Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ayan

Shahrukh Khan: 'জওয়ান' থেকে বাদ গিয়েছে নয়নতারার দৃশ্য, স্বীকার খোদ কিং খানের!

সারা দেশ তথা বিশ্বে এখনও জারি রয়েছে 'জওয়ান' (Jawan) ঝড়। ভারত এবং ভারতের বাইরের দেশগুলি মিলিয়ে ১০০০ কোটি টাকা পেরিয়েছে সিনেমার বক্স অফিস কালেকশন। সিনেমার চিত্রনাট্যের প্রশংসা করতে বাধ্য হয়েছেন সমালোচকরা। ভক্তরা ভালোবাসা উজাড় করে দিচ্ছেন অভিনেতা শাহরুখ খানের জন্য। এই প্রথম কিং খানের (Shahrukh Khan) সঙ্গে এক পর্দায় দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে (Nayanthara)। কিন্তু অভিযোগ, সিনেমা থেকে তাঁর দৃশ্য বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় না কি বেশি প্রাধান্য পেয়েছেন দীপিকা।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ শাহরুখ। তিনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। এক্স হ্যান্ডেলে (টুইটার) অভিনেতা তাঁর ভক্তদের মন্তব্যের জবাব দিয়ে থাকেন প্রায়ই। সেই সূত্রেই নয়নতারার চরিত্র নিয়ে কথা বললেন অভিনেতা।  ছবি থেকে একটি দৃশ্যের ছবি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, 'আজাদের সঙ্গে সুজির রসায়ন আমার খুব ভালো লেগেছে।  সিঙ্গেল মায়ের চরিত্রটি খুব চতুরতার সঙ্গে দেখানো হয়েছে। ধন্যবাদ শাহরুখ খান সবরকম মহিলার চরিত্রে সিনেমার পর্দায় তুলে ধরার জন্য।'

এই পোস্টের উত্তরে শাহরুখের উত্তর বেশ ইঙ্গিতবহ। অভিনেতা লিখেছেন, 'আমিও মনে সিঙ্গেল মা হিসেবে নর্মদার গল্প খুবই সুন্দর। দুঃখের বিষয় চিত্রনাট্যের জন্য এই দিকটি পর্দায় বিশেষ জায়গা পায়নি। কিন্তু অসাধারণ এই গল্প।' প্রসঙ্গত, উত্তর দেওয়ার ক্ষেত্রে শাহরুখ খানের জুড়ি মেলা ভার। তিনি কোনও কথাই অকারণে বলেন না। নয়নতারাকে নিয়ে আলোচনার মধ্যে আতান্তরে নিজের অবস্থান কি স্পষ্ট করে দিলেন বাদশা!

7 months ago
CBI: পুর-নিয়োগ দুর্নীতিতে নজরে একের পর এক পুরসভা, সিবিআই নজরে অয়ন শীলের সংস্থাও

পুরনিয়োগ দুর্নীতির জট খুলতে তেঁড়ে ফুঁড়ে ময়দানে নেমেছে সিবিআই। আদালতের নির্দেশের পরেই কোন কোন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তা জানতে একযোগে ১৪ টি পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। কোন কোন পুরসভায় নিয়োগের জন্য বরাত পেয়েছিল অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন, সেই ক্ষেত্রে কতটা দুর্নীতি হয়েছে সব খতিয়ে দেখতে ১৪ টি পুরসভা থেকে সংগ্রহ করেছিল নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথিপত্র। এবার সেই নথিপত্র খতিয়ে দেখেই তদন্তকারী সংস্থার হাতে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য।

পুরনিয়োগেও যে  দুর্নীতি হয়েছে তা জানা গিয়েছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামালায় অন্যতম ধৃত অয়ন শীলের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে। জানা গিয়েছিল অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজেনকে বরাত দেওয়া হয়েছিল একাধিক পুরসভার নিয়োগের ক্ষেত্রে। সেখানেই হয়েছে দুর্নীতি। এর আগেই নাম উঠে এসেছিল দক্ষিণ দমদম পুরসভার। এবার উঠে আসল বরাহনগর পুরসভার নাম।

সিবিআই সূত্রে খবর বরাহনগর পুরসভায় নিয়োগ হয়েছে দু দফায়, ২০১৭ ও ২০১৯ সালে। এক্ষেত্রে নিয়োগের বরাত দেওয়া হয়েছিল অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজনকে। সিবিআই এর হাতে উঠে এসেছে আরও চাঞ্চ্যলকর তথ্য দু দফায় নিয়োগ করা হয়েছিল ২৮০ জনকে। এই ২৮০ জনের মধ্যে বেশিরভাগ ছিল মালদা ও মুর্শিদাবাদ জেলার। শুধু তাই নয় এদের মধ্যে একজন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার ছেলেও রয়েছে। এই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করেই বরাহনগর পুরসভার বিভিন্ন বিভাগের ৩২ জন কর্মীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ। ২০-২৯ সেপ্টেম্বর তারিখের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ। এবিএস ইনফোজনের মাধ্যমে কতজনকে নিয়োগ করা হয়েছে? কোন কোন পদে নিয়োগ করা হয়েছে ? টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে কিনা? নিয়োগের ক্ষেত্রে অয়ন শীলের ভূমিকা কতটা, নাকি রয়েছে অন্য কোনও বড়ো মাথা, সব জানতেই এবার ময়দানে সিবিআই।

7 months ago
Jaynagar: নুঁইয়ে পড়া বাড়িতে অস্ত্র-কারখানা! জয়নগরে বিপুল অস্ত্রের হদিশ

টেবিলে পর পর সাজানো ওয়ান শাটার গান, লং মেশিন গান থেকে শুরু করে বন্দুকের বাঁট, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত সহ অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি। দেখে মনে হতে পারে অস্ত্র তৈরির কোনও কর্মশালা। কিন্তু এই বিপুল পরিমাণ অস্ত্র কোথায় ছিল জানেন? দক্ষিণ ২৪ পরগনার জয়নগর কাশিপুরের কামারিয়ায় একটি নুঁইয়ে পড়া মাটির বাড়িতে। এই বাড়ির ঘরেই লোকচক্ষুর আড়ালে এতদিন ধরে গড়ে উঠেছিল আস্ত অস্ত্রাগার, অবৈধ অস্ত্রের কারখানা। অভিযান চালিয়ে এই বিপুল অস্ত্র সহ অস্ত্রাগারের মালিক রহমাতুল্লা শেখকে পাকড়াও করে বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও জয়নগর থানার পুলিস।

বহুদিন তক্কে তক্কে ছিল বারুইপুর পুলিস। মঙ্গলবার অভিযান চালাতে গিয়ে ওই মাটির বাড়ির অন্দরমহল দেখে পুলিসের চক্ষু কপালে ওঠে। গোপন অস্ত্রাগার থেকে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামের পাশাপাশি উদ্ধার ৮ টি ওয়ান সাটার গান এবং ২ টি লং মেশিন গান।

সূত্রের খবর, ধৃতের বাড়ির পাশের পুকুরেও নাকি অস্ত্র ডুবিয়ে রাখা ছিল। ধৃতের স্ত্রীর কথায়, মুজিবর, সাইফুল, সাজমল নামে কয়েকজন ব্যক্তি বাড়িতে অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম রেখে গিয়েছিল। তবে কি এই বাড়ি থেকেই অস্ত্র, সরঞ্জাম আমদানি-রপ্তানিও চলত?

থামানো যাচ্ছে না অস্ত্রের আস্ফালন। প্রশ্ন উঠছে বারবার দক্ষিণ ২৪ পরগনাই কেন বন্দুকের নলে? এই পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ভয়ঙ্করতার সাক্ষী থেকেছে বাংলা। বোমা, বন্দুকের দাপটে রক্তক্ষয়ী ভোটে শিউরে উঠেছে গণতন্ত্র।

7 months ago


Vijay Antony: মাত্র ১৬ বছর বয়সে আত্মহত্যা করল জনপ্রিয় সঙ্গীত পরিচালক কন্যা

দক্ষিণী ছবির জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং অভিনেতা বিজয় অ্যান্টনি (Vijay Antony)। মঙ্গলবার তাঁর জীবনের অন্যতম শোকের দিন হল। মাত্র ১৬ বছরের মেয়েকে হারালেন তিনি। স্ত্রী ফাতিমা এবং দুই কন্যা মীরা এবং লারা-কে নিয়ে জমজমাটি সংসার ছিল। তাঁর বড় কন্যা মীরা প্রয়াত হয়েছে। জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল মীরা। বরাবরই সে পড়াশোনায় ভালো। এমনকি কিছুদিন আগেই পুরস্কার পেয়েছিল মীরা। কিন্তু মঙ্গলবার ভোর রাতেই হঠাৎ অঘটন।

চেন্নাইয়ের বাড়িতেই ছিলেন বিজয়, তাঁর স্ত্রী এবং মেয়েরা। মঙ্গলবার ভোর ৩টের দিকে ঘুম ভাঙে বিজয়ের। মীরার ঘরে ঝুঁকে দেখতে যান কী করছে মেয়ে। এমন সময় হতবাক বাবা। দেখেন নিজের ঘরে গলায় ওড়না দেওয়া অবস্থায় ঝুলন্ত মেয়ে।  সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় তদন্ত নেমেছে পুলিস। তাঁদের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে মীরা। বেশ কিছুদিন ধরেই নাকি সে মানসিক অবসাদে ভুগছিল। তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ বোঝা যাবে।

7 months ago
Sayantika Banerjee: মাঝপথে বাংলাদেশী সিনেমার শ্যুটিং ছেড়ে এলেন সায়ন্তিকা, কী ঘটেছিল সেখানে?

কিছুদিন আগেই সংবাদমাধ্যমের হেডলাইন হয়েছিলেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। বাংলাদেশে (Bangladesh) 'ছায়াবাজ' সিনেমার শ্যুটিং শুরু করেছিলেন, অভিনেতা জায়েদ খানের বিপরীতে। সব ভালোই চলছিল। সামাজিক মাধ্যমে সায়ন্তিকার শ্যুটিং যাপনের টুকরো টুকরো ছবি ধরা পড়ছিল। তবে শোনা যাচ্ছে, সিনেমা শ্যুটিং মাঝপথে ফেলেই ফিরে এসেছেন সায়ন্তিকা। কী ঘটেছে সেখানে? এই উত্তর মিলেছে দুই পক্ষ থেকেই। অভিনেত্রী তোপ দেগেছেন প্রযোজকের দিকে, অন্যদিকে প্রযোজকের নিশানায় সায়ন্তিকা।

অভিনেত্রীর অভিযোগ, সিনেমার কোরিওগ্রাফারের দিকে। সায়ন্তিকার দাবি সিনেমার কোরিওগ্রাফার মাইকেল, অনুমতি না নিয়েই তাঁকে ছোঁয়ার চেষ্টা করেন। এছাড়াও সিনেমার শ্যুটিংয়ের ব্যবস্থাপনা নিয়ে আরও অনেক অভিযোগ ছিল সায়ন্তিকার। সবটা যখন সায়ন্তিকা প্রযোজককে জানাতে ফোন করেন, কোনও উত্তর মেলেনি।  তিনি প্রফেশনাল। সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার পরেই নাকি কলকাতায় ফিরে আসতে বাধ্য হয়েছিলেন।

তিনি কলকাতায় ফিরে আসতেই এই প্রসঙ্গে মুখ খুলেছেন, সিনেমার প্রযোজক মণিরুল ইসলাম। তাঁর দাবি, সায়ন্তিকা শটের মাঝেই সিনেমার নায়ক জায়েদ খানকে নিয়ে ৪ ঘন্টা সময় কাটিয়ে আসেন। এমন কুরুচিকর মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছেন সিনেমার নায়ক জায়েদ। তিনি বলেছেন, প্রযোজনা সংস্থার তরফে শ্যুটিংয়ে একাধিক খামতি ছিল। প্রযোজক ইচ্ছেকৃত সায়ন্তিকা ও তাঁর গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছেন।

7 months ago


Sayantika: শুটিং ছেড়ে মাঝপথে বাংলাদেশ থেকে কলকাতায় অভিনেত্রী সায়ন্তিকা, কিন্তু কেন!

সম্প্রতি বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুটিংয়ের মাঝপথে কলকাতা ফিরলেন তিনি। অভিযোগ, শুটিংয়ের মধ্যে তাঁকে হেনস্থা করার। সায়ন্তিকার অভিযোগ, প্রযোজকের অব্যবস্থার জন্য শুরু থেকেই তাঁকে হয়রান হতে হয়েছে।

সায়ন্তিকার শুটিং ছেড়ে কলকাতায় ফেরার কথা প্রথম প্রকাশ করে বাংলাদেশের একটি সংবাদমাধ্যম। তবে শুটিংয়ের মাঝপথে তিনি ফিরে এসেছেন এই খবর উড়িয়ে দিয়েছেন টলিউডের এই অভিনেত্রী। সায়ন্তিকার জানান, মূল সমস্যার পিছনে রয়েছেন প্রয়োজক মণিরুল। কারণ, তাঁর কোনও ব্যবস্থা নেই। এমনকী পরিকল্পনার অভাব রয়েছে বলেও অভিযোগ সায়ন্তিকার।

বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর, এই সিনেমার কোরিওগ্রাফার মাইকেলের আচরণ ঠিক লাগেনি সায়ন্তিকার। তার জেরেই কলকাতা ফিরে গিয়েছেন তিনি। এই খবর ঠিক বলেই জানিয়েছেন অভিনেত্রী। তবে, পুরো অব্যবস্থার দায় তিনি ঠেলেছেন প্রয়োজকের দিকে।

8 months ago
Accident: কন্টেইনারের ধাক্কা পুলিসের গাড়িতে, মৃত্যু সিভিক ও এনভিএফ কর্মীর, আহত আরও ৪

জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। কন্টেইনারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় পুলিসের গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে এক সিভিক পুলিস ও এক এনভিএফ কর্মীর। আহত আরও চার পুলিস আধিকারিক। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার নারায়ণগড় (Narayangarh) থানার সুপ্রিম কোম্পানির কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, পুলিসের গাড়িটি জাতীয় সড়কের উপর পেট্রোলিং করছিল। সে সময় আচমকা দ্রুত গতিতে কন্টেইনার এসে ধাক্কা মারে পুলিসের গাড়িতে। কন্টেইনারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় পুলিসের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ার সহ এক এনভিএফ (NVF) কর্মীর। আহত হন আরও চার জন পুলিস কর্মী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার বিশাল পুলিস বাহিনী। ঘটনাস্থল থেকেই আহত চার পুলিস কর্মীকে উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থলে মৃত্যু এক সিভিক ভলেন্টিয়ার ও NVF কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম বিমানচন্দ্র করণ ও মৃত এনভিএফ কর্মীর নাম দীপক কুমার পাত্র।

8 months ago
Sayantika: 'মহানায়িকা' সম্মান পেয়েও কাজ নেই টলিউডে, বাংলাদেশ ছুটলেন সায়ন্তিকা

একসময় অঙ্কুশ হাজরা, জিৎ-এর মতো অভিনেতাদের সঙ্গে চুটিয়ে সিনেমা করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। ছবির সংখ্যা খুব বেশি না হলেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে 'মহানায়িকা' সম্মানও দেওয়া হয়েছে। কিন্তু সায়ন্তিকাকে ইদানিং রাজনীতির মঞ্চে কিংবা সামাজিক মাধ্যমে দেখতে পাওয়া গেলেও, সিনেমার পর্দায় তিনি গড় হাজির। তাঁর অভিনীত শেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। শোনা যায়, টলিউডে কাজের সংখ্যা নাকি কমেছে। তাই কী এবার টলিউড (Tollywood) ছেড়ে ঢালিউডে (Dhallywood) যাচ্ছেন সায়ন্তিকা?

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জায়েদ খানের বিপরীতে 'ছায়াবাজ' ছবিতে দেখা যাবে সায়ন্তিকাকে। সিনেমার পরিচালক তাজু কামরুল নাকি তাঁর এই সিনেমায় নায়িকার চরিত্রে টলিউড অভিনেত্রীকেই খুঁজছিলেন। যদিও তাঁর প্রথম পছন্দ ছিল, নুসরাত জাহান কিংবা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিকে সিনেমার শ্যুটিং শুরু হবে সেপ্টেম্বরে। শেষ হবে নভেম্বরের দিকে। এইসময় ফাঁকা নেই নুসরাত কিংবা শ্রাবন্তী। অগত্যা প্রস্তাব পাঠালেন সায়ন্তিকাকে। তিনিও রাজি হয়ে গেলেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সায়ন্তিকা তাঁর আসন্ন ছবির সহ অভিনেতা জায়েদ খানের সঙ্গে ছবি দিয়েছেন। একইসঙ্গে চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী। সেই ঝলকও দিয়েছেন সামাজিক মাধ্যমে। টলিউডে সায়ন্তিকার কেরিয়ার তেমন সফল না হলেও, ঢালিউডে তাঁর ভাগ্য খোলে কি না সেইটাই দেখার।

8 months ago


Alia Bhatt: রামায়ণে সীতার চরিত্র থেকে সরে দাঁড়ালেন আলিয়া? সত্যিটা জানুন

ব্রক্ষ্মাস্ত্র ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর কাপুর (Ranbir kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। বাস্তবের এই জুটিকে পর্দায় দেখে খুব খুশি হয়েছিলেন ভক্তরা। তাঁদের আবারও কবে সিনেমায় দেখা যাবে? এরকম অনেক প্রশ্নে ছয়লাপ হয়েছিল নেট মাধ্যম। এই নিয়েই একটি গুঞ্জন ছড়িয়েছিল বেশ কিছুমাস আগে। শোনা গিয়েছিল, নিতেশ তিওয়ারি পরিচালিত ছবি 'রামায়ণ' আসছে। এই ছবিতে রামের চরিত্রে পরিচালকের নির্বাচন নাকি রণবীর কাপুর। সেই সিনেমায় নাকি সীতার চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে।

এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে নেট মাধ্যমে। এবার নতুন গুঞ্জন আলিয়া নাকি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। এই খবর পেয়েই মন ভেঙেছে অনেক 'রণলিয়া' (রণবীর ও আলিয়ার নাম মিলিয়ে দর্শকদের দেওয়া নাম) ভক্তদের। তবে আসল সত্যি অন্যকিছু। জানা গিয়েছে, সিনেমার পরিচালকরা খুব সন্তর্পণে পদক্ষেপ ফেলে এই সিনেমায় কাজ করতে চাইছেন। চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে কোনও পদক্ষেপ তাঁরা নিচ্ছেন না।

রামের চরিত্রে পরিচালকদের রণবীর কাপুরকেই পছন্দ এই তথ্য সত্যি। তবে সীতা-রাবণ-লক্ষণ-সহ অন্যান্য চরিত্রগুলির অভিনেতা এখনও নির্বাচিত হয়নি। ফলে আলিয়া সীতার চরিত্রে অভিনয় করবেন, সেই তথ্য একেবারেই সত্যি নয়। এই খবর রণলিয়া ভক্তদের কাছে হতাশাজনক। তবে ভবিষ্যতে রণবীর আলিয়াকে আবারও কোনও সিনেমায় দেখা যায় কি না এখন সেইটাই দেখার।

8 months ago
Bollywood: চন্দ্রযান থ্রি-এর সফল অবতরণে গর্বিত তারকারা, সামাজিক মাধ্যমে পোস্ট

২৩ অগাস্ট ২০২৩, বুধবার ভারতবাসীর জন্য গর্বের দিন হয়ে থাকল। নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান থ্রি (Chandrayan 3)। এমন ঐতিহাসিক মুহূর্তে গর্বে বুক ফুলে উঠেছে ভারতবাসীর। বলিউড (Bollywood) তারকারাও এই তালিকা থেকে বাদ যাননি। সকাল থেকেই নানারকম পোস্ট করেছিলেন তাঁরা। ভারতের সাফল্যের পর সামাজিক মাধ্যমে আবারও নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেছেন তাঁরা।  

অভিনেতা অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, 'লক্ষ লক্ষ হৃদয় ধন্যবাদ জানাচ্ছে ইসরো। আপনারা আমাদের গর্বিত করেছেন। ভারত ইতিহাস তৈরী করছে, এমন মুহূর্তের সাক্ষী থেকে গর্বিত। ভারত চাঁদে, আমরা চাঁদে।'


অভিনেতা অজয় দেবগণ লিখেছেন, 'গর্বিত, অভিভূত, উচ্ছ্বাসিত, সম্মানিত, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে। ভারত মায়ের জয়।' 


অভিনেতা শাহরুখ খান লিখেছেন, 'আজ ভারত এবং ইসরো সারা বিশ্বে ছেয়ে গিয়েছে। সমস্ত বিজ্ঞানীদের, ইঞ্জিনিয়ারদের এবং পুরো টিম যারা আমাদের গর্বিত করেছেন তাঁদের শুভেচ্ছা। চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান তিন।'তাঁর টুইট শেয়ার করেছেন,প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন। 


পদ্মশ্রী সম্মান প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত একটু ভিন্নভাবে দেখছেন এই বিষয়টি। তিনি লিখেছেন, 'কি অদ্ভুত। যে বিজ্ঞানী এই মিশনে নেতৃত্ব দিয়েছেন, তাঁর নাম সোমনাথ। সোম মানে চাঁদ, নাথ মানে ঈশ্বর। সোমনাথ মানে চাঁদের ভগবান। কি সুন্দর।'


8 months ago


ISRO: 'মহাকাশে ম্যাজিক', চন্দ্রযান-৩ এর সফল অভিযান চাঁদমামার দেশে, ইতিহাস গড়ল ভারত

ইতিহাস গড়তে সফল 'চন্দ্রযান-৩' (Chandrayan-3)। আজ, বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান। আবেগে আপ্লুত হয়ে পড়েন দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকা থেকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। তিনি ইসরোর সকল বিজ্ঞানীকে অভিনন্দন জানান। অবশেষে চাঁদের মাটিতে ল্যান্ড করল ভারতের 'বিক্রম'।

বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান নামাতে সফল হয়েছে। পৃথিবীর আর কোনও দেশ সেখানে পৌঁছতে পারেনি। জানা গিয়েছে, চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। চাঁদে মহাকাশযান নামানোর ক্ষেত্রে ভারত চতুর্থ।

8 months ago
Mamata: চন্দ্রযানের সাফল্য কামনা করে টুইট মমতার

চন্দ্রযানের সাফল্য কামনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক টুইট বার্তায় বিক্রমের চন্দ্রে অবতরণের আগে তিনি জানিয়েছেন, চন্দ্রযানের সাফল্য গোটা দেশের কাছে গর্বের বিষয়। একইসঙ্গে তিনি স্পষ্ট করছেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

বুধবার সন্ধ্যায় চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রোভার বিক্রমের। তার জন্য সব তোরজোর সারা। বিকেল সাড়ে পাঁচটা থেকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার লাইভ সম্প্রচার করবে ভারতের বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরো। দক্ষিণ আফ্রিকা থেকে বসে ভার্চুয়ালি এই দৃশ্য দেখবেন স্বয়ং প্রধানমন্ত্রীও।

এদিন সকালে টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের বিজ্ঞানি থেকে অর্থনীতিবিদরা এই অভিযানের জন্য কঠিন পরিশ্রম করেছেন। যার সাফল্যের নাম চন্দ্রযান-৩। একসঙ্গে তাঁর দাবি, আজ দেশ ও দুনিয়া সবাই চন্দ্রমুখী। গত ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদের দিকে রওনা দিয়েছিল এই চন্দ্রযান।

8 months ago
Celebrity: চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণের অপেক্ষা, উচ্ছ্বাস প্রকাশ বলিউড তারকাদের

ভারতের জন্য বহু প্রতীক্ষিত দিন বুধবার, ২৩ অগাস্ট। সব ঠিক থাকলে আজই সন্ধ্যে ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে নামতে চলেছে চন্দ্রযান থ্রি-এর (Chandrayan-3) ল্যান্ডার বিক্রম। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, ভারতের স্বপ্ন পূরণের। এই স্বপ্নে সামিল হয়েছেন বলিউড সিনেমা জগতের তারকারা। বহু তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। করিনা কাপুর, অভিষেক বচ্চন, আর মাধবন, সকলেই নিজেদের আনন্দ ব্যক্ত করেছেন।

অভিনেত্রী করিনা কাপুর বলেছেন, 'ভারত এবং সকল ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত। হৃদয়ে সেই গর্ব অনুভূত হয়। সব ভারতীয়রা তাই অনুভব করছি এখন। সেই মুহূর্ত প্রত্যক্ষ করার জন্য অনেক ভারতীয় অপেক্ষায় রয়েছেন। একেবারে স্নান সেরে, আমি আমার ছেলেদের সঙ্গে সেই মুহূর্ত দেখব।'

জুনিয়র বচ্চন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমি গর্ব অনুভব করছি। ২৩ তারিখ বিকেলে অবতরণ করবে এবং আমাদের বুক গর্বে চওড়া হবে কারণ আমাদের মহাকাশযান চাঁদে পৌঁছে গিয়েছে।

বলিউড তথা দক্ষিণী অভিনেতা আর মাধবন সামাজিক মাধ্যমে লিখেছেন, 'চন্দ্রযান সফল হবেই। আমার কথা মিলিয়ে নেবেন ইসরো। আগাম এই দর্শনীয় সাফল্যে আমি খুব খুশি এবং গর্বিত।'

8 months ago


Fire: ট্রেনের কামরায় আগুন! কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে স্টেশন চত্বর

ট্রেনের (Train) কামরায় আগুন (Fire)। কামরা থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে গোটা স্টেশন চত্বর। শনিবার এই ঘটনাটি ঘটেছে মুম্বই-বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসের (Udayan Express) কামরায়। ট্রেনের কামরা থেকে যাত্রীরা নেমে যাওয়ার ২ ঘণ্টা পর ঘটনাটি ঘটেছে। যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে দমকল বাহিনী। ঘটনাকে ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়েছে।    

এক সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে, বেঙ্গালুরুর সাঙ্গোলি রায়ান্না স্টেশনে ট্রেনটি পৌঁছনোর পর আগুন লাগে। আগুন লাগার ঘটনাটি ঘটার প্রায় ২ ঘণ্টা আগে যাত্রীরা নেমে ট্রেন থেকে নেম গিয়েছিলেন। ফলে খালি ট্রেন থাকায় কোনও হতাহত হয়নি। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঠিক কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

9 months ago
Narayan: রাস্তায় ফেলে যাওয়া সম্বলহীন এক মায়ের সহায় যেন সাক্ষাৎ নারায়ণ

মণি ভট্টাচার্য: নারায়ণই বটে, সত্তরোর্ধ অসহায় এক মায়ের কাছে বিধায়ক নারায়ন গোস্বামী এখন সাক্ষাৎ নারায়ণ। খবর পেয়ে স্টেশনে ফেলে যাওয়া এক মা কে কেবল আশ্রয়ই দিলেন না, নিলেন অসুস্থ ওই মহিলার সমস্ত দায়িত্ব। শুক্রবার সকালে নিজের সোশ্যাল মাধ্যমে তিনি খবর পান, ধোপদুরস্ত দেখতে এক মহিলা, পরনে পরিষ্কার সাদা কাপড়, সঙ্গে ব্যাগে কিছু শাড়ি। শিয়ালদহ-বনগাঁ শাখার অশোকনগর রেল স্টেশনে বসে কাঁদছেন আর লোককে ডেকে সাহায্যের কথা বলছেন। এ ঘটনা নজরে আসতেই ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং অশোকনগরে নিজের তৈরী ভবঘুরে আবাসন অর্থাৎ রবীন্দ্রনিকেতনে আশ্রয় দেন ওই মহিলাকে।


সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল থেকে ওই মহিলাকে অশোকনগরে বসে থাকতে দেখেন স্থানীয়রা। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই মহিলাকে তাঁর ছেলে এখানে ফেলে রেখে চলে গেছে। এরপর স্থানীয়দের মারফত খবর পেয়ে 'আস্থা' নামক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছায়। এবং ওই মহিলার কাগজ ঘেটে তাঁর পরিচয়  জানতে পারে। এরপর এ সমস্ত ঘটনা সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পরে। এ ঘটনা নজরে আসতেই অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের নব নির্বাচিত সভাধিপতি নারায়ণ গোস্বামী ওই মহিলাকে উদ্ধারের ব্যবস্থা করেন। শুক্রবার নারায়ণ গোস্বামী সিএন-ডিজিটালকে বলেন, 'কোনও মা এভাবে রাস্তায় দিন কাটাক এটা কাম্য নয়, ওই মহিলার কিছুটা শারীরিক ব্যাধি আছে। আপাতত রবীন্দ্রনিকেতনেই থাকবেন তিনি, স্থানীয় মাতৃসদন হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।'


সূত্রের খবর, সোশ্যাল মাধ্যমে বিষয়টা নজরে আসতেই তড়িঘড়ি খোঁজ খবর শুরু করে হাবড়া রেল পুলিস কতৃপক্ষ। শুক্রবার হাবড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুশীল সিং জানান, বিষয়টা আমাদেরও নজরে আসে। কিন্তু ততক্ষনে মাননীয় বিধায়ক ওনাকে উদ্ধার করে ফেলেন। অশোকনগর থানার পুলিস সূত্রের খবর, এ ঘটনায় অভিযুক্ত ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন বিধায়ক নারায়ণ গোস্বামী। বিধায়কের এমন কাণ্ডে মুগ্ধ হয়েছেন পুলিস সহ অশোকনগরের সাধারণ মানুষও। 

9 months ago