
রবিবার দুপুরে শোকের ছায়া নামল অভিনয় জগতে। প্রয়াত (Death) ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবে (Akanksha Dubey)। বারাণসীর একটি হোটেলে তাঁর মৃতদেহ (DeadBody) উদ্ধার হয়েছে। ২৫ বছর বয়সেই খ্যাতি অর্জন করেছিলেন। অভিনয়ের পাশাপাশি ইনস্টাগ্রাম, টিকটকেও জনপ্রিয় ছিলেন তিনি। ১৮ ঘন্টা আগে অর্থাৎ শনিবার রাতে তিনি শেষ ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। ভিডিওতে চোখে-মুখে অবসাদের ছায়া নেই। তিনি যে আর কিছুক্ষণ পরেই থাকবেন না তাও বোঝার উপায় নেই। সেই ভিডিওতে তাঁকে বেলি ডান্স করতেও দেখা যায়। ভক্তরা বিশ্বাস করতে পারছেন না আকাঙ্খা আর নেই।
এক মাস আগেই ভ্যালেন্টাইন্স ডে'তে সামাজিক মাধ্যমে সহ অভিনেতা সমর সিং'এর সঙ্গে প্রেমের সম্পর্কে শিলমোহর দেন। 'মেরি জং মেরা ফ্যায়সলা' ছবি দিয়ে সিনেমার জগতে হাতেখড়ি করেন। খ্যাতি অর্জন করেন, 'মুঝসে শাদি করোগি', 'সাজন' সিনেমার হাত ধরে। রবিবারেই থেমে গেল তাঁর জীবনযাত্রা। প্রাথমিকভাবে পুলিস অভিনেত্রীর মৃত্যুকে 'আত্মহত্যা' বলেছেন।আকাঙ্খার মৃত্যুর পিছনে কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।