Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ayan

Lakshmir Bhandar: এবার কি সংখ্যালঘুরাও লক্ষীর ভাণ্ডারে পেতে চলেছেন ১০০০ টাকা!

বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন। শুক্রবার সেখানে চলছিল প্রশ্নত্তর পর্ব। সেসময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ডেবরার বিধায়ক প্রশ্ন করেন। আর সেই প্রশ্নতেই বেশ কিছুটা অস্বস্তিতে পড়ে যান অধিবেশনে উপস্থিত শাসকদলের মন্ত্রী এবং বিধায়করা।

প্রশ্নত্তর পর্ব চলাকালীন হুমায়ুন কবীর প্রশ্ন করেন, মুসলমান মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০০০ টাকা করে দেওয়া হবে কি? যদিও প্রথমে অস্বস্তিতে পড়লেও শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা জবাবে জানান, ধর্মীয় ভিত্তিতে ওই টাকা দেওয়া হয় না। সমাজের প্রান্তিক মানুষদের জন্য ওই প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডেবরার বিধায়কের বক্তব্য, ভোট প্রচারে গিয়ে তাঁর কাছে অনেকেই লক্ষ্মীর ভান্ডারে ১০০০ টাকা করে দাবি জানিয়েছেন। তাঁরা নিজেদের তফসিলি জাতি ও তপসিলি উপজাতির সঙ্গে তুলনা টেনে এনেছিলেন বলে দাবি করেন বিধায়ক। 

তবে শশী পাঁজার বক্তব্য শোনার পর, বিধায়ক জানিয়েছেন, অন্তত ওবিসি মুসলমানদের জন্য এই বিষয়টি ভেবে দেখা হোক।

10 months ago
Delhi: ১০০ দিনের টাকা আদায়ের দাবিতে গান্ধি জয়ন্তীর দিন 'দিল্লি চলো'র ডাক অভিষেকের

১০০ দিনের টাকা আদায়ের দাবিতে গান্ধিজয়ন্তীর দিন দিল্লি চলোর ডাক। শুক্রবার ধর্মতলার মঞ্চ থেকে ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, তৃণমূলের কাছে মানুষ আছে। আগামী লোকসভা ভোটের আগে বিজেপিকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

শুক্রবার ধর্মতলার মঞ্চ থেকে অভিষেকের দাবি, আগামী লোকসভা ভোটে ইন্ডিয়া ছাড়া আর কেউ জিতবে না। কারণ, বিজেপি ভোট যে কমেছে, তা বুঝিয়ে দিয়েছে রাজ্যের সাম্প্রতিক পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটে তৃণমূলের ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার জন্য জনগণকেই ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তার আগে অবশ্য রাজ্যের সবস্তরের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবেন তৃণমূল কর্মী সমর্থকরা। আগামী পাঁচ অগস্ট এই কর্মসূচির ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কোনও রকম হিংসা নয়। বিজেপি নেতাদের বাড়ি থাকা বয়স্কদের এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে বলেও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

10 months ago
Ed: নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল, শান্তনু, অয়নের ১২৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় এবার বাজেয়াপ্ত হল কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়ন শীলের সম্পত্তি। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবার সেই তালিকায় আরও তিনজনের নাম যুক্ত হল। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ১২৬ কোটি ৭০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে কুন্তল, শান্তনু এবং অয়নের মোট সম্পত্তির পরিমাণ ১৫ কোটি টাকারও বেশি।

জানা গিয়েছে, ব্যাঙ্ক অ্য়াকাউন্টে থাকা টাকা, শেয়ারে বিনিয়োগ, জমি, ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই জেলে বন্দি রয়েছে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এই তিনজন। তদন্ত এগোলে এমন আরও অনেক সম্পত্তির হদিশ পাওয়া যাবে বলে মনে করছেন ইডি গোয়েন্দারা।

