই ট্রেন যাত্রা শুরু করবে ৬ টা ১০ মিনিটে আর গুয়াহাটি পৌঁছবে দুপুরের দিকে। আবার গুয়াহাটি থেকে এই ট্রেন চলবে বিকাল সাড়ে ৪টায় ও নিউ জলপাইগুড়ি পৌঁছবে রাত ১০ টা ২০ মিনিটে। নিউ জলপাইগুড়ি স্টেশন ও অসমের মধ্যে মোট পাঁচটি জায়গায় ট্রেনটি দাঁড়াবে। সেই জায়গাগুলো হল- নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও, কামাখ্যা। 

সূত্রের খবর, সোমবার অসমের বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনীর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রধানমন্ত্রী মোদী ও রেলমন্ত্রীকে এই ট্রেনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

11 months ago
Parliament: নতুন সংসদ ভবনে নজর কেড়েছে বাঙালি শিল্পীর হাতের কারুকার্য

নতুন সংসদ ভবন (New Parliament Building) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই ভবন তৈরির কাজ যাঁরা করেছেন, রবিবার তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন প্রধানমন্ত্রী। তবে জানেন কি নতুন এই সংসদ ভবন সেজে উঠেছে একাধিক বাঙালি শিল্পীর হাতের কারুকার্যে? নজর কেড়েছে বাঙালির কীর্তি।

সংসদ ভবনের প্রধান তিনটি দরজা জ্ঞানদ্বার, শক্তিদ্বার এবং কর্মদ্বারের ভিতরে ঢুকেই বিখ্যাত বাঙালি শিল্পী গৌরমোহন পাহাড়ির নেতৃত্বে তৈরি দু'পাশের দেওয়ালে লাগানো ছ'টি পিতলের ম্যুরাল। গাজিয়াবাদের লোনির কর্মশালায় গত এক বছর ধরে তৈরি হয়েছে এই ম্যুরালগুলি। গৌরমোহনের পরামর্শ অনুযায়ী কলকাতা আর্ট কলেজের ছাত্রছাত্রীরা নতুন সংসদ ভবনের 'কনস্টিটিউশনাল ফয়ার'এর দেওয়ালের ফ্রেসকোয় ফুটিয়ে তুলেছেন সংবিধানে আঁকা ১৫ টি ছবি। যার মধ্যে উল্লেখযোগ্য নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তাঁর আজাদ হিন্দ বাহিনীর ছবি এবং কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরের চিত্র। এছাড়াও রাম-লক্ষণ-সীতার পুষ্প বিমান, মহেঞ্জোদারো, গুরুকুল, নেতাজি-আজাদ হিন্দ, গান্ধীজির হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বের মতো ১৫টি ছবি। গৌরমোহনের‌ই পরামর্শে যা করেছেন কলকাতা আর্ট কলেজের বাঙালি শিল্পীরা। সংবিধানের পাতায় যা এঁকেছিলেন নন্দলাল বসু, হুবহু তাই ফুটেছে ফ্রেসকোয়। কলা, শিল্প, স্থাপত্য নামে তিন ‘ইন্ডিয়া গ্যালারি’র দুই দেওয়ালে ভারতীয় সংস্কৃতির নানা উদাহরণও হবে দৃশ্যমান।  

এছাড়াও সংসদ ভবনের উপরে যেখানে সিংহের এমব্লেম বসানো হয়েছে ঠিক তার সামনে রাখা হয়েছে 'ফোকো পেন্ডুলাম'। যার দুলুনি প্রমাণ করে পৃথিবীর নিজের চারিদিকে ঘুরছে। কলকাতার ন্যাশনাল কাউন্সিল অব সাইন্স মিউজিয়ামের ডিজি অরিজিৎ দত্ত এবং সেন্ট্রাল রিসার্চ এন্ড ট্রেনিং ল্যাবরেটরি ডিরেক্টর নটরাজ দাশগুপ্ত তৈরি করেছেন এই অনন্য পেন্ডুলাম। ২৫ সেন্টিমিটার গোলাকার এবং ৩০ কেজি ওজনের এই পেন্ডুলামের উপরে রয়েছে সোনার পরত। বাঙালি পদার্থবিদদের তৈরি এই অভিনব ফোকো পেন্ডুলাম থাকছে নতুন সংসদ ভবনের একেবারে কেন্দ্রে। যা চোখ এড়াতে পারবেন না কারোর।

