
প্রতীক্ষার অবসান। অবশেষে দীর্ঘদিনের প্রেম পেল পরিণতি। রাজস্থানের উদয়পুরে পিচোলা লেকের ধারে চার হাত এক হল রাঘব (Raghav Chadha) ও পরিণীতির (Parineeti Chopra)। আপ সাংসদ রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া সাত পাকে বাঁধা পড়লেন। একে অপরের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। রবিবার সন্ধ্যার দিকে তাঁদের বিবাহ সম্পন্ন হলেও এখনও জনসমক্ষে আসেননি তাঁরা। তবে তাঁদের বিদায় বেলার লীলা প্যালেসের বাইরের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। কিন্তু এখন 'রাঘনীতি'-কে বিয়ের সাজে একে অপরের পাশে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
শনিবার থেকেই রাজস্থানে তাঁদের বিবাহ ঘিরে সাজ সাজ রব। গতকাল থেকেই শুরু হয় বিয়ের নানা আচার অনুষ্ঠান। এর পর আজ অর্থাৎ রবিবার সূর্যাস্তের সময় পিচোলা হ্রদের ধারে লীলা প্যালেসে বিয়ে সারলেন রাঘব ও পরিণীতি। লেক প্যালেস থেকে নৌকোয় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব। সমাজমাধ্যমের পাতায় দেখা গিয়েছে বরযাত্রীর একাধিক ছবি-ভিডিও। ফলে তাঁদের বিয়ে রূপকথার বিয়ে থেকে কম কিছু নয়! তাঁদের বিবাহ অনুষ্ঠানের থিম ছিল 'এ পার্ল হোয়াইট ইন্ডিয়ান ওয়েডিং।' ফলে নিজেদের ইচ্ছামতোই মুক্তোর মত শুভ্র বিবাহ হয় 'রাঘনীতি'-র। বিবাহ শেষে পরীর বিদায় বেলার ভিডিও প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে দেখা গিয়েছে, লীলা প্যালেসের ভিতরে বাজছে 'কবিরা' গান। অনুমান করা হয়েছে, 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র 'কবিরা' গানে বিদায় হয় নববধূ পরিণীতির।
ইতিমধ্যেই আরও জানা গিয়েছে যে, বিদায় পর্বের পরই একা সময় কাটাতে নবদম্পতি চার চাকায় ভ্রমণে বেরিয়েছেন। এর পরই রিসেপশন পার্টিতে যোগ দেবেন তাঁরা। রাত সাড়ে ৯ টা নাগাদ তাঁদের 'কাপল ডান্স' করতে দেখা যাবে বলেও জানা গিয়েছে। এর পর তাঁরা ২৫ সেপ্টেম্বরই দিল্লিতে ফিরে যাবেন। কিন্তু রিসেপশন পার্টির সময়ে তাঁদের পাপারাৎজিদের সামনে দেখা যাবে কিনা তা নিয়ে সন্দেহে রয়েছেন অনুরাগীরা। বলিউডের নতুন জুটি 'রাঘনীতি'-কে কখন দেখা যাবে, তারই অপেক্ষায় ভক্তরা।