
বাংলা সঙ্গীত জগতে শোকের ছায়া। মাত্র ৪৫ বছর বয়সে প্রয়াত হলেন গীতিকার তথা কবি কিংশুক চট্টোপাধ্যায় (Kingshuk Chatterjee)। তাঁর লেখা গানে সুর দিয়েছেন রূপঙ্কর বাগচী, শিলাজিৎ ও রূপম ইসলামের মতো গায়কেরা। 'ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব', গানটি রূপঙ্করের কণ্ঠে জনপ্রিয়। এই গানের কথাগুলিও কিংশুকের লেখা। জানা গিয়েছে, দীর্ঘদিন লিভার জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুষ্ঠ হয়ে বাড়িও এসেছিলেন কিন্তু বুধবার সকালেই সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
সকালেই কিংশুকের প্রয়ানের খবর প্রকাশ্যে এলে বিষাদের ছায়া নাম সঙ্গীত ও শ্রোতা মহলে। গায়কের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। সামাজিক মাধ্যমে কিংশুকের লেখার ভক্তরাও শোক প্রকাশ করছেন। হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং মদন মিত্র অভিনীত ছবি 'ওহ লাভলী' ছবিতেও কাজ করেছিলেন কিংশুক। তাঁর প্রয়ানে বাংলা সঙ্গীত জগতে অভাববোধ থেকেই যাবে।