Breaking News
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!     

Ayan

Metro: গুরু নানক জয়ন্তীতে উত্তর-দক্ষিণ করিডোরে চলবে কম মেট্রো, ঘোষণা কর্তৃপক্ষের

শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রথম ধর্মগুরু গুরু নানকের জন্মদিন সোমবার। গুরু নানক জয়ন্তী মানেই ছুটির দিন। সেকারণে এদিন কলকাতা মেট্রোর তরফে মেট্রো পরিষেবা কম থাকবে বলে ঘোষণা করেছে। সোমবার, সপ্তাহের শুরু দিন শহরের অন্যান্য দিনের থেকে মেট্রো পরিষেবা অনেকটাই কম থাকবে৷ বাড়ি থকে বেরনোর আগে দেখে নিন মেট্রোর সমসূচি৷

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামিকাল অর্থাৎ সোমবার উত্তর-দক্ষিণ করিডোরে (নীল লাইন) ২৮৮টি মেট্রোর পরিবর্তে ২৩৪টি মেট্রো চলবে। যার মধ্যে ১১৭টি আপ ও ১১৭টি ডাউন মেট্রো পরিষেবা। এই লাইনে প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

প্রথম পরিষেবা শুরু হবে:

০৬:৫০ টায়। দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

০৬:৫০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)

০৬:৫৫ টায় দমদম থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)

০৭.০০ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

শেষ পরিষেবা শুরু হবে:

৯:২৮ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

৯:৩০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)

৯:৪০ টায়। দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

৯:৪০ টায়। কবি সুভাষ থেকে দমদম। (পরিবর্তন নেই) 

গ্রীন লাইন এবং পার্পল লাইনে পরিষেবা অপরিবর্তিত থাকবে।

2 weeks ago
Jayanagar: রিলস বানানো নিয়ে অশান্তি! গলার নলি কেটে খুন স্ত্রীকে, পলাতক অভিযুক্ত স্বামী

পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে খুন হল স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়নগরের হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকায়। পুলিস সূত্রে খবর মৃত মহিলার নাম অপর্ণা বৈদ্য (৩২) এবং অভিযুক্তের নাম পরিমল বৈদ্য। খবর পেয়ে ঘটনাস্থলে জয়নগর থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মগরাহাট এলাকার বাসিন্দা অপর্ণা বৈদ্য। তাঁর সঙ্গে ১৭ বছর আগে বিয়ে হয় পরিমল বৈদ্যর। পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন পরিমল বৈদ্য। আর সোশ্যাল মিডিয়ায় রিল বানাতেন অপর্ণা। তাই তাঁর বেশকিছু বন্ধুবান্ধবও ছিল। তার জেরেই প্রায়শই অশান্তি লেগে থাকত স্বামী-স্ত্রীর মধ্যে। এমনকি কিছুদিন আগে স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ায় বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিলেন তিনি। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলেটি সপ্তম শ্রেণিতে পড়ে ও মেয়েটি নার্সারিতে পড়ে। 

ছেলে অয়ন বৈদ্য জানায়, প্রায়ই বাবা ও মায়ের মধ্যে ঝামেলা হত। এমনকি বাবা মাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিত৷ তারপর এদিন সকালে টিউশন থেকে বাড়ি ফিরে দেখে তার মা রক্তাক্ত অবস্থায় রান্না ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। এরপর স্থানীয়রা খবর দেন পুলিসকে। তবে শুধুই কি পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে তা জানতে তদন্তে নেমেছে পুলিস। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীর খোঁজ শুরু করেছে পুলিস।

2 weeks ago
Ranbir Kapoor: 'রাম' হয়ে উঠতে মদ-মাংস ছাড়লেন রণবীর কাপুর!