11 months ago
Modi: রাত পোহালেই নতুন সংসদ ভবনের দ্বারোদ্ঘাটন, অধিনামরা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন সেঙ্গোল

আর কিছুক্ষণের অপেক্ষা, রাত পোহালেই দ্বারোদ্ঘাটন হবে নতুন সংসদ ভবনের (New Parliament Building)। ২৮ মে, রবিবার উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন। প্রধানমন্ত্রীর হাত ধরেই এই উদ্বোধন হতে চলেছে। বিশেষ পুজোর মধ্য দিয়েই উদ্বোধন হবে নতুন সংসদ ভবনের। আর তার আগেই আজ অর্থাৎ শনিবার বিকেলে নয়াদিল্লিতে (New Delhi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতীক পবিত্র সেঙ্গোল (Sengol) তুলে দিলেন পবিত্র শৈব মঠ তিরুভাদুথুরাই অধিনামের (Adheenams) সন্ন্যাসীরা। ওই সময় প্রধানমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও।

সূত্রের খবর, রবিবার বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ ভবনের ভিতরে ঐতিহ্যবাহী সেঙ্গোল স্থাপন করা হবে ও এরপর প্রার্থনাসভারও আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, আগামীকাল সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে নতুন সংসদের লোকসভা কক্ষে সেঙ্গোল স্থাপন করা হবে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবন উদ্বোধনের আগেই তাঁর নিজের বাসভবনে অধিনামদের সঙ্গে দেখা করেন। তাঁদের থেকে আশীর্বাদ গ্রহণ করেন ও তাঁর হাতে তুলে দেওয়া হয় সেঙ্গোল। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নতুন সংসদ ভবনে স্পিকারের পাশেই রাখা হবে এই সেঙ্গোল।

11 months ago


Vande Bharat: প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে উত্তরাখণ্ডে প্রথম উদ্বোধন হল বন্দে ভারত এক্সপ্রেস

দেশের আরও একটি রাজ্যে চালু হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ এই ট্রেনের উদ্বোধন করলেন। তিনি আজ, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন এই ট্রেনের। এই ট্রেন দেরাদুন (Dehradun) থেকে নয়া দিল্লি (New Delhi) পর্যন্ত যাবে। রেলসূত্রে খবর, ২৯ মে থেকে এই ট্রেনে সর্বসাধারণের জন্য যাত্রা চালু হবে। বুধবার ছাড়া প্রতিদিনই এই ট্রেন চলবে। এটি উত্তরাখন্ডের (Uttarakhand) প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। ফলে এই রাজ্যবাসীদের জন্য এটি প্রধানমন্ত্রীর তরফে একটি উপহারই বটে।

রেলসূত্রে খবর, দেরাদুন ও নয়া দিল্লির ৩০২ কিলোমিটার পথ যেতে সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা ৪৫ মিনিট। এই ট্রেনের এসি চেয়ার কারের ভাড়া ১ হাজার ০৬৫ টাকা। এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ১৮৯০ টাকা। দিল্লির আনন্দ বিহার রেলস্টেশন থেকে ট্রেনটি ছাড়বে বিকেল ৫টা ৫০ মিনিটে, দেরাদুন পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে। আবার দেরাদুন থেকে এই ট্রেনটি ছাড়বে সকাল ৭ টায় ও দিল্লি পৌঁছবে ১১ টা ৪৫ মিনিটে। মাঝে মিরাট, মুজাফ্ফরনগর, সাহারানপুর, রুরকি, হরিদ্বারে ট্রেনটি দাঁড়াবে।

সূত্রের খবর, উত্তরাখণ্ডের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই ট্রেনের ফলে তীর্থযাত্রী ও পর্যকরা উপকৃত হবেন।

11 months ago
Modi: 'প্রধানমন্ত্রী মোদী হলেন দ্য বস', সিডনিতে মোদীর প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

ত্রিদেশীয় সফরে বেরিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিন দেশের সফরে বেরিয়ে একেবারে শেষপর্বে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায় (Australia)। রবিবার রাতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। এরপর আজ মঙ্গলবার তিনি পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার ভারতীয় প্রবাসীদের অনুষ্ঠানে। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী ভারতীয়দের মধ্যে উপস্থিত হয়েছিলেন তিনি। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও (Anthony Albanese)। আর সেই অনুষ্ঠানে মোদীর প্রশংসায় পঞ্চমুখ সেদেশের প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদীকে 'বস' বলে সম্বোধন করেছেন আলবানিজ। এছাড়াও প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতায় একাধিকবার উঠে এসেছে ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্কের কথা।

