
প্রাক্তন ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) পশ্চিম-বঙ্গবাসীর পছন্দের। তাঁকে আজকাল খেলার ময়দানে দেখা যায় না। তবে মাঝেমধ্যেই খেলাতে দেখা যায় টেলিভিশনের পর্দায়। জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেলের ততোধিক জনপ্রিয় অনুষ্ঠান 'দাদাগিরি' (Dadagiri)। বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি সেই অনুষ্ঠানের সঞ্চালক বিগত বেশ কিছু বছর ধরে। যদিও একটি সিজনে সেই জায়গায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। কিন্তু তারপর থেকে দাদাগিরির সঞ্চালনার ব্যাটন সৌরভ গাঙ্গুলির হাতেই থেকেছে।
আবার কবে নতুন সিজন শুরু হবে, সেই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। এবার তাঁদের জন্য সুখবর। টলি পাড়ায় গুঞ্জন, আর কয়েক মাস বাদেই শুরু হতে চলেছে দাদাগিরি। বর্তমানে রাত সাড়ে নটায় সম্প্রচারিত হচ্ছে, 'ডান্স বাংলা ডান্স'। এই সিজনটি শেষ হলেই নাকি শুরু হবে দাদাগিরির শ্যুটিং। সব ঠিক থাকলে অক্টোবর মাস থেকেই টেলিভিশনের পর্দায় দেখা যেতে চলেছে জনপ্রিয় এই রিয়েলিটি শো।
তবে সৌরভ গাঙ্গুলি বর্তমানে কলকাতায় নেই। মহারাজ বর্তমানে রয়েছেন লন্ডনে। তাঁর ভালো সময় আরও ভালো হতে চলেছে দাদাগিরি শুরু হওয়ার খবরে। অন্যদিকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়েও তোড়জোড় তুঙ্গে। ইতিমধ্যেই নাকি সিনেমার স্ক্রিপ্ট পড়ে শোনানো হয়েছে দাদাকে। দক্ষিণী তারকা রজনীকান্তের কন্যা ঐশ্বর্য দাদার বায়োপিকের পরিচালনা করতে চলেছেন। যদিও এই নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।