অন্যদিকে নবম ও দমশ শ্রেণির নিয়োগে চার্জশিট জমা করল ইডি। ওই চার্জশিটে জীবন কৃষ্ণ সাহার নাম রয়েছে। ইতিমধ্যে আলিপুর আদালতে ওই বিশেষ চার্জশিট জমা পড়েছে বলে খবর। ফলে নিয়োগ দুনীতি নিয়ে ইতি মধ্যেই বিশেষ চাপে আছে শাসক দল অর্থাৎ তৃণমূল। এ অবস্থায় কুন্তল, শান্তনু, অয়ন শীলের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এ ঘটনায় পঞ্চায়েত ভোটে ইতিবাচক সাফল্যের পরেও রীতিমত চিন্তায় আছে তৃণমূল।

10 months ago


Special story: দুই মহাকাব্যের তলানিতে দেশের শয়তানী

সৌমেন সুর: ভারতের প্রাণস্পন্দনকে ধরে আছে দুই মহাকাব্য। রামায়ণ ও মহাভারত। ভারতের রাজনীতি, জাতীয় জীবনের ইতিহাস, ধর্মীয় চেতনা, সামাজিক ঐতিহ্য, নীতিবোধ, আধ্যাত্মিকতা-সবকিছুর ধারক ও বাহক এই দুই মহাকাব্য। 

কেন্দ্র ও রাজ্য- দুজনেই উল্লেখিত বিষয়গুলির ধারক ও বাহক। যদি তাই হয় তাহলে এত হানাহানি, মারামারি কেন? একটু চিন্তা করলে দৃশ্যত ধরা পড়ে-কোনো জিনিসই Moveable নয়। দেহ যখন থাকবে না তখন কোনোকিছুই সাথে যাবে না-তাহলে? তাহলে পড়ে থাকবে শুধু সুকর্ম আর ব্যবহার। এখন যদি কেন্দ্র ও রাজ্য সখ্যতায় বাসা বাঁধে, তাহলে ভবিষ্যতে কোনো মলিনতা থাকে না। তবে বাধা কিসের! কিসের এত ইগো!

রামের প্রজাবাত্সল্য, লক্ষণের স্বেচ্ছায় দুঃখবরণ, ভারতের অমায়িক ভাতৃপ্রেম, সীতার পরিভক্তি ও চারিত্রিক দৃঢ়তা-এসবই প্রাচীনকাল থেকে ভারতবাসীর কাছে পরম আদর্শ বলে বিবেচিত হয়েছে। রামায়ণের প্রভাব ভারতীয় সমাজকে বিশ্বের যে কোনো জনসমাজ থেকে পৃথক এক স্বাতন্ত্র্য দান করেছে। তাহলে দেশে এখনো কেন জাতপাত নিয়ে নৃশংস ধাষ্টামী, কেন এত দাঙ্গা, কেন এত লোভ! যখন রামায়ণের সার জিনিসটা আমরা বুঝতে পারি, তাহলে এত বৈষম্য কেন? চারিদিকে এত শোকের ছায়া কেন! তাহলে সবটাই কি গিমিক?

এবার আসি মহাভারতে। মহাভারতে পরিবেশিত রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, ভারতীয় সমাজের আদর্শ ও মূল্যবোধের প্রতীক। মহাভারতের মূলকথা ধর্মের জয়, অধর্মের পরাজয়। ভোগ যে মানব জীবনের কাম্য নয়, বৈরাগ্যেই মুক্তি- এই মর্মকথা মহাবারতের কাহিনীতে ফুটে উঠেছে। তাহলে বাজারে এত নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি কেন? কাদের স্বার্থে? চাহিদার তো শেষ নেই। থামবে কখন? একটা মানুষের কত দরকার একসময় না থাকলে, পরিস্থিতির চেহারা তো রণভূমিতে পরিণত হবে। তাহলে আমাদের মূল্যবান এই দুই মহাকাব্যের দাম কোথায় রইল! সবটাই কি ক্তঁ গঙ্গায় নমঃ। দুটো মহাকাব্য শুধু আমাদের জাতীয় জীবনের গৌরবই নয়, ভারতের সামাজিক ও ধর্মীয় জীবনের মূর্ত প্রতীক। পথপ্রদর্শক। দুটি মহাকাব্যের সারবস্তু বুঝে শয়তানী না করে, যদি সত্ভাবে সবাইকে নিয়ে চলতে পারা যায়, তাহলে একদিন ভারতবর্ষ হবে সূর্যের আর এক নাম।

