
'হোক কলরব ফুলগুলো সব লাল না হয়ে নীল হল ক্যান? অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিল হল ক্যান?' বাংলাদেশের জনপ্রিয় গায়ক অর্ণব সায়ন চৌধুরীর গলায় প্রবল জনপ্রিয়তা পেয়েছিল এই গান। কত অসময়ে, কত বিপ্লবে, কত প্রতিবাদে এই গানের শব্দগুলি কণ্ঠ হয়েছিল প্রতিবাদীদের। সেই গানের সৃষ্টিকর্তা সব কলরব থামিয়ে দিয়ে প্রয়াত হলেন। অনেকেই জানেন না, হোক কলরব গানটির লেখক রাজীব আশরাফ (Rajiv Ashraf)। অকালে চলে গেলেন গানের গীতিকার।
শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজীব আশরাফ। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৮। শ্বাসকষ্ট-জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। জানা গিয়েছে, একেবারে ছোটবেলা থেকেই শ্বাসতন্ত্র জনিত সমস্যা ছিল তাঁর। তাই সবসময় চিকিৎসকের পরামর্শে চলতেন। বৃহস্পতিবার দুপুর নাগাদ আচমকাই তাঁর শ্বাসকষ্ট বাড়তে শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা শুরু হয়। তবে শুক্রবার সকালেই স্তব্ধতার দেশে পাড়ি দেন রাজীব।
অর্ণবের কণ্ঠে রাজীবের লেখা আরও বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছিল। 'একটা মেয়ে', 'মন খারাপের একটা সকাল', 'রোদ বলেছে হবে', 'প্রতিধ্বনি' -সহ এই তালিকা বেশ লম্বা। বাংলাদেশ সংগীত জগতে শোকের ছায়া নেমেছে রাজীবের প্রয়াণে। গায়ক অর্ণবও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। প্রয়াত গায়ক রাজীবের একটি ছবি দিয়ে অর্ণব লিখেছেন, 'রাজীব চলে গেল। দোয়া করো সবাই।'