
অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani) আজ বলিউড অভিনেত্রীদের (Actress) মধ্যে সফল। হিন্দি সিনেমা জগতে যে কয়েকজন অভিনেত্রী রয়েছেন, তাঁদের মধ্যে কিয়ারা নিজের সফল স্থান প্রতিষ্ঠা করেছেন। তবে রাতারাতি এই সাফল্য আসেনি। কিয়ারার ইচ্ছে ছিল অভিনেত্রী হবেন। একসময় অডিশন দিয়েছেন অনেক। কিছু ছবিতে সুযোগ পেয়েছেন, কিছু ছবিতে পাননি। সিনেমা 'ফুগলি' দিয়ে ডেবিউ করেছিলেন বলিউডে। তবে জনপ্রিয় একটি সিনেমা হাতছাড়া হয়েছিল তাঁর।
বলিউডে পরিচালকরা অনেক সময়েই অডিশন নেওয়ার সময় সিনেমা সংক্রান্ত তথ্য দেন না। বেশ কিছু বছর আগে কিয়ারা একটি ছবির জন্য অডিশন দিয়েছিলেন। অভিনেত্রী তখনও জানতেন না সিনেমাটি কী। তবে পরবর্তীকালে সিনেমাটি মুক্তি পেলে তিনি বুঝতে পারেন সবটা। অভিনেত্রী অডিশন দিয়েছিলেন আমির খানের সিনেমার জন্য। সেই ছবির নাম 'লাল সিং চাড্ডা'। এই সিনেমাতে আমিরের বিপরীতে অভিনয় করেছিলেন করিনা কাপুর।
এক সাক্ষাৎকারে কিয়ারা একথা জানিয়েছেন। তিনি বলেছেন, কাস্টিং ছবির জন্য খুবই গুরুত্বপূর্ন একটি পর্ব।' তবে কী কারণে সিনেমাটি হাতছাড়া হয়েছে, তা না জানালেও অভিনেত্রী সেই পুরনো অডিশনে ফিরে যেতে চান না। কিয়ারার মতে সেটি তাঁর 'জঘন্য' অডিশন।