
একদিকে সোহিনী সরকার (Sohini Sarkar) ও অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), অন্যদিকে বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়, এই দুই জুটি জনপ্রিয় ছিলেন। তবে এবার নতুন জুটি পেতে চলেছেন দর্শক। সোহিনী এবং বিক্রম জুটি বাঁধতে চলেছেন। তাঁদের আসন্ন সিনেমা 'অমরসঙ্গী'। ছবিটি রোম্যান্টিক কমেডি। পরিচালনা করবেন দিব্য চট্টোপাধ্যায়। দুই তারকাই চরিত্রের জন্য সম্মতি জানিয়েছেন। ইতিমধ্যেই চরিত্রের জন্য তাঁদের লুক টেস্ট হয়ে গিয়েছে। প্রথম লুক প্রকাশ্যে এসেছে।
দুটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সোহিনী ও বিক্রম। একটি ছবিতে দেখা গিয়েছে, বিক্রমের কাঁধে খানিকটা বেতালের মতো ঝুযে রয়েছেন সোহিনী। আরেকটি ছবিতে সোহিনীকে কোলে তুলে নিয়েছেন বিক্রম। সেই সুযোগে সোহিনীও চুমু খেয়েছেন বিক্রমের গালে। অনেকেই এই জুটিকে পছন্দ করেছেন। ভালোলাগার মন্তব্য করেছেন কমেন্ট বক্সে। অনেকে আবার অনির্বাণ ও সোলাঙ্কির সঙ্গে এই দুই তারকার জুটিকেই সেরা মনে করছেন।
যদিও পরিচালক নিশ্চিত, এই দুই তারকাকে টেলিভিশনের পর্দায় দেখলে দর্শক ভালোবাসা দিতে বাধ্য হবেন। সিনেমায় বিক্রমের চরিত্রের নাম অনুরাগ। সোহিনীর চরিত্রের নাম জয়ী। দুজনেই ছোটবেলার বন্ধু। সময় পেরোলে দুই বন্ধুর সম্পর্কের সমীকরণ বদলায়। ভালোবেসে ফেলেন একে অপরকে। সব যখন ভালোই চলছে তখনই জীবনে নেমে আসবে বিপর্যয়। সেই বিপর্যয় পেরিয়ে অনুরাগ ও জয়ী নিজেদের প্রেমে অবিচল থাকতে পারেন কি না তা জানতে হলে অপেক্ষা করতে হবে।