
ভিতরে অট্টালিকা-সম বাংলো। বাইরে মোটা পাথর দিয়ে তৈরী দেওয়ালের মাঝে বাড়ির প্রবেশদ্বার। জুহুর এঁদো গ্রামে অবস্থিত এই বাড়ির সামনে একসময় ভিড় করে দাঁড়িয়ে থাকতেন সাধারণ মানুষ। কারণ এই বাড়ি যার তার নয়। এই বাড়িতেই থাকতেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা দেব আনন্দ (Dev Anand)। তাঁকে একবার চোখের দেখা দেখতে কত দূর থেকে ছুটে আসতেন ভক্তরা। সেসব এখন অতীত। কারণ অভিনেতা প্রয়াত হয়েছেন অনেক আগেই। তবুও বাড়িটি এখনও রয়েছে। আগাছায় ঢাকা দেওয়ালের মাঝে জ্বলজ্বল করে লেখা রয়েছে 'আনন্দ'।
এই বাড়িটিই এখন সামাজিক মাধ্যমে, সংবাদ মাধ্যমে চর্চার বিষয় হয়ে উঠেছে। কারণ, মাঝে গুজব ছড়িয়েছিল দেব আনন্দের যত্ন করে গড়ে তোলা বাড়িটি নাকি ধূলিস্যাৎ হয়ে যেতে চলেছে। তিনি চলে যাওয়ার পর বাংলোটি দেখভাল করার লোকের নাকি অভাব। অভিনেতার ছেলে থাকেন বিদেশে। অভিনেতার স্ত্রী ও মেয়ে থাকে উটিতে। তাই বাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন না কি দেব আনন্দের পরিবার।
ইতিমধ্যেই না কি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে অভিনেতার পরিবারের ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার সওদা হয়ে গিয়েছে। প্রয়াত অভিনেতার বাংলো গুঁড়িয়ে না কি ২২ তলা টাওয়ার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কী আদৌ সত্যি? দেব আনন্দের ভাইপো কেতন আনন্দ, এই প্রসঙ্গে মুখ খুলেছেন।
তিনি এক ইংরেজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'এই খবর একেবারেই মিথ্যে। আমি দেবিনা (দেব আনন্দ কন্যা) ও পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি।' অর্থাৎ ভক্তদের মন খারাপের বিশেষ কারণ এখন নেই।