
অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সামাজিক মাধ্যমে কিছু বললেই অনেকে চিন্তায় পরে যান। নেটিজেনরা মজা করে বলেন কঙ্গনা এবং বিতর্ক নাকি সমার্থক শব্দ। অনেকে আবার বলেন বিতর্ক ছাড়া নাকি কঙ্গনাকে ভাবাই যায় না। তবে কঙ্গনা যে সবসময় বিতর্কের মেজাজে থাকেন তা কিন্তু নয়। সেও তো রক্তমাংসের মানুষ, তাই মাঝেমধ্যে আবেগী হয়ে পড়েন। সামাজিক মাধ্যমে তেমনই ভিডিও শেয়ার করলেন কঙ্গনা। সেই স্মৃতিতে আবার রয়েছেন ভাইজান।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। সেই ভিডিওতে দেখা গিয়েছে সলমানের জনপ্রিয় রিয়েলিটি শোতে গিয়েছেন কঙ্গনা। সেখানে গিয়ে একটি দোপাট্টা মাথায় দিয়ে 'ধক ধক করনে লাগা' গানে নেচেছেন কঙ্গনা। সেই নাচ দেখে আবার প্রশংসা করেছেন অভিনেতা সলমান খান। এই ভিডিও শেয়ার করে কঙ্গনা ক্যাপশনে লিখেছেন, 'আমাদের এত জোয়ান দেখাচ্ছে কেন? তার মানে কী আমরা এখন আর জোয়ান নেই?'
Dhak Dhak Krne Laga 🌝#SalmanKhan𓃵 #KanganaRanaut pic.twitter.com/OpdEUU67va
— 🄽 प्रेम 🇮🇳 (@beingnilesh27) June 5, 2023
অভিনেতা সলমান এবং কঙ্গনার মধ্যে একটি মিল রয়েছে। দুজনেই এখনও সিঙ্গল। তাই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, 'কেন কঙ্গনা আর সলমানের মধ্যে প্রেম হল না?' এই দুই অভিনেতাই একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে ধীরে ধীরে একে ওপরের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তাঁরা।