10 months ago
ED: ইডির ডাকে না জানিয়ে নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ

ইডির (ED) ডাকে হাজিরা দিলেন না সায়নী ঘোষ (Sayani Ghosh)। পৌঁছলেন নির্বাচনী প্রচারে। বুধবার ইডি অফিসে কি হাজিরা দেবেন সায়নী ঘোষ? এই নিয়ে গোটা বাংলায় প্রশ্ন উঠছিল। এ বিষয়ে কুণাল ঘোষ দাবি করছেন, এদিন সায়নী সিজিও কমপ্লেক্সে যাবেন না। ভোটের প্রচারে যাওয়ার কথা রয়েছে তাঁর সেই বিষয়ে জানিয়ে ইতিমধ্যেই ইডি আধিকারিককে চিঠিও দিয়েছেন।

এদিকে, ইডির দাবি তাঁরা কোনও চিঠি পাননি। আবার শুক্রবার সায়নীর সঙ্গে যিনি সিজিও কমপ্লেক্সে এসেছিলেন, তিনি জানিয়েছেন, সায়নী হাজিরা দেবেন। সব মিলিয়ে সায়নীর হাজিরা দেওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মাঝে বুধবার বেলার দিকে, সমস্ত নথিপত্র নিয়ে সিজিও-তে ঢুকতে দেখা গেল সায়নীর আইনজীবীকে। সেক্ষেত্রে, স্পষ্ট হয়ে গেল যে এদিন আর ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না সায়নী।

কুণালের দাবি, তিনি যেটুকু জানেন, আজ সায়নী পূর্ব বর্ধমানের গলসির দিকে প্রচারে যাচ্ছেন। তদন্তকারী সংস্থাকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন, ভোটের পর যে দিন ইডি ডাকবে, সেদিনই তিনি হাজিরা দেবেন। সূত্রের খবর, বুধবার সকালেই গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে বেরোতে দেখা গিয়েছে তাঁকে।

উল্লেখ্য, শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন সায়নী ঘোষ। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। সেখান থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, বেশ কিছু নথি দেখতে চেয়েছেন ইডি আধিকারিকরা। বুধবার ওই নথি নিয়েই ইডির দফতরে যাওয়ার কথা ছিল তাঁর। এদিকে দীর্ঘদিন পর মঙ্গলবার তৃণমূলের প্রচার তালিকায় নাম ছিল সায়নী ঘোষের। যদিও মায়ের অসুস্থতার জন্য প্রচারে যেতে দেখা যায়নি তাঁকে।

11 months ago


Sayani: মায়ের শরীর খারাপ, দোহাই দিয়ে নির্বাচনী প্রচার এড়ালেন তৃণমূল নেত্রী সায়নী

মায়ের অসুস্থতার কারণ দর্শিয়ে নির্বাচনী (Election) প্রচার এড়ালেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। ইডির (ED) জিজ্ঞাসাবাদের প্রায় ৬ দিন পর ফের নির্বাচনী প্রচারে নামার কথা ছিল যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের করাজগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং সিংহী গ্রাম পঞ্চায়েতের প্রচারে থাকার কথা ছিল তাঁর। এদিকে বুধবার তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

শুক্রবার ইডির জেরার পর সায়নীকে কোনও জেলার প্রচারকারীদের তালিকায় রাখা হয়নি। জানা গিয়েছে, দলের তরফে ফের তাঁকে নির্বাচনী প্রচারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মায়ের অসুস্থতার কারণে তিনি প্রচারে যেতে পারবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে, গত শুক্রবার ইডির দফতর থেকে বেরিয়ে সায়নী জানিয়েছিলেন, নিয়োগ দুর্নীতি তদন্তে সবরকম সহযোগিতা করেবেন তিনি।

