
বাংলা ধারাবাহিকে একসময় উপরের দিকে ছিল মেয়েবেলা (Meyebela)। দর্শকেরা প্রথম দিকে মেয়েবেলার চিত্রনাট্যকে পছন্দ করেছিলেন বেশ। তবে ধারাবাহিকের মোড় ঘুরতেই, দর্শকদের আগ্রহ যেন কমতে শুরু করেছিল। তবুও টিআরপির(TRP) তালিকায় মোটামুটি একটা স্থান ধরে রেখেছিল ধারাবাহিকটি। তবে সম্প্রতি ধারাবাহিকটিকে এতো টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাতেই বোধহয় দর্শকদের আগ্রহ তলানিতে ঠেকেছে। এই টিআরপির মুখ থুবড়ে পড়ার কারণ হতে পারেন রূপা গঙ্গোপাধ্যায়ও (Rupa Gangopadhyay)।
কিছুদিন আগেই 'মেয়েবেলা' ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ধারাবাহিকে বীথির চরিত্রে এরপর এসেছিলেন অভিনেত্রী অনুশ্রী দাস। কিন্তু তাতে যে দর্শকের মন মজেনি, সেই প্ৰমাণ পাওয়া গেল এইবার। ১১ মে পর্যন্ত দর্শকদের ধারাবাহিকের পছন্দের তালিকা পাওয়া গেল। প্রথম পাঁচে নেই মেয়েবেলা। তালিকায় ধারাবাহিকটি স্থান পেয়েছে ৯ নম্বরে। রেটিং পেয়েছে ৫.৭।
দর্শকদের পছন্দের তালিকায় ১ নম্বরে নাম রয়েছে, 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের। দ্বিতীয় স্থানে নাম রয়েছে, 'জগদ্ধাত্রী'র। তৃতীয় স্থানে উঠে এসেছে 'গৌরী এলো' ধারাবাহিকের নাম। চতুর্থ স্থানে নাম 'নিম ফুলের মধু' ধারাবাহিকের। পঞ্চমে স্থান পেয়েছে, ' বাংলা মিডিয়াম'।