
আজই সেই বিশেষ দিন। দীর্ঘ সময় প্রেমের পর রাঘব-পরিণীতির (Parineeti-Raghav) সম্পর্ক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপে উত্তীর্ণ হতে চলেছে। উদয়পুরের লীলা প্যালেসে আজই চার হাত এক (Wedding) হতে চলেছে তাঁদের। রবিবার দুপুর ১টায় রাঘবের 'সেহেরাবন্দি' অনুষ্ঠান হবে তাজ হোটেলে। এরপর সেখান থেকে জলপথে বরযাত্রী নিয়ে লীলা প্যালেসে পৌঁছাবেন তিনি। দুপুর ৪টের সময় সাত পাক ঘুরবেন পরিণীতি-রাঘব। ৭টি বচনে শুরু করবেন সারাজীবনের সহযাপন।
চলতি বছরের ১৩ মে একেবারে গোপনে বাগদান সেরেছিলেন তাঁরা। বিয়েতেও একইরকম গোপনীয়তা বজায় রাখতে চাইছেন। রাজস্থানের উদয়পুরে ডেস্টিনেশন বিয়ে করছেন তাঁরা। ২৩ সেপ্টেম্বর, শনিবার থেকে শুরু হয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান। সকালে হলদি তারপর বিকেলে সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে তাঁদের। আরও নানা অনুষ্ঠানে ভরপুর রাখা হয়েছে এই দুটি দিন।
পরিণীতির ও রাঘবের অনেক আত্মীয় ও নিমন্ত্রিতরা শনিবারেই পৌঁছে গিয়েছেন উদয়পুরে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ইতিমধ্যেই যোগ দিয়েছেন তাঁর প্রিয় রাঘবের বিয়েতে। মোট ২৫০ জন অতিথি নিমন্ত্রিত রয়েছে তাঁদের বিয়েতে। রবিবারে বিয়ে সেরে রাট ৮টা ৩০ মিনিটে রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। এরপর চন্ডীগড় ও দিল্লীতেও দুটি পৃথক রিসেপশন পার্টি হবে।