11 months ago
Sayani: পঞ্চায়েতে প্রচারকারী দলে নেই সায়নী, দল পাশে আছে বার্তা সায়নীর

শুক্রবার প্রায় ১১ ঘণ্টা জেরা করা হয়েছে সায়নী ঘোষকে (Sayani Ghosh)। বুধবার ফের তলব করা হয়েছে তৃণমূলের (Tmc) যুবনেত্রীকে। দলের পক্ষ থেকে শনিবার তৃণমূলের পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারকারীদের তালিকা প্রকাশিত হয়েছে। দলের অন্য প্রথম সারির নেতানেত্রীদের নাম আছ। নাম নেই যুব সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষের।

গত বুধবার পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের যে তালিকা ছিল, তাতে নাম ছিল অভিনেত্রী-রাজনীতিকের। বৃহস্পতিবার ইদের জন্য প্রচার বন্ধ রাখে তৃণমূল। শুক্রবার ইডির তলব করে সায়নী ঘোষকে। তলব করার পর থেকেই সায়নী ঘোষকে প্রচারে দেখা যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি তৃণমূলের নেতাদেরও একাংশ। শুক্রবার নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সায়নী। ১১ ঘণ্টা পরে ইডির দফতর থেকে বেরিয়ে জানান, তিনি ১০০ শতাংশ সাহায্য করেছেন তদন্তকারী সংস্থাকে।

ঘটনাচক্রে শুক্রবারই মুক্তি পেয়েছে সায়নী ঘোষ অভিনীত রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ 'আবার প্রলয়'-এর টিজার। ওই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সায়নী

11 months ago
ED: সম্পত্তির নথি সহ আগামী বুধবার ফের তৃণমূল নেত্রী সায়নীকে তলব ইডির

আগামী বুধবার সম্পত্তি সংক্রান্ত কাগজ সহ যুব তৃণমূল (TMC) নেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh) তলব করল ইডি (ED)। সূত্রের খবর, শুক্রবার টানা ১১ ঘন্টা জেরার পর সায়নীকে ফের ডাকা হবে বলে জানিয়েছিলেন তিনি। আজ অর্থাৎ শনিবার ফের ইডি সায়নীকে বিভিন্ন নথি সহ তলব করেছে বলে সূত্রের খবর। সূত্রের আরও খবর, সায়নীর ফ্ল্যাট সংক্রান্ত নথি দেখতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলব করেছেন।

ইডি সূত্রে খবর, গতকাল অর্থাৎ শুক্রবারের জেরায় সায়নীদের মোট দু’টি ফ্ল্যাট রয়েছে বলে দাবি করেছেন তিনি। একটি তাঁর নিজের নামে এবং একটি তাঁর মায়ের নামে। গল্ফগ্রিনে একই জায়গায় এই দু’টি ফ্ল্যাট তাঁদের। ফ্ল্যাটগুলির মধ্যে একটির দাম ৮০ লক্ষ টাকা। ওই ফ্ল্যাটটি কেনার সময় সায়নী ২০ লক্ষ টাকা নগদে দিয়েছিলেন। বাকি ৬০ লক্ষ টাকার জন্য ঋণ নিয়েছিলেন। বেসরকারি ব্যাঙ্ক থেকে ওই ঋণ নেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে ইডি। ঋণের কাগজপত্র তাঁর কাছে দেখতে চাওয়া হয়েছে। ইডি সূত্রে দাবি, সায়নী দু’টি ফ্ল্যাটই কিনেছিলেন ২০২০-২১ সাল নাগাদ। ঘটনাচক্রে, তিনি ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন।

ফ্ল্যাট ছাড়াও সায়নী একটি গাড়ি ব্যবহার করেন। যদিও যুবনেত্রী দাবি করেছেন, গাড়িটি তাঁর নিজের। তবে তার দিকেও নজর রেখেছে ইডি। সায়নী আর কোনও গাড়ি ব্যবহার করতেন কি না, নিয়োগ মামলায় ধৃত তৃণমূলের অপর বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে তাঁর কোনও অর্থনৈতিক লেনদেন হয়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। কুন্তলের কাছ থেকে টাকা নিয়ে সায়নী গাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য খরচ করেছেন কি না, তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।

