
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়ে গেল গণপতি (Ganapati) আরাধনা। আগামী ১০ দিন উৎসবের মরশুম। আর এই উৎসবে প্রত্যেক বারের মতো মেতে উঠেছেন, বলিউড তারকারা। অভিনেত্রী মাধুরী দীক্ষিত, অনুষ্কা শর্মা, শিল্পা শেট্টি একাত্ম হয়েছেন গণপতি আরাধনায়। অন্যদিকে রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পত্রলেখা থেকে শুরু করে শাহরুখ খান, সকলেই 'সুখ কর্তা, দুখ হর্তা'র আগমনবার্তা ছড়িয়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে।
শাহরুখ খানের বাড়িতে মঙ্গলবার গণপতি এসেছেন। অভিনেতা সামাজিক মাধ্যমে তাঁর দর্শন দিয়েছেন সকলকে। একইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'বাড়িতে স্বাগত গণপতি বাপ্পাজি।' অভিনেতা সকলের জন্য আনন্দ, জ্ঞান, সুস্বাস্থ্য এবং অনেক মোদক চেয়েছেন আশীর্বাদে। কিং খান, ধর্ম নিরপেক্ষ। প্রত্যেক বছরই তাঁর বাড়িতে গণেশ আরাধনা হয়। এর আগে গণপতির ছবি দেয়া সমালোচিত হয়েছিলেন তিনি। তবে সেসব কাদা কোনওদিনও গায়ে মাখেন না অভিনেতা।
অভিনেত্রী অনুষ্কা শর্মার বাড়িতেও গণপতি এসেছেন। স্বামী বিরাট কোহলির সঙ্গে তাঁর আরাধনায় মন দিয়েছেন অভিনেত্রী। চতুর্থীর দিন, ঘিয়ে জমি-লাল পাড়ের শাড়ি পেয়েছিলেন অভিনেত্রী। গলায় পরেছিলেন ভারী গয়না। অন্যদিকে বিরাট সেজেছিলেন সাদা পাঞ্জাবিতে। বহুদিন পরে ভারতীয় পোশাকে দেখা গেল দম্পতিকে।
অন্যদিকে অভিনেত্রী শিল্প শেট্টিও প্রত্যেক বছরের মতো গণপতিকে স্বাগত জানিয়েছেন। একেবারে জাঁকজমক আয়োজন করেছেন অভিনেত্রী। স্বামী রাজ কুন্দ্রা, ছেলে ও মেয়ের সঙ্গে ছবি দিয়েছেন। অভিনেত্রী পুজোয় বেছে নিয়েছিলেন ইন্দো ওয়েস্টার্ন পোশাক।
অভিনেত্রী মাধুরী দীক্ষিতও সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছিলেন। গণপতি মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে।
অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখা বাড়িতে একেবারে ছোট করে গণপতি আরাধনা করছেন। জাঁকজমক নেই তাঁদের আয়োজনে কিন্তু ভক্তি রয়েছে ষোলো আনা। সেই ছবি তাঁরা আপলোডকরেছেন স্বামাজিক মাধ্যমে।