
করণ জোহর পরিচালিত সিনেমা 'রকি অউর রানি কি প্রেম কাহানি' সিনেমায় দিয়ে বহু বছর পরে পর্দায় দেখা গিয়েছিল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে (Dharmendra)। তিনি অবশ্য শুধু এলেন না। ধামাকা নিয়ে এলেন। তবে আগের মতো অ্যাকশন নয়, এলেন প্রেম নিয়ে। সহ অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে পর্দায় চুম্বন সাড়া ফেলে দিয়েছিল চারিদিকে। এই বয়সেও অভিনেতাকে এমন সাহসী রূপে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকেরা। যদিও নিজের সফলতার থেকেও ধর্মেন্দ্র খুশি ছেলে, সানি দেওলের সাফল্যে। তবে এত সাফল্যের মাঝেও হতাশার সুর বর্ষীয়ান অভিনেতার মুখে।
ধর্মেন্দ্র তাঁর অপ্রাপ্তির জন্য নিশানা করেছেন বলিউডকে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'ঈশ্বরের আশীর্বাদে আমার ছেলে সানির সিনেমা গদর-২ বিরাট সাফল্য পেয়েছে। সবাই বলছেন যে গদর-এক প্রেম কথা, যে সিনেমাটি ২২ বছর আগে এসেছিল, তার থেকেও বেশি সফল হয়েছে এই সিনেমাটি। তার মানে, গদর-২ এর দর্শকদের একটা বড় অংশ গদরের সময় জন্মায়নি। কিন্তু তা সত্বেও উপভোগ করেছে এই সিনেমা।'
অভিনেতা সাক্ষাৎকারে আরও বলেছেন, 'আমাদের পরিবার প্রচার করে না। আমরা সবসময় কাজকে আমাদের হয়ে কথা বলতে দিয়েছি। সানি সবসময়ের একজন অন্যতম ব্লকবাস্টার অভিনেতা। কিন্তু তাকে আপনি কখনও নিজের সাফল্য নিয়ে কথা বলতে দেখবেন না। আমার ছোট ছেলে ববিও ভালো কাজ করছে। কিন্তু আমাদের পরিবার কখনও প্রাপ্যটুকু পায়নি। আমরা কিছু মনে করি না। ভক্তদের ভালোবাসা আমাদের জীবনে জ্বালানির মতো কাল করে। ইন্ডাস্ট্রির আমাদের পরিচিতি দেওয়ার দরকার নেই।' আরও একটু হতাশার সুরে অভিনেতা বলেছেন, 'আমি এখনও একটাও পুরস্কার পাইনি'।