
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেমিক রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে বিয়ে (Wedding) সেরেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। কনে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, অন্যদিকে রাঘব 'আম আদমি পার্টি'-এর সাংসদ। তাই জনঅরণ্য থেকে দূরে গিয়ে রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং করেছেন তাঁরা। বিয়েতে এতটাই গোপনীয়তা বজায় রেখেছিলেন তারকারা যে বাইরে থেকে কোনও উত্তাপ পাওয়া যায়নি।
২৫ সেপ্টেম্বর তারকারা সামাজিক মাধ্যমে নিজেদের বিয়ের ছবি আপলোড করেছিলেন ঠিকই, তবে তাতে মন ভরেনি নেটিজেনদের। তবে এবার 'মেঘ না চাইতেই জল' পাওয়া গেল। পরিণীতি তাঁর বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিও আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। একই সঙ্গে রাঘবের জন্য তুলে রাখা বিশেষ সারপ্রাইজের কথাও জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
বিয়ের শুরু থেকে ঝলক পাওয়া গিয়েছে পাত্র-পাত্রীর। কখনও রাঘবের অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়েছিলেন পরিণীতি। রাঘব দু'চোখে হারিয়েছেন পরিনীতিকে। অবশেষে পরিণীতি হেঁটে গিয়েছিলেন ছাদনাতলার দিকে। বিয়েতে রাঘবের জন্য পরিণীতির বিশেষ উপহার একটি গান। অভিনেত্রী তথা গায়িকা নিজেই গানটি লিখেছেন, গেয়েছেন। সেই গানটিই বেজেছে বিয়ের সময়।