
উদয়পুরে ডেস্টিনেশন ম্যারেজ করছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চাড্ডা (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। বিলাসবহুল ব্যবস্থা রাখা হয়েছে বিয়েতে। ২৩ সেপ্টেম্বর শনিবার থেকেই শুরু হয়েছে প্রাক বিবাহ অনুষ্ঠান। সেদিনই সন্ধ্যায় সঙ্গীত অনুষ্ঠান হয়েছে তারকাদের। নব্বইয়ের দশকের একটি থিম পার্টি হয়েছে। যদিও অতিথি ও হোটেলের কর্মচারীদের ছবি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে, তবুও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কিছু ছবি।
সামাজিক মাধ্যমে ঘুরছে দুটি ছবি। সঙ্গীত রাতে পরিণীতি বেছে নিয়েছিলেন লেহেঙ্গা। অন্যদিকে রাঘব পরেছিলেন কালো রঙের স্যুট। ছবিতে স্পষ্ট দুলহা-দুলহনের আনন্দ। রবিবারেই সাত পাকে ঘুরবেন তাঁরা।