সিডনির কুদোস ব্যাঙ্ক এরিনায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী প্রবেশ করতেই সেই জায়গা প্রবাসী ভারতীয়দের করতালিতে সেই জায়গা গমগম করছিল। সেখানে প্রধানমন্ত্রী মোদী এক বক্তৃতা দেওয়ার আগেই প্রধানমন্ত্রী আলবানিজ মোদীকে উদ্দেশ্য করে বলেন, 'ব্রুস স্প্রিংটিনকে শেষ বার আমি এই স্টেজে দেখেছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অভ্যর্থনা পেলেন উনিও তা পাননি। প্রধানমন্ত্রী মোদী হলেন দ্য বস।' এই বক্তব্যের পরই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন সেখানে উপস্থিত হাজার হাজার মোদী অনুরাগী।

এরপরই প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। শেন ওয়ার্নের মৃত্যু থেকে যোগাসন, টেনিস থেকে রিয়েলিটি শো মাস্টারশেফ-র কথা উঠে এসেছে তাঁর বক্তব্যে। তিনি বলেন, 'এর আগে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে কমনওয়েলথ, ক্রিকেট, কারি দিয়ে বোঝানো হত। আবার অনেকে ডেমোক্রেসি, ডায়াসফোরা, দোস্তি অথবা এনার্জি, ইকোনমি, এডুকেশন দিয়ে বোঝানো হত। কিন্তু এখন অস্ট্রেলিয়া ও ভারতের সম্পর্ক এইসবের থেকেও ঊর্ধ্বে, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার উপরে ভিত্তি করে রয়েছে।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধুত্ব এতটাই গভীর হয়ে উঠেছে। তাই ব্রিসবেনে শীঘ্রই তৈরি হবে ভারতীয় দূতাবাস। ভারতীয়রা যেখানেই থাকুক, সেখানেই মানবিকভাব তাদের মধ্যে থাকে। তিনি আরও জানিয়েছেন, তিনি যখন ফের অস্ট্রেলিয়া সফরে আসবেন, তখন যেন প্রবাসী ভারতীয়দের পাশাপাশি অস্ট্রেলিয়াবাসীদেরও নিয়ে আসা হয় অনুষ্ঠানে। কারণ এতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। উল্লেখ্য, এই অনুষ্ঠানের পরই প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।

11 months ago


Australia: এবারে অস্ট্রেলিয়া পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী মোদী, এই সফরের নেপথ্যে কী কারণ

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবারে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায় (Australia)। তিনি তিন দেশের সফরে বেরিয়েছেন। ত্রিদেশীয় সফরের একেবারে শেষ পর্বে তিনি পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে (Sydney)। দু'দিনের জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের অনুষ্ঠানে থাকবেন মোদী। আবার সিডনি শহরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও দেখা করবেন তিনি। সিডনি পৌঁছতেই ভারতীয় প্রবাসীদের কাছে উষ্ণ অভ্যর্থনা পান মোদী। যা দেখে আপ্লুত তিনি।

প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরের প্রধান লক্ষ্য, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করা। সূত্র্রের খবর অনুযায়ী, সেখানেও প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি। প্রথমেই তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর সেদেশের গভর্নর জেনারেল ডেভিড হার্লের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সেদেশের জনপ্রিয় বিভিন্ন সংস্থার সিইও ভারতীয়দের উদ্দেশ্য বক্তৃতা দেবেন। সেখানে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। আবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর তরফে নরেন্দ্র মোদীর জন্য রাতের খাবারেরও আয়োজন করা হয়েছে।

আরও জানা গিয়েছে, প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করার আগেই প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী আলবানিজ সেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও শিল্পক্ষেত্রে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হবে।

আবার প্রধানমন্ত্রী মোদী সেদেশে পা রাখার আগেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ টুইট করে জানান, 'চলতি বছরের শুরুতেই ভারতে গিয়ে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। তারপর, অস্ট্রেলিয়ায় তাঁর সরকারি সফরের জন্য প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত।'

11 months ago
PM Modi: বিশ্বমঞ্চে মোদীর জয়জয়কার! ফিজি ও পাপুয়া নিউ গিনির সেরা সম্মানে সম্মানিত প্রধানমন্ত্রী