11 months ago


Sayani: 'আজ ১১ ঘন্টা, তদন্তের স্বার্থে ২৪ ঘন্টা থাকবো, ইডির জেরা শেষে আত্মবিশ্বাসী সায়নী

'আজ ১১ ঘন্টা ছিলাম, তদন্তের স্বার্থে ২৪ ঘন্টা থাকবো' ইডির (ED) জেরা শেষে বেরিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। শুক্রবার সকাল ১১টা ২১ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছন সায়নী। রাত প্রায় পৌনে ১১টা নাগাদ ইডি দফতর থেকে বেরোন তিনি। প্রায় সাড়ে ১১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে সায়নী বললেন, বেশ কিছু নথি নিয়ে তাঁকে এদিন ডাকা হয়েছিল। ১০০ শতাংশ সাহায্য করেছেন তদন্তে। আগামী দিনেও তিনি সাহায্য করবেন বলে জানিয়েছেন। সায়নী আরও জানান, তাঁকে আবারও একদিন ডাকা হবে।  উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন তলব করা হয় তাঁকে। কুন্তল ঘোষের বয়ান-সহ একাধিক মামলায় সায়নী ঘোষের নাম উঠে এসেছে। ইডি সূত্রে খবর, শুক্রবার সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিন, সায়নী ইডি দফতর থেকে বেরিয়ে বলেন, 'আজ কিছু বেসিক ডকুমেন্ট নিয়ে ডেকেছিলেন। এর মধ্যে আবার তলব করবেন। কিছু ডকুমেন্টের ডিটেইল আনতে হবে। আমি ১০০ শতাংশ সহযোগিতা করেছি। আমি আশা করছি তাঁরা সন্তুষ্ট। আজ আমি এখানে ১১ ঘণ্টা ছিলাম,  তদন্তের স্বার্থে যদি আমাকে ২৪ ঘণ্টা থাকতে হয়, আমি তাও থাকব।'

মঙ্গলবার ইডির নোটিস পাওয়ার পর থেকেই কার্যত 'বেপাত্তা' ছিলেন সায়নী। দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের বাড়িতেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। দলের অনেকেই নাকি তাঁর সঙ্গে যোগযোগ করতে পারছিলেন না। এদিকে, কুণাল ঘোষ দাবি করেন, উল্টোরথে উপোস করে দুর্বল হয়ে পড়েছে সায়নী। সেক্ষেত্রে তিনি ইডি দফতরে হাজিরা দেবেন কি না, সেই বিষয়ে জোর চর্চা চলছিল । যদিও এদিন তলবে সাড়া দিয়ে সকাল ১১টা ২১ মিনিটে কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছিলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী বলেন, 'আমি প্রচারের কাজে ব্যস্ত ছিলাম। আমাকে ৪৮ ঘণ্টার নোটিসে ইডি ডেকেছে। সেই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়েছি। আমি তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব।'

11 months ago
CGO Complex: দু'দিন নিখোঁজ থাকলেও ইডির তলবে সিজিওতে তৃণমূল নেত্রী সায়নী

দুদিন ধরে নিখোঁজ থাকলেও ইডির (ED) তলবে হাজির তৃণমূল (TMC) যুব নেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে আজ অর্থাৎ শুক্রবার বেলা ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয় তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে। সেই মোতাবেক আজ অর্থাৎ শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছলেন তিনি। সিজিও কমপ্লেক্সে পৌঁছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ইডিকে ১০০ শতাংশ সহায়তা করব।'

