
মনি ভট্টাচার্য: 'উদ্বেগের কোনো কারণ নেই, গাড়ি চালকের ভুলেই ছোট্ট দুর্ঘটনা।' সিএন-ডিজিটালকে জানালেন দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন। তিনি জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি সিনেমা হলে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এই সিনেমাটি মুক্তির পর বারবার সিনেমার পরিচালক এবং কলাকুশলীদের কাছে হুমকি মেসেজ আসে। তাঁরাও বারবার এই হুমকি মেসেজ আসছিল বলে অভিযোগ করেছেন। এরপর কাকতালীয়ভাবে রবিবার সন্ধ্যায় সুদীপ্ত সেনের এই গাড়ির দুর্ঘটনার সঙ্গে কি হুমকির কোনো যোগ আছে? এ প্রশ্নের উত্তরে সুদীপ্ত সেন বলেন, 'না না, একেবারে ছোট্ট দুর্ঘটনা। প্রচন্ড ভিড় ছিল, চালকের ভুলেই দুর্ঘটনা।'
পরিচালক সুদীপ্ত সেন সিএন-ডিজিটালকে জানিয়েছেন, 'দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালে পৌঁছাই। ওখানে প্রাথমিক চিকিৎসার পর আমাদের ছেড়ে দেওয়া হয়। আমার সঙ্গে সিনেমার অভিনেত্রী আদাহ শর্মা ছিলেন। আদাহ শর্মাও সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
কথা প্রসঙ্গে সুদীপ্ত সেন জানিয়েছেন, তিনি বর্তমানে মুম্বইতে তাঁর বাড়িতেই আছেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভোপালে যাবেন এবং তিনি আরও জানিয়েছেন, ওখানের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করবেন। শিবরাজ সিং চৌহান তাঁর সঙ্গে দেখা করবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন। সেজন্যই তিনি ভোপালে যাবেন বলে জানান সুদীপ্ত সেন।
পাশাপাশি লন্ডনে বেশ কিছু সিনেমা হলে এই দ্য কেরালা স্টোরি সিনেমাটি মুক্তি পাবে বলে ঠিক ছিল। এরপর ওখানে ট্রেলার রিলিজ হওয়ার পর অধিকাংশ সিনেমা হলই তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে সিএন ডিজিটালকে সুদীপ্ত সেন জানালেন, 'এ কথা আমি বলতে পারব না। এটা ওখানকার প্রশাসনের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেন এই সিনেমা বন্ধ করলো সেটার কোন সদুত্তর আমার জানা নেই।' প্রসঙ্গত, বাংলায় এই সিনেমা নিষিদ্ধ নিয়ে পরিচালক সুদীপ্ত সেন পূর্বেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। চলতি সপ্তাহে বুধবার এই মামলার ফের শুনানি হবে।