
২০২২ সালের মার্চ মাসে, মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হন টলিউড অভিনেতা (Tollywood Actor) অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। রেখে গিয়েছেন তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং মেয়ে সাইনা চট্টোপাধ্যায়কে। স্বামী ও বাবা হারানোর শোক তাঁরা ভুলতে পারেননি এখনও। তাঁদের জীবনে এখনও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন অভিষেক। চট্টোপাধ্যায় পরিবারে এর আগে একসঙ্গে দুর্গাপুজো উদযাপন করতে দেখা যেত। গত বছর সেই নিয়মে ছেদ পড়েছিল।
অভিষেককে ছেড়ে দুর্গাপুজো করতে চাননি তাঁর স্ত্রী ও মেয়ে। তাই গত বছর সংযুক্তা মেয়ে সাইনাকে নিয়ে কলকাতার বাইরে কাটিয়েছিলেন। তবে এই বছর আবারও পুরনো নিয়মে ফিরতে চলেছেন। তাই চট্টোপাধ্যায় পরিবারে এই বছর আবার দুর্গাপূজা হবে। ইতিমধ্যেই দূর্গা ঠাকুরের বায়না করেছেন সংযুক্তা। অন্যান্য প্রস্তুতিও চলছে পাশাপাশি। মেয়ে সাইনা আবদার করেছিল, এই বছর তার লেহেঙ্গা চাই। মেয়ের আবদার রেখেছেন সংযুক্তা। নিজের জন্যও বেশ কিছু শাড়ি কিনেছেন অভিষেক-পত্নী।
সংযুক্তা মনে করেন স্বামী অভিষেক সবসময় তাঁদের সঙ্গে রয়েছেন। এই দুর্গাপুজোর আয়োজনের আসল চালিকা শক্তি অভিষেকই।