সূত্রের খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করার জন্য চার পাতার প্রশ্নমালা তৈরি করেছিল ইডি। সেই মোতাবেক সায়নীর ব্যাংক স্টেটমেন্ট, আইটি রিটার্ন কপি সহ সায়নীকে হাজির হতে বলা হয়েছিল বলে খবর, সূত্রের আরও খবর, সায়নীকে জিজ্ঞাসাবাদ করার জন্য দুই জন অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার ইডি কর্তা সহ আরও অনেকে থাকতে পারেন।

ওদিকে বেলা সাড়ে ১১ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে রাজনৈতিক প্রতিহিংসার দিকে আঙ্গুল তোলেন সায়নী।ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি প্রচারে ছিলাম, ৪৮ ঘণ্টার নোটিশে ডাকা হয়েছে আমাকে, আমি সশরীরে হাজির হয়েছি। এবং আমি তদন্তে ইডিকে একশো শতাংশ সহযোগিতা করব।'

11 months ago


sayani: ইডির ডাকে কি হাজিরা দেবেন সায়নী?

ইডির (ED) ডাকে তৃণমূল (TMC) যুব সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh) কি হাজিরা দেবেন! এই প্রশ্নই এখন বাংলার অধিকাংশ রাজনৈতিকদের মনে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ করার জন্য তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করে ইডি। সায়নী ঘোষকে আজ অর্থাৎ শুক্রবার ইডির কলকাতার অফিস নিজাম প্যালেসে তলব করা হয়। যদিও এরপর থেকেই স্রেফ উধাও সায়নী। বারবার সায়নীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সিএন-ডিজিটাল। যদিও তাঁর কোনও সাড়া পাওয়া যায় নি।

সূত্রের খবর, মঙ্গলবার নোটিশের পর থেকে সায়নী ঘোষ তার ফ্ল্যাটে আসেননি, সে ক্ষেত্রে সায়নী আজ শুক্রবার বেলা ১১ টার সময় সিজিও কমপ্লেক্সে যাবেন কিনা! তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্রের খবর, সম্প্রতি সায়নী ঘনিষ্ঠ কুন্তল ঘোষকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি। এছাড়া সূত্রের খবর, গতকাল রাতেই সায়নীকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ পাতার প্রশ্নমালা তৈরী করে ইডি। সূত্রের খবর, কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেই সায়নীর নাম বারবার উঠে আসছিল বলে খবর। ইডি সূত্রের আরও খবর, কুন্তলের বিভিন্ন ফ্লাট কেনা বেচা ও বিভিন্ন আর্থিক লেনদেনে সায়নীর জড়িত থাকার তথ্য মিলেছে। এরপরই বিভিন্ন সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেও কুন্তলের বিভিন্ন আর্থিক লেনদেনে সায়নীর যোগ থাকার খবর পাওয়া যায়। এরপরেই সায়নীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি।

11 months ago
Singer: নিজস্বীতে এক ফ্রেমে অরিজিৎ-অর্ণব, নতুন গানের জল্পনা

এপার বাংলা-ওপার বাংলার সঙ্গীতপ্রেমীদের কাছে এই দুই শিল্পী মোটেই অপরিচিত নন। একদিকে ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। অন্যদিকে বাংলাদেশ তথা কলকাতার জনপ্রিয় গায়ক অর্ণব চৌধুরী (Arnob Chowdhury Shayan)। সম্প্রতি কোনও এক কারণে মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল তাঁদের। অর্ণব পৌঁছেছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। সেখানে গিয়ে অরিজিতের বাড়িতে গিয়েছিলেন তিনি। সাক্ষাৎ শেষে অর্ণব একটি নিজস্বী তুলেছিলেন অরিজিতের সঙ্গে, সেই ছবি সামাজিক মাধ্যমে দিতেই শুরু জল্পনা।

অর্ণব ক্যাপশনে লিখেছেন, 'ফাইনালি, দেখ কে এখানে? ধন্যবাদ অরিজিৎ সিং এত সুন্দর সময় দেওয়ার জন্য। শেষ বিকেলে যদি তোমার সঙ্গে আরেকটু বেশি সময় কাটাতে পারতাম। কি মজার মজার সব খাবার। আর সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের সবাইকে দেখতে পাওয়া আনন্দের।' এতটুকু লেখা দেখলে মনে হবে দুই সংগীতশিল্পী ও তারকা একে অপরের সঙ্গে বুঝি এমনিই দেখা করেছেন। তবে ট্যুইস্ট রয়েছে অর্ণবের কক্যাপশনের শেষের লাইনে।

