
বলিউডে মেদহীন-কমেডি সিনেমাগুলির তালিকায় রয়েছে, 'ওয়েলকাম', 'ওয়েলকাম ব্যাক' সিনেমাদুটি। সিনেমার কাস্টিং একেবারে দেখার মতো। বিশেষ করে অক্ষয় কুমার, অনিল কাপুর ও নানা পাটেকারের জুটি খুব পছন্দ করেছিলেন দর্শকেরা। সেই সিনেমার তৃতীয় পর্ব, 'ওয়েলকাম টু দ্যা জঙ্গল' আসতে চলেছে সিনেমার পর্দায়। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সিনেমার ঘোষণাও হয়ে গিয়েছে। অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জনি লিভার, কে নেই সেই সিনেমায়। কিন্তু এত তারকার ভিড়ে দেখা গেল না, নানা পাটেকরকে (Nana Patekar)। কোথায় তিনি?
অভিনেতা নিজে এই প্রসঙ্গে বলেছেন, 'আমি ওয়েলকাম-থ্রি এর অংশ নই। হয়তো তাঁরা মনে করেন, আমি খুব পুরনো হয়ে গিয়েছি।' দীর্ঘ পাঁচ বছর সিনেমার পর্দায় দেখা মেলেনি নানা পাটেকরের। দ্যা কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর হাত ধরে আবারও সিনেমায় ফিরছেন তিনি। এইবার নানা পাটেকরকে দেখা যাবে, 'দ্যা ভ্যাকসিন ওয়ার' সিনেমায়।
তবে ওয়েলকাম সিনেমা ও নানা পাটেকরের ভক্তদের মুখ মেঘলা। তাঁরা বলছেন, ষ্টার কাস্ট নয়, ভালো অভিনেতা এবং ভালো স্ক্রিপ্টই পারত মন জয় করতে। একের পর এক হিট সিনেমা দেওয়ার পর নানা পাটেকরের মতো অভিনেতা হারিয়ে যাচ্ছেন, এই বিষয়টিই মানতে পারছেন না তাঁর ভক্তরা।