
কর্ণাটকের হিজাব-কাণ্ড (Hijab Row) কন্নড়ভূম পেরিয়ে এখন আসমুদ্র হিমাচলের বিতর্কের বিষয়। যার প্রভাব পড়েছে বলিউডেও (Bollywood)। ইতিমধ্যে পক্ষে এবং বিপক্ষে সরব হয়েছে একাধিক পরিচিত মুখ। সেই তালিকায় নাম রয়েছে সোনম কাপুর (Sonam Kapoor), কঙ্গনা রানাউত, জাভেদ আখতারের। সোনম যেখানে হিজাব পরার পক্ষেই সুর চড়িয়েছেন। সেখানে আফগানিস্তানের প্রসঙ্গ টেনে কঙ্গনা (Kangna Ranaut)। ইনস্টাগ্রামে বলেছেন, 'যদি সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে বোরখা না পরে বেরিয়ে দেখান।' এবার মণিকর্ণিকার এই মন্তব্যের সমালোচনায় সরব প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি।
শাবানা ট্যুইটে লিখেছেন, 'ভুল হলে সংশোধন করে দেবেন। আফগানিস্তান একটি ধর্মরাষ্ট্র। কিন্তু শেষবার জেনেছিলাম ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল কি?' যদিও শাবানার অবস্থানের বিপরীত মেরুতে অভিনেত্রীর স্বামী জাভেদ আখতার। প্রখ্যাত এই গীতিকার ট্যুইটারে লেখেন, 'ধর্মনিরপেক্ষ মানুষ হিসেবে আমি হিজাব বা বোরখা পরাকে সমর্থন করি না। তবে সেদিন কয়েকজন উন্মক্ত যুবক ছাত্রীদের যেভাবে হেনস্থা করেছেন, তা নিয়ে আমার আপত্তি আছে।'
দেখুন সেই ট্যুইট:
Correct me if Im wrong but Afghanistan is a theocratic state and when I last checked India was a secular democratic republic ?!! pic.twitter.com/0bVUxK9Uq7
— Azmi Shabana (@AzmiShabana) February 11, 2022
অপর এক প্রবীণ অভিনেত্রী তথা সাংসদ হেমা মালিনীর মন্তব্য, 'বিদ্যালয় পড়াশোনার জন্য। সেখানে ধর্ম নিয়ে আসা উচিৎ নয়। প্রতি স্কুলের নির্দিষ্ট পোশাক রয়েছে। তাকে সম্মান জানানো উচিৎ। স্কুলের বাইরে যে কোনও পোশাক পরা যেতেই পারে।' এদিকে, বলিউডের নারীবাদী হিসেবে পরিচিত সোনম কাপুর নিজের ইনস্টাগ্রাম পোস্টে পাগড়ি পরিহিত এক ব্যক্তি এবং হিজাব পরা এক মহিলার ছবি পোস্ট করেন। তাঁর প্রশ্ন, 'পাগড়ি পরার স্বাধীনতা থাকলে, হিজাবে নয় কেন?'