গায়ক লিখেছেন, 'তোমাকে গানটা তাড়াতাড়ি পাঠাচ্ছি।' এখন থেকেই ভক্তদের জল্পনা, তাহলে কি একসঙ্গে গান গাইবেন তাঁরা। যতটুকু শোনা যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় এক সিনেমার প্লেব্যাকে গান গাওয়ার কথা ছিল অরিজিতের। হতে পারে সেই গানের কথা বলছেন অর্ণব। তা অবশ্য জানা যাবে সময় হলে।

11 months ago
Serial: ধারাবাহিকের সেট থেকে চুরি করল কমলা ও সুহাসিনী, ভাইরাল ভিডিও

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Kamala O Shreeman Prithwiraj) ধারাবাহিক বর্তমানে খুবই জনপ্রিয়তা পেয়েছে। টিআরপি রেটিংয়ে বেশ ভালো স্থানেই রয়েছে ধারাবাহিকটি। ধারাবাহিকে দেখা গিয়েছে নতুন বিয়ে করে পৃথ্বীরাজের বাড়ি গিয়েছে কমলা, সেখানে শাশুড়িদের মাঝে একেবারে চিরে চ্যাপ্টা হওয়ার জোগাড় তাঁর। বাবার আদরের মেয়ে কমলা অবশ্য ধীরে ধীরে পাকা গিন্নি হয়ে উঠছে। কমলার চরিত্রে অয়ন্যাকে (Ayanna Chatterjee) বেশ মানিয়েছে। সেই ধারাবাহিকে কমলার শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন গীতশ্রী রায় (Geetashree Roy)। অভিনেত্রী সম্প্রতি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন।

তবে গীতশ্রী একা নয়, চুরি করায় তাঁকে সাহায্য করেছে কমলা ওরফে অয়ন্যা। চমকে গেলেন তো? আসলে দুই অভিনেত্রী শ্যুটিংয়ের সেটে চুরি করেছেন ঠিকই, তবে তা একেবারে খেলার ছলে।  ধারাবাহিক যারা দেখেন, তাঁরা জানেন ধারাবাহিকে প্রায়শই এলাহী খাবারের আয়োজন করা হয় এমনই এক দৃশ্য শ্যুটিং চলছিল। ভিতরের ঘরে ঢাকনা দিয়ে রাখা ছিল, লুচি-তরকারি আরও কত কি। সেখান থেকেই খাবার চুরি করে খেয়েছেন পর্দার শাশুড়ি-বউমা।

View this post on Instagram

A post shared by 𝔾𝕖𝕖𝕥𝕒𝕤𝕙𝕣𝕖𝕖 ℝ𝕠𝕪🦋 (@geet_roy)

গীতশ্রী নিজের সামাজিক মাধ্যমে সেই ভিডিও আপলোড করে লিখেছেন, 'যখন কমলা ও সুহাসিনী একসাথে হেঁসেলে লুচি, আলুর দম চুরি করে খায়।' অফস্ক্রিন এই ভিডিও দেখে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন। এক নেটিজেন লিখছেন, 'কী মিষ্টি এটা।' আবার আরেক নেটিজেন লিখেছেন, 'এভাবে চুরি করে খাওয়ার মজাই আলাদা।'