এবার এক নতুন চরিত্রের জন্য তৈরি হচ্ছেন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। তাঁর আসন্ন সিনেমা রামায়ণ (Ramayan)। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই সিনেমা নিয়ে জোর চর্চা। এর আগেও বলিউডের অনেক অভিনেতা কাজ করেছেন রামায়ণের চরিত্রে। কিন্তু 'ব্রক্ষ্মাস্ত্র' সিনেমায় রণবীরের অভিনয় দেখে দর্শক তাঁর কাছ থেকে আরও বেশি কিছু আশা করছেন।

জানা যাচ্ছে, পরিচালক নীতিশ তিওয়ারির সিনেমা রামায়ণের জন্য রামের চরিত্রে নির্বাচিত করা হয়েছে অভিনেতার রণবীর কাপুরকে। মহাভারতের মূল চরিত্র শ্রী রাম। দেশজুড়ে বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই চরিত্রটির সঙ্গে। তাই এই মুহূর্তে সেই চরিত্রটির জন্য নিজেকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা।

বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি, শ্রী রাম হয়ে উঠতে রণবীর নাকি মাদক এবং মাংস ছাড়তে চলেছেন। প্রভু শ্রী রাম পবিত্র। তাই দায়সারাভাবে চরিত্রটিতে অভিনয় করতে চাইছেন না রণবীর। বরং অন্তর থেকে রামের পবিত্রতাকে ছুঁতে  চাইছেন অভিনেতা। তাই এই পদক্ষেপ নিয়েছেন রণবীর।

জানা যাচ্ছে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হবে রামায়ণের শ্যুটিং। অগাস্ট মাসের মধ্যেই শ্যুটিং শেষ করে ফেলার পরিকল্পনা পরিচালকের। যদিও সিনেমায় অন্যান্য চরিত্রে কাদের দেখা যাবে, তার আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি।

2 months ago


Gandhi Jayanti 2023: গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আজ, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) জন্মদিন। গান্ধী জয়ন্তীতে (Gandhi Jayanti 2023) এদিন সকাল সকাল দিল্লির রাজঘাটে (Rajghat) পৌঁছে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুস্পাঞ্জলি প্রদান করেন তিনি। তবে তিনি একাই নন, জাতির জনককে শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত ছিলেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও। টুইটেও জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

সূত্রের খবর, সোমবার সকালে ৭টা নাগাদ দিল্লির রাজঘাটে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। এর পর মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্প অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য জানান। ফুল দেওয়ার পরই প্রণাম করেন তিনি। মোদী ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আবার সকালেই প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেল থেকে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন। টুইটে তিনি লেখেন, 'গান্ধী জয়ন্তীর বিশেষ ক্ষণে আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। ওনার কালজয়ী শিক্ষা আজও আমাদের পথকে আলোকিত করে। বিশ্বব্যাপী প্রভাব রয়েছে মহাত্মা গান্ধীর।'

অন্যদিকে দুপুর ১ টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সাংসদ ও মন্ত্রীরা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য জানাতে যাবেন। এরপরে তাঁরা অবস্থান বিক্ষোভ দেখাবেন।

2 months ago
Swaminarayan Akshardham: মার্কিন মুলুকে তৈরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির, তাক লাগাবে স্থাপত্য ও কারুকার্য

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির স্বামীনারায়ণ অক্ষরধাম (Swaminarayan Akshardham) খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশের বাইরে। জানা গিয়েছে অন্যতম বৃহৎ মন্দিরটি তৈরি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে (New JerSey)। ৮ অক্টোবরেই এই মন্দির উদ্বোধন করা হবে ও সাধারণ মানুষের জন্য মন্দিরের দ্বার খোলা হবে আগামী ১৮ অক্টোবর। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মন্দির হতে চলেছে এই মন্দিরটি। ইতিমধ্য়েই স্বামীনারায়ণ অক্ষরধামের ছবি প্রকাশ্যে এসেছে। এই মন্দিরের ছবিগুলি দেখেই মন জুড়িয়ে যাচ্ছে, এমনই তাঁর কারুকার্য, স্থাপত্য।

বিশ্বের বৃহত্তম মন্দির কম্বোডিয়ার আঙ্কোর ওয়াট। কার্যত তারপরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে এই স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। ১৮৩ একর জমির ওপর নির্মিত এই মন্দির তৈরি করতে ১২ বছর সময় লেগেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ১২৫০০ জন মিলে এই নির্মাণটি শেষ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি প্রাচীন ভারতীয় সংস্কৃতি অনুসারে তৈরি করা হয়েছে। মন্দিরের বাইরে থেকে ভিতর, ছাদ থেকে প্রতিটি মিনার চোখধাঁধানো, নজরকাড়া কারুকাজে সাজানো। নিঁখুতভাবে খোদাই করা হয়েছে হিন্দু ধর্মের বিভিন্ন গল্প ও চরিত্রদের। মন্দিরের গায়ে ১০ হাজার মূর্তি খোদাই করা আছে। এছাড়াও ভারতের বাদ্যযন্ত্র, ঐতিহ্য, নৃত্যের অঙ্গি-ভঙ্গি মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে।

2 months ago


Shahrukh Khan: 'জওয়ান' থেকে বাদ গিয়েছে নয়নতারার দৃশ্য, স্বীকার খোদ কিং খানের!

সারা দেশ তথা বিশ্বে এখনও জারি রয়েছে 'জওয়ান' (Jawan) ঝড়। ভারত এবং ভারতের বাইরের দেশগুলি মিলিয়ে ১০০০ কোটি টাকা পেরিয়েছে সিনেমার বক্স অফিস কালেকশন। সিনেমার চিত্রনাট্যের প্রশংসা করতে বাধ্য হয়েছেন সমালোচকরা। ভক্তরা ভালোবাসা উজাড় করে দিচ্ছেন অভিনেতা শাহরুখ খানের জন্য। এই প্রথম কিং খানের (Shahrukh Khan) সঙ্গে এক পর্দায় দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে (Nayanthara)। কিন্তু অভিযোগ, সিনেমা থেকে তাঁর দৃশ্য বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় না কি বেশি প্রাধান্য পেয়েছেন দীপিকা।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ শাহরুখ। তিনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। এক্স হ্যান্ডেলে (টুইটার) অভিনেতা তাঁর ভক্তদের মন্তব্যের জবাব দিয়ে থাকেন প্রায়ই। সেই সূত্রেই নয়নতারার চরিত্র নিয়ে কথা বললেন অভিনেতা।  ছবি থেকে একটি দৃশ্যের ছবি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, 'আজাদের সঙ্গে সুজির রসায়ন আমার খুব ভালো লেগেছে।  সিঙ্গেল মায়ের চরিত্রটি খুব চতুরতার সঙ্গে দেখানো হয়েছে। ধন্যবাদ শাহরুখ খান সবরকম মহিলার চরিত্রে সিনেমার পর্দায় তুলে ধরার জন্য।'

এই পোস্টের উত্তরে শাহরুখের উত্তর বেশ ইঙ্গিতবহ। অভিনেতা লিখেছেন, 'আমিও মনে সিঙ্গেল মা হিসেবে নর্মদার গল্প খুবই সুন্দর। দুঃখের বিষয় চিত্রনাট্যের জন্য এই দিকটি পর্দায় বিশেষ জায়গা পায়নি। কিন্তু অসাধারণ এই গল্প।' প্রসঙ্গত, উত্তর দেওয়ার ক্ষেত্রে শাহরুখ খানের জুড়ি মেলা ভার। তিনি কোনও কথাই অকারণে বলেন না। নয়নতারাকে নিয়ে আলোচনার মধ্যে আতান্তরে নিজের অবস্থান কি স্পষ্ট করে দিলেন বাদশা!

3 months ago
CBI: পুর-নিয়োগ দুর্নীতিতে নজরে একের পর এক পুরসভা, সিবিআই নজরে অয়ন শীলের সংস্থাও

পুরনিয়োগ দুর্নীতির জট খুলতে তেঁড়ে ফুঁড়ে ময়দানে নেমেছে সিবিআই। আদালতের নির্দেশের পরেই কোন কোন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তা জানতে একযোগে ১৪ টি পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। কোন কোন পুরসভায় নিয়োগের জন্য বরাত পেয়েছিল অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন, সেই ক্ষেত্রে কতটা দুর্নীতি হয়েছে সব খতিয়ে দেখতে ১৪ টি পুরসভা থেকে সংগ্রহ করেছিল নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথিপত্র। এবার সেই নথিপত্র খতিয়ে দেখেই তদন্তকারী সংস্থার হাতে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য।

পুরনিয়োগেও যে  দুর্নীতি হয়েছে তা জানা গিয়েছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামালায় অন্যতম ধৃত অয়ন শীলের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে। জানা গিয়েছিল অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজেনকে বরাত দেওয়া হয়েছিল একাধিক পুরসভার নিয়োগের ক্ষেত্রে। সেখানেই হয়েছে দুর্নীতি। এর আগেই নাম উঠে এসেছিল দক্ষিণ দমদম পুরসভার। এবার উঠে আসল বরাহনগর পুরসভার নাম।

সিবিআই সূত্রে খবর বরাহনগর পুরসভায় নিয়োগ হয়েছে দু দফায়, ২০১৭ ও ২০১৯ সালে। এক্ষেত্রে নিয়োগের বরাত দেওয়া হয়েছিল অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজনকে। সিবিআই এর হাতে উঠে এসেছে আরও চাঞ্চ্যলকর তথ্য দু দফায় নিয়োগ করা হয়েছিল ২৮০ জনকে। এই ২৮০ জনের মধ্যে বেশিরভাগ ছিল মালদা ও মুর্শিদাবাদ জেলার। শুধু তাই নয় এদের মধ্যে একজন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার ছেলেও রয়েছে। এই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করেই বরাহনগর পুরসভার বিভিন্ন বিভাগের ৩২ জন কর্মীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ। ২০-২৯ সেপ্টেম্বর তারিখের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ। এবিএস ইনফোজনের মাধ্যমে কতজনকে নিয়োগ করা হয়েছে? কোন কোন পদে নিয়োগ করা হয়েছে ? টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে কিনা? নিয়োগের ক্ষেত্রে অয়ন শীলের ভূমিকা কতটা, নাকি রয়েছে অন্য কোনও বড়ো মাথা, সব জানতেই এবার ময়দানে সিবিআই।

3 months ago
Jaynagar: নুঁইয়ে পড়া বাড়িতে অস্ত্র-কারখানা! জয়নগরে বিপুল অস্ত্রের হদিশ

টেবিলে পর পর সাজানো ওয়ান শাটার গান, লং মেশিন গান থেকে শুরু করে বন্দুকের বাঁট, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত সহ অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি। দেখে মনে হতে পারে অস্ত্র তৈরির কোনও কর্মশালা। কিন্তু এই বিপুল পরিমাণ অস্ত্র কোথায় ছিল জানেন? দক্ষিণ ২৪ পরগনার জয়নগর কাশিপুরের কামারিয়ায় একটি নুঁইয়ে পড়া মাটির বাড়িতে। এই বাড়ির ঘরেই লোকচক্ষুর আড়ালে এতদিন ধরে গড়ে উঠেছিল আস্ত অস্ত্রাগার, অবৈধ অস্ত্রের কারখানা। অভিযান চালিয়ে এই বিপুল অস্ত্র সহ অস্ত্রাগারের মালিক রহমাতুল্লা শেখকে পাকড়াও করে বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও জয়নগর থানার পুলিস।

বহুদিন তক্কে তক্কে ছিল বারুইপুর পুলিস। মঙ্গলবার অভিযান চালাতে গিয়ে ওই মাটির বাড়ির অন্দরমহল দেখে পুলিসের চক্ষু কপালে ওঠে। গোপন অস্ত্রাগার থেকে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামের পাশাপাশি উদ্ধার ৮ টি ওয়ান সাটার গান এবং ২ টি লং মেশিন গান।

সূত্রের খবর, ধৃতের বাড়ির পাশের পুকুরেও নাকি অস্ত্র ডুবিয়ে রাখা ছিল। ধৃতের স্ত্রীর কথায়, মুজিবর, সাইফুল, সাজমল নামে কয়েকজন ব্যক্তি বাড়িতে অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম রেখে গিয়েছিল। তবে কি এই বাড়ি থেকেই অস্ত্র, সরঞ্জাম আমদানি-রপ্তানিও চলত?

থামানো যাচ্ছে না অস্ত্রের আস্ফালন। প্রশ্ন উঠছে বারবার দক্ষিণ ২৪ পরগনাই কেন বন্দুকের নলে? এই পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ভয়ঙ্করতার সাক্ষী থেকেছে বাংলা। বোমা, বন্দুকের দাপটে রক্তক্ষয়ী ভোটে শিউরে উঠেছে গণতন্ত্র।

3 months ago


Vijay Antony: মাত্র ১৬ বছর বয়সে আত্মহত্যা করল জনপ্রিয় সঙ্গীত পরিচালক কন্যা

দক্ষিণী ছবির জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং অভিনেতা বিজয় অ্যান্টনি (Vijay Antony)। মঙ্গলবার তাঁর জীবনের অন্যতম শোকের দিন হল। মাত্র ১৬ বছরের মেয়েকে হারালেন তিনি। স্ত্রী ফাতিমা এবং দুই কন্যা মীরা এবং লারা-কে নিয়ে জমজমাটি সংসার ছিল। তাঁর বড় কন্যা মীরা প্রয়াত হয়েছে। জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল মীরা। বরাবরই সে পড়াশোনায় ভালো। এমনকি কিছুদিন আগেই পুরস্কার পেয়েছিল মীরা। কিন্তু মঙ্গলবার ভোর রাতেই হঠাৎ অঘটন।

চেন্নাইয়ের বাড়িতেই ছিলেন বিজয়, তাঁর স্ত্রী এবং মেয়েরা। মঙ্গলবার ভোর ৩টের দিকে ঘুম ভাঙে বিজয়ের। মীরার ঘরে ঝুঁকে দেখতে যান কী করছে মেয়ে। এমন সময় হতবাক বাবা। দেখেন নিজের ঘরে গলায় ওড়না দেওয়া অবস্থায় ঝুলন্ত মেয়ে।  সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় তদন্ত নেমেছে পুলিস। তাঁদের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে মীরা। বেশ কিছুদিন ধরেই নাকি সে মানসিক অবসাদে ভুগছিল। তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ বোঝা যাবে।

3 months ago
Sayantika Banerjee: মাঝপথে বাংলাদেশী সিনেমার শ্যুটিং ছেড়ে এলেন সায়ন্তিকা, কী ঘটেছিল সেখানে?

কিছুদিন আগেই সংবাদমাধ্যমের হেডলাইন হয়েছিলেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। বাংলাদেশে (Bangladesh) 'ছায়াবাজ' সিনেমার শ্যুটিং শুরু করেছিলেন, অভিনেতা জায়েদ খানের বিপরীতে। সব ভালোই চলছিল। সামাজিক মাধ্যমে সায়ন্তিকার শ্যুটিং যাপনের টুকরো টুকরো ছবি ধরা পড়ছিল। তবে শোনা যাচ্ছে, সিনেমা শ্যুটিং মাঝপথে ফেলেই ফিরে এসেছেন সায়ন্তিকা। কী ঘটেছে সেখানে? এই উত্তর মিলেছে দুই পক্ষ থেকেই। অভিনেত্রী তোপ দেগেছেন প্রযোজকের দিকে, অন্যদিকে প্রযোজকের নিশানায় সায়ন্তিকা।

অভিনেত্রীর অভিযোগ, সিনেমার কোরিওগ্রাফারের দিকে। সায়ন্তিকার দাবি সিনেমার কোরিওগ্রাফার মাইকেল, অনুমতি না নিয়েই তাঁকে ছোঁয়ার চেষ্টা করেন। এছাড়াও সিনেমার শ্যুটিংয়ের ব্যবস্থাপনা নিয়ে আরও অনেক অভিযোগ ছিল সায়ন্তিকার। সবটা যখন সায়ন্তিকা প্রযোজককে জানাতে ফোন করেন, কোনও উত্তর মেলেনি।  তিনি প্রফেশনাল। সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার পরেই নাকি কলকাতায় ফিরে আসতে বাধ্য হয়েছিলেন।

তিনি কলকাতায় ফিরে আসতেই এই প্রসঙ্গে মুখ খুলেছেন, সিনেমার প্রযোজক মণিরুল ইসলাম। তাঁর দাবি, সায়ন্তিকা শটের মাঝেই সিনেমার নায়ক জায়েদ খানকে নিয়ে ৪ ঘন্টা সময় কাটিয়ে আসেন। এমন কুরুচিকর মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছেন সিনেমার নায়ক জায়েদ। তিনি বলেছেন, প্রযোজনা সংস্থার তরফে শ্যুটিংয়ে একাধিক খামতি ছিল। প্রযোজক ইচ্ছেকৃত সায়ন্তিকা ও তাঁর গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছেন।

3 months ago


Sayantika: শুটিং ছেড়ে মাঝপথে বাংলাদেশ থেকে কলকাতায় অভিনেত্রী সায়ন্তিকা, কিন্তু কেন!

সম্প্রতি বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুটিংয়ের মাঝপথে কলকাতা ফিরলেন তিনি। অভিযোগ, শুটিংয়ের মধ্যে তাঁকে হেনস্থা করার। সায়ন্তিকার অভিযোগ, প্রযোজকের অব্যবস্থার জন্য শুরু থেকেই তাঁকে হয়রান হতে হয়েছে।

সায়ন্তিকার শুটিং ছেড়ে কলকাতায় ফেরার কথা প্রথম প্রকাশ করে বাংলাদেশের একটি সংবাদমাধ্যম। তবে শুটিংয়ের মাঝপথে তিনি ফিরে এসেছেন এই খবর উড়িয়ে দিয়েছেন টলিউডের এই অভিনেত্রী। সায়ন্তিকার জানান, মূল সমস্যার পিছনে রয়েছেন প্রয়োজক মণিরুল। কারণ, তাঁর কোনও ব্যবস্থা নেই। এমনকী পরিকল্পনার অভাব রয়েছে বলেও অভিযোগ সায়ন্তিকার।

বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর, এই সিনেমার কোরিওগ্রাফার মাইকেলের আচরণ ঠিক লাগেনি সায়ন্তিকার। তার জেরেই কলকাতা ফিরে গিয়েছেন তিনি। এই খবর ঠিক বলেই জানিয়েছেন অভিনেত্রী। তবে, পুরো অব্যবস্থার দায় তিনি ঠেলেছেন প্রয়োজকের দিকে।

3 months ago
Accident: কন্টেইনারের ধাক্কা পুলিসের গাড়িতে, মৃত্যু সিভিক ও এনভিএফ কর্মীর, আহত আরও ৪

জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। কন্টেইনারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় পুলিসের গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে এক সিভিক পুলিস ও এক এনভিএফ কর্মীর। আহত আরও চার পুলিস আধিকারিক। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার নারায়ণগড় (Narayangarh) থানার সুপ্রিম কোম্পানির কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, পুলিসের গাড়িটি জাতীয় সড়কের উপর পেট্রোলিং করছিল। সে সময় আচমকা দ্রুত গতিতে কন্টেইনার এসে ধাক্কা মারে পুলিসের গাড়িতে। কন্টেইনারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় পুলিসের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ার সহ এক এনভিএফ (NVF) কর্মীর। আহত হন আরও চার জন পুলিস কর্মী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার বিশাল পুলিস বাহিনী। ঘটনাস্থল থেকেই আহত চার পুলিস কর্মীকে উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থলে মৃত্যু এক সিভিক ভলেন্টিয়ার ও NVF কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম বিমানচন্দ্র করণ ও মৃত এনভিএফ কর্মীর নাম দীপক কুমার পাত্র।

3 months ago
Sayantika: 'মহানায়িকা' সম্মান পেয়েও কাজ নেই টলিউডে, বাংলাদেশ ছুটলেন সায়ন্তিকা

একসময় অঙ্কুশ হাজরা, জিৎ-এর মতো অভিনেতাদের সঙ্গে চুটিয়ে সিনেমা করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। ছবির সংখ্যা খুব বেশি না হলেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে 'মহানায়িকা' সম্মানও দেওয়া হয়েছে। কিন্তু সায়ন্তিকাকে ইদানিং রাজনীতির মঞ্চে কিংবা সামাজিক মাধ্যমে দেখতে পাওয়া গেলেও, সিনেমার পর্দায় তিনি গড় হাজির। তাঁর অভিনীত শেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। শোনা যায়, টলিউডে কাজের সংখ্যা নাকি কমেছে। তাই কী এবার টলিউড (Tollywood) ছেড়ে ঢালিউডে (Dhallywood) যাচ্ছেন সায়ন্তিকা?

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জায়েদ খানের বিপরীতে 'ছায়াবাজ' ছবিতে দেখা যাবে সায়ন্তিকাকে। সিনেমার পরিচালক তাজু কামরুল নাকি তাঁর এই সিনেমায় নায়িকার চরিত্রে টলিউড অভিনেত্রীকেই খুঁজছিলেন। যদিও তাঁর প্রথম পছন্দ ছিল, নুসরাত জাহান কিংবা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিকে সিনেমার শ্যুটিং শুরু হবে সেপ্টেম্বরে। শেষ হবে নভেম্বরের দিকে। এইসময় ফাঁকা নেই নুসরাত কিংবা শ্রাবন্তী। অগত্যা প্রস্তাব পাঠালেন সায়ন্তিকাকে। তিনিও রাজি হয়ে গেলেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সায়ন্তিকা তাঁর আসন্ন ছবির সহ অভিনেতা জায়েদ খানের সঙ্গে ছবি দিয়েছেন। একইসঙ্গে চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী। সেই ঝলকও দিয়েছেন সামাজিক মাধ্যমে। টলিউডে সায়ন্তিকার কেরিয়ার তেমন সফল না হলেও, ঢালিউডে তাঁর ভাগ্য খোলে কি না সেইটাই দেখার।

3 months ago


Alia Bhatt: রামায়ণে সীতার চরিত্র থেকে সরে দাঁড়ালেন আলিয়া? সত্যিটা জানুন

ব্রক্ষ্মাস্ত্র ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর কাপুর (Ranbir kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। বাস্তবের এই জুটিকে পর্দায় দেখে খুব খুশি হয়েছিলেন ভক্তরা। তাঁদের আবারও কবে সিনেমায় দেখা যাবে? এরকম অনেক প্রশ্নে ছয়লাপ হয়েছিল নেট মাধ্যম। এই নিয়েই একটি গুঞ্জন ছড়িয়েছিল বেশ কিছুমাস আগে। শোনা গিয়েছিল, নিতেশ তিওয়ারি পরিচালিত ছবি 'রামায়ণ' আসছে। এই ছবিতে রামের চরিত্রে পরিচালকের নির্বাচন নাকি রণবীর কাপুর। সেই সিনেমায় নাকি সীতার চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে।

এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে নেট মাধ্যমে। এবার নতুন গুঞ্জন আলিয়া নাকি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। এই খবর পেয়েই মন ভেঙেছে অনেক 'রণলিয়া' (রণবীর ও আলিয়ার নাম মিলিয়ে দর্শকদের দেওয়া নাম) ভক্তদের। তবে আসল সত্যি অন্যকিছু। জানা গিয়েছে, সিনেমার পরিচালকরা খুব সন্তর্পণে পদক্ষেপ ফেলে এই সিনেমায় কাজ করতে চাইছেন। চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে কোনও পদক্ষেপ তাঁরা নিচ্ছেন না।

রামের চরিত্রে পরিচালকদের রণবীর কাপুরকেই পছন্দ এই তথ্য সত্যি। তবে সীতা-রাবণ-লক্ষণ-সহ অন্যান্য চরিত্রগুলির অভিনেতা এখনও নির্বাচিত হয়নি। ফলে আলিয়া সীতার চরিত্রে অভিনয় করবেন, সেই তথ্য একেবারেই সত্যি নয়। এই খবর রণলিয়া ভক্তদের কাছে হতাশাজনক। তবে ভবিষ্যতে রণবীর আলিয়াকে আবারও কোনও সিনেমায় দেখা যায় কি না এখন সেইটাই দেখার।

4 months ago
Bollywood: চন্দ্রযান থ্রি-এর সফল অবতরণে গর্বিত তারকারা, সামাজিক মাধ্যমে পোস্ট

২৩ অগাস্ট ২০২৩, বুধবার ভারতবাসীর জন্য গর্বের দিন হয়ে থাকল। নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান থ্রি (Chandrayan 3)। এমন ঐতিহাসিক মুহূর্তে গর্বে বুক ফুলে উঠেছে ভারতবাসীর। বলিউড (Bollywood) তারকারাও এই তালিকা থেকে বাদ যাননি। সকাল থেকেই নানারকম পোস্ট করেছিলেন তাঁরা। ভারতের সাফল্যের পর সামাজিক মাধ্যমে আবারও নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেছেন তাঁরা।  

অভিনেতা অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, 'লক্ষ লক্ষ হৃদয় ধন্যবাদ জানাচ্ছে ইসরো। আপনারা আমাদের গর্বিত করেছেন। ভারত ইতিহাস তৈরী করছে, এমন মুহূর্তের সাক্ষী থেকে গর্বিত। ভারত চাঁদে, আমরা চাঁদে।'


অভিনেতা অজয় দেবগণ লিখেছেন, 'গর্বিত, অভিভূত, উচ্ছ্বাসিত, সম্মানিত, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে। ভারত মায়ের জয়।' 


অভিনেতা শাহরুখ খান লিখেছেন, 'আজ ভারত এবং ইসরো সারা বিশ্বে ছেয়ে গিয়েছে। সমস্ত বিজ্ঞানীদের, ইঞ্জিনিয়ারদের এবং পুরো টিম যারা আমাদের গর্বিত করেছেন তাঁদের শুভেচ্ছা। চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান তিন।'তাঁর টুইট শেয়ার করেছেন,প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন। 


পদ্মশ্রী সম্মান প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত একটু ভিন্নভাবে দেখছেন এই বিষয়টি। তিনি লিখেছেন, 'কি অদ্ভুত। যে বিজ্ঞানী এই মিশনে নেতৃত্ব দিয়েছেন, তাঁর নাম সোমনাথ। সোম মানে চাঁদ, নাথ মানে ঈশ্বর। সোমনাথ মানে চাঁদের ভগবান। কি সুন্দর।'


4 months ago