
৭৪ বছরে প্রয়াত হলেন বলিউড পরিচালক যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী পামেলা চোপড়া (Pamela Chopra)। বৃহস্পতিবার মুম্বইতে প্রয়াত হয়েছেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ১৫ দিন ভেন্টিলেশনে ছিলেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলে খবর। স্বামী যশ চোপড়ার সঙ্গে বহু কাজ করেছেন। যশরাজ ফিল্মসের ব্যানারে তিনি লেখক, কস্টিউম ডিজাইনার, এবং গায়িকা হিসেবেও কাজ করেছেন।
চাঁদনী সিনেমার 'ম্যায় সসুরাল নেহি যাউঙ্গি', দিলওয়ালে দুলহনিয়া সিনেমার 'ঘর আজ পরদেশী' গানে গলা দিয়েছেন পামেলা। ১৯৭৬ সালে যশ চোপড়ার 'কভি কভি সিনেমা লিখেছিলেন তিনি। ১৯৮১ সালের 'সিলসিলা' সিনেমার জন্য তিনি ডিজাইনারের সম্মান পান। যশ রাজ ফিল্মসের অন্যতম ভিত্তি ছিলেন পামেলা।
গভীরভাবে শোকাহত যশ চোপড়া ও পামেলা চোপড়ার দুই পুত্র আদিত্য চোপড়া এবং অভিনেতা উদয় চোপড়া গভীরভাবে শোকাহত। বৃহস্পতিবার যশরাজ ফিল্মসের সামাজিক মাধ্যমে একটি পোস্টার দিয়ে পামেলা চোপড়ার প্রয়াণ বার্তা দেওয়া হয়েছে।
সেখানে লেখা হয়েছে, 'খুব ভারাক্রান্ত হৃদয়ে, চোপড়া পরিবার জানাচ্ছে, ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন পামেলা চোপড়া। মুম্বইতে সকাল ১১টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আপনাদের প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। তাঁর পরিবার বর্তমানে একান্ত শোকজ্ঞাপনের সুযোগ চাইছে। '