11 months ago


Mir Ayantika: মীরের জন্য কণ্ঠস্বর দেবেন না অয়ন্তিকা, কী হল হঠাৎ

মীর ও অয়ন্তিকাকে কে না চেনেন! দুজনেই নেটিজেনদের কাছে জনপ্রিয়, মির্চি মীর (Mir Afsar Ali) এবং মির্চি অয়ন্তিকা (Ayantika)নামে। মীর রেডিও ছেড়ে দিয়েছেন বেশ কিছু মাস আগে। রেডিওতে আর ফিরবেন না একথাও জানিয়েছিলেন। তবে 'সানডে সাসপেন্স'-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানে মীরকে এত বছর ধরে শোনার পর নেটিজেনরা বিষণ্ণ হয়ে গিয়েছিলেন। মীর বর্তমানে স্বাধীনভাবে ইউটিউবে নিজের অডিও স্টোরির কাজ করেন। নাম দিয়েছেন, 'গপ্পো মীরের ঠেক'। এই অনুষ্ঠানেরই এক চরিত্রের জন্য কণ্ঠস্বর দিতে রাজি হলেন না অয়ন্তিকা।

মীরের অডিও শোয়ের গল্পের নানা চরিত্রের জন্য কণ্ঠশিল্পী-অভিনেতারা নিজেদের কণ্ঠস্বর দিয়ে থাকেন। ঠিক তেমনভাবেই 'গপ্পো মীরের ঠেক'-এর পরবর্তী গল্পের জন্য কণ্ঠস্বর দেওয়ার কথা ছিল অয়ন্তিকার। তবে সম্প্রতি মীর একটি ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। ভিডিওর ক্যাপশনে লেখেন, 'অয়ন্তিকা কিছুতেই রেকর্ড করবে না! কিন্তু কেন?' ভিডিওতে অয়ন্তিকাকেও একই কথা বলতে শোনা যায়। তাহলে কী মীরের সঙ্গে অয়ন্তিকার মতান্তর হচ্ছে?

View this post on Instagram

A post shared by Mir Afsar Ali (@mirafsarali)

না এসব কিছুই ঘটেনি অয়ন্তিকা ও মীরের মধ্যে।  আসলে 'গপ্পো মীরের ঠেক'-এর পরবর্তী গল্প স্যার আর্থার কোনান ডয়েলসের 'শার্লক হোমস এন্ড দ্যা প্রবলেম অফ থর ব্রিজ'। এই অডিওতে কারা কোন চরিত্র করবে সেই ঝলক প্রকাশ্যে এলেও জানা যাচ্ছে না সিরিজে ওয়াটসনের চরিত্রকে কণ্ঠ দেবেন। অয়ন্তিকাও তা জানতে উদগ্রীব। তাই মীরকে জানিয়েছেন, যতক্ষণ না তিনি জানতে পারছেন ওয়াটসনকে ততক্ষণ নাকি তিনি অডিও রেকর্ড করবেন না। এই ভিডিও কেবল পাবলিসিটি স্টান্ট। ১০ জুন রাত ৯টায় শোনা যাবে এই গল্প।


12 months ago
Damayanti: ফের কলকাতা পুলিসের কমিশনার পদ থেকে বদলি করা হলো দময়ন্তী সেনকে

ফের দময়ন্তী সেনকে (Damayanti Sen) বদলি করা হল। কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল পুলিশ কমিশনার (Police Commissioner) পদে ছিলেন তিনি। মঙ্গলবারের নির্দেশ অনুযায়ী, এবার ‘এডিজি ট্রেনিং’ পদ দেওয়া হয়েছে তাঁকে। এই প্রথম নয়, আগেও তাঁকে কলকাতা পুলিশ থেকে সরানো হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে পার্কস্ট্রিট গণধর্ষণ-কাণ্ডের পর তাঁকে কলকাতা পুলিশ থেকে সরানো হয়েছিল। প্রথমে ব্যারাকপুরে পুলিশ ট্রেনিং স্কুলে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ছিলেন তিনি। এরপর সেখানে থেকে সরানো হয় যথাক্রমে দার্জিলিংয়ে ডিআইজি রেঞ্জ ও সিআইডি-তে। ফের ২০১৯ সালে কলকাতা পুলিশে ফেরেন তিনি। কালিয়াগঞ্জ ধর্ষণ মামলায় তদন্তভার যে তিনজনকে দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন দময়ন্তী সেন।

12 months ago