ফের একবার বিশ্বদরবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জয়জয়কার। তাঁর জনপ্রিয়তা সারা বিশ্বে এখন একেবারে শীর্ষে বলেই মনে করা হচ্ছে। কারণ এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুটি দেশের উচ্চ সম্মানে ভূষিত করা হল। ফিজি (Figi) ও পাপুয়া নিউ গিনি (Papua New Guinea), এই দুই দেশের তরফে প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ সম্মান দেওয়া হল। ফিজির সর্বোচ্চ সম্মান 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি'-তে ভূষিত হলেন তিনি। এই সম্মান দিয়েছেন ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা। আবার পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীও নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশের সফরে বেরিয়েছেন। রবিবার সন্ধ্যায় পাপুয়া নিউ গিনি পৌঁছেছেন তিনি। এরপর সোমবার FIPIC-এর তৃতীয় শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। বৈঠকের পর অনেক দেশের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এই সময় ফিজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর দেশের সর্বোচ্চ সম্মান 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি'-তে সম্মানিত করেন। এরপর পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান 'গ্র্যান্ড কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লঘু'-তে সম্মানিত করেন।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির মধ্যে ঐক্যের বার্তা এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসাবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি' সম্মানে পুরস্কৃত করা হয়েছে। জানা গিয়েছে, যাঁরা ফিজি নাগরিক নন, এমন খুব কম সংখ্যক মানুষকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও বিশ্বের একাধিক দেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক সম্মানে ভূষিত করা হয়েছে। আর এবারেও তাঁকে পুরষ্কৃত করায় বোঝাই যাচ্ছে যে, তাঁর জনপ্রিয়তা কতটা বৃদ্ধি পেয়েছে।

11 months ago
Himachal: টিবিমুক্ত ভারত গড়তে সরকারি কোষাগারে পকেটমানি দান খুদের, পঞ্চমুখ প্রধানমন্ত্রী

সাত বছরের মেয়ের এক কীর্তি দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। এত ছোট বয়সেই তাঁর এত ম্যাচুরিটি ও চিন্তাভাবনা মানুষকে অবাক করেছে। টিবি রোগীদের কথা ভেবে সে এমন এক পদক্ষেপ নিয়েছে, যার জন্য বাহবা দিয়েছেন হিমাচলপ্রদেশের রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লাও। ৭ বছর বয়সী এই খুদের নাম নলিনি সিং, সে হিমাচলপ্রদেশের উনার বাসিন্দা। টিবি মুক্ত ভারত অভিযানে নলিনি সহযোগিতা করার জন্য সে তাঁর পুরো পকেট মানি এখানে দান করেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে সারা দেশজুড়ে ২০২৫ সালের মধ্যে টিবি রোগীদের সংখ্যা কমানোর জন্য এই টিবি মুক্ত ভারত অভিযান শুরু করা হয়। টিবি রোগীদের কথা ভেবে, তাঁদের মঙ্গলে ও এই অভিযানে সাহায্য করার জন্য নলিনি তার পুরো পকেটমানি দান করেছে। তার এই বড় অবদানের জন্য সম্প্রতি হিমাচল প্রদেশের রাজ্যপাল তাকে পুরস্কৃত করেছেন। নরেন্দ্র নলিনির এই পদক্ষেপের প্রশংসা করেছেন। প্রথমে এই ছবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য ট্যুইটারে শেয়ার করেছেন। তারপর তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।নেটিজেনরাও নলিনির এমন কীর্তিতে মুগ্ধ হয়ে কমেন্টে জানিয়েছেন, এই খুদে সবার কাছে এক অনুপ্রেরণা।

12 months ago


Modi: 'প্লিজ মোদীজি আমার কথাও শুনুন', প্রধানমন্ত্রীকে কাতর আর্জি জম্মু-কাশ্মীরের এই খুদের

সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হচ্ছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এক খুদে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) এক অনুরোধ করছে। তবে কী নিয়ে সেই আর্জি, তা জালনে অবাক হবেন আপনি। জম্মু-কাশ্মীরের (Jammu & kashmir) কাঠুয়ার এক খুদে, সীরত নাজ একটি স্কুল বানিয়ে দেওয়ার কাতর আর্জি করেছে প্রধানমন্ত্রীর কাছে। এই দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছে নেটদুনিয়া।

স্কুলের চেয়ার-টেবিলের অবস্থা ভালো না, তাদের বসার জন্য নেই বেঞ্চ, মেঝে ভাঙা-নোংরা, তবুও তাদের সেখানেই নোংরার মধ্যে বসতে হয়। শৌচালয়ের অবস্থাও খারাপ, ভেঙে গিয়েছে আবার নোংরাও। এই পরিস্থিতিতে সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁকে একটি ভালো স্কুল বানিয়ে দেওয়ার কাতর আর্জি করেছে সীরত। তাকে প্রথমেই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, 'মোদিজি আপনি পুরো দেশের কথা শোনেন, এবারে আমার কথাও শুনতে হবে।' এরপর সীরত ভিডিও করে পুরো স্কুল ঘুরিয়ে দেখিয়ে বলেছে, সে একটি সরকারি স্কুলে পড়াশোনা করে। কিন্তু এই স্কুলের খুবই বাজে অবস্থা। বসার বেঞ্চ নেই, তাই নীচে নোংরা ও ভাঙা মেঝেতে বসতে হয়। এর ফলে তাদের স্কুলের ইউনিফর্ম নোংরা হয়ে যায় ও মা তাদের বকাবকি করেন। শৌচালয়েরও নাজেহাল পরিস্থিতি, নোংরা-ভাঙা। আবার স্কুলের পাশে একটি নোংরা বিল্ডিং গত ৫ বছর ধরে পড়ে রয়েছে।

এসব সীরত ভিডিও করে দেখানোর পর বলেছে, 'প্লিজ আপনাকে অনুরোধ করছি। আমাদের জন্য একটি ভালো স্কুল বানিয়ে দিন। যেখানে আমাদের নীচে বসতে হবে না, ড্রেসও নোংরা হবে না আর মাও বকাবকি করবেন না।' এই সাহসী মেয়েকে বারবার বলতে শোনা গিয়েছে, 'প্লিজ মোদীজি আমার কথাও শুনুন। একটি ভালো পরিকাঠামো যুক্ত স্কুল বানিয়ে দিন।'

এই ভিডিওটি একটি সংবাদমাধ্যমের ফেসবুকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই এতে ২০ লক্ষের বেশি ভিউ ও ১ লক্ষের বেশি লাইক এসেছে। সীরত এত ছোট বয়সে এমন সাহস নিয়ে তার স্কুলের কথা প্রধানমন্ত্রী মোদীকে বলায় নেটিজেনরা তাকে কুর্নিশ জানিয়েছেন। তবে সীরতের এই কাতর আর্জি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে কিনা, তা জানতে বেশ উৎসুক নেট নাগরিকরা। তাঁরাও চান যাতে এই ভিডিও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায় ও নরেন্দ্র মোদী এই একরত্তির আবেদনে সাড়া দিয়ে যেন এক পদক্ষেপ নেন।

one year ago
Ukraine: যুদ্ধের বর্ষপূর্তি, মানবিক সাহায্য চেয়ে মোদীর কাছে জেলেনস্কির মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) প্রায় দেড় বছরের দিকে এগোচ্ছে। তবে এখনও শেষ হওয়ার নাম নেই। ইতিমধ্যেই ভারত ঘুরিয়ে এই যুদ্ধের সমালোচনা করেছে। কূটনৈতিক ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নয়াদিল্লির। মোদী সরকারের এই সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের তাবড় দেশগুলো। এর মধ্যেই ফের প্রধানমন্ত্রী মোদিকে সাহায্যের জন্য চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন (Ukraine)। এই পরিস্থিতিতে খাদ্য-শস্য, ওষুধ ও চিকিৎসার যাবতীয় সরঞ্জাম-সহ মানবিক ত্রাণের জন্য প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লেখেন জেলেনস্কি (Zelenskyy)।

সূত্রের খবর, এই চিঠি ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী এমিনি জাপারোভা-র (Emine Dzhaparova) হাত দিয়ে পাঠানো হয়েছে ভারতে। সোমবার ভারত সফরে এসেছেন ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী। চারদিনের সফরে এদেশে এসেছেন তিনি। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের সাহায্যের আশায় তাঁর এই সফর। ফলে এখানে পৌঁছেই এই চিঠিটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির হাতে তুলে দিয়েছেন জেলেনস্কির মন্ত্রী।

প্রসঙ্গত, এর আগে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে একাধিকবার পুতিনকে বলা হয়েছে। এছাড়াও একাধিকবার ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ফলে ইউক্রেনবাসীরা আশা করতে পারছে যে, এবারেও ভারত সাহায্য করতে এগিয়ে আসবে। তবে জেলেনস্কির চিঠির উত্তরে কী আসতে চলেছে তারই অপেক্ষায় জেলেনস্কি-সহ পুরো ইউক্রেনবাসী।

one year ago