
২৩ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০টা শুরু হয়ে গিয়েছে, রাঘব-পরিণীতির (Parineeti-Raghav) বিবাহপূর্ব (Wedding) অনুষ্ঠান। প্রথমে শোনা গিয়েছিল, তুতো বোনের বিয়েতে আসবেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। শুক্রবার রাতে আমেরিকা থেকে দিল্লির বিমানে উঠবেন বলেও জানা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে প্রিয়াঙ্কার পরিকল্পনায় বদল এসেছে। অভিনেত্রী বোধহয় আসবেন না বোনের বিয়েতে। তাঁর সামাজিক মাধ্যম আপাতত তেমনই ইঙ্গিত দিচ্ছে।
প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম দেখলে বোঝা যাচ্ছে, তিনি এখন একটি ফার্ম হাউজে মেয়ে মালতি মেরিকে নিয়ে সময় কাটাচ্ছেন। সেই ঝলক দিয়েছেন সামাজিক মাধ্যমে। আরও একটি পোস্ট থেকে ইঙ্গিত মিলছে প্রিয়াঙ্কার অনুপস্থিতির। সামাজিক মাধ্যমের স্টোরিতে ছোট বোন পরিণীতির একটি ছবি আপলোড করেছেন প্রিয়াঙ্কা। প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছেন পরীকে।
প্রিয়াঙ্কা লিখেছেন, 'আশা করি তোমার জীবনের সবচেয়ে বড় দিনে তুমি এভাবেই খুশি থাক ছোট। সবসময় তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি।' তবে প্রিয়াঙ্কা না এলেও তাঁর মা মধু চোপড়া পৌঁছে গিয়েছেন উদয়পুরের লীলা প্যালেসে। তিনি থাকবেন পরিণীতি-রাঘবের বