
১৯৬৩ সালে টলিউডে মুক্তি পেয়েছিল অসিত সেন পরিচালিত সিনেমা 'উত্তর ফাল্গুনী'। বাংলায় ব্যাপক হিট হওয়ার পর ১৯৬৬ সালে এই সিনেমা হিন্দিতেও মুক্তি পায়। নাম হয়েছিল মমতা (Mamta)। সুচিত্রা সেন (Suchitra Sen) অভিনয় করেছিলেন মূল চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন হিন্দি ছবির জগতের তারকা ধর্মেন্দ্র (Dharmendra)। জটিল সম্পর্ক ও জটিল আবেগ নিয়ে এই সিনেমার চিত্রনাট্য তৈরী হয়েছিল। সেই সিনেমার শ্যুটিংয়েই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল।
এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেছিলেন, দেবদাস সিনেমায় সুচিত্রা সেনকে দেখার পর থেকেই তাঁর সঙ্গে কাজ করার আকাঙ্খা তৈরী হয় অভিনেতার। 'মমতা' সিনেমায় সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করবেন জেনে তো ভীষণ খুশি। কলকাতা ও দার্জিলিংয়ের কিছু জায়গাতে পুরো সিনেমার শুটিং হয়েছিল। কিন্তু ধর্মেন্দ্র হঠাৎ এমন কাণ্ড করে বসেন, যে মহানায়িকার কাছে তাঁকে ক্ষমা চাইতে হয়েছিল।
সেসময় মমতা সিনেমার শ্যুটিং চলছে। বেশ কিছু রোম্যান্টিক দৃশ্য ছিল সুচিত্রা ও ধর্মেন্দ্রর। অভিনেতা হঠাৎ আবেগতাড়িত হয়ে সুচিত্রার পিঠে চুমু খেয়ে বসেন। এই দৃশ্য চিত্রনাট্যে লেখা ছিল না। ফলে সুচিত্রা যেমন লজ্জা পান, ঠিক ততটাই বিরক্ত হয়েছিলেন। জল এতটা গড়ায়, যে ধর্মেন্দ্রকে অবশেষে সুচিত্রার কাছে ক্ষমা চাইতে হয়।