
বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন। শুক্রবার সেখানে চলছিল প্রশ্নত্তর পর্ব। সেসময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ডেবরার বিধায়ক প্রশ্ন করেন। আর সেই প্রশ্নতেই বেশ কিছুটা অস্বস্তিতে পড়ে যান অধিবেশনে উপস্থিত শাসকদলের মন্ত্রী এবং বিধায়করা।
প্রশ্নত্তর পর্ব চলাকালীন হুমায়ুন কবীর প্রশ্ন করেন, মুসলমান মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০০০ টাকা করে দেওয়া হবে কি? যদিও প্রথমে অস্বস্তিতে পড়লেও শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা জবাবে জানান, ধর্মীয় ভিত্তিতে ওই টাকা দেওয়া হয় না। সমাজের প্রান্তিক মানুষদের জন্য ওই প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ডেবরার বিধায়কের বক্তব্য, ভোট প্রচারে গিয়ে তাঁর কাছে অনেকেই লক্ষ্মীর ভান্ডারে ১০০০ টাকা করে দাবি জানিয়েছেন। তাঁরা নিজেদের তফসিলি জাতি ও তপসিলি উপজাতির সঙ্গে তুলনা টেনে এনেছিলেন বলে দাবি করেন বিধায়ক।
তবে শশী পাঁজার বক্তব্য শোনার পর, বিধায়ক জানিয়েছেন, অন্তত ওবিসি মুসলমানদের জন্য এই বিষয়টি ভেবে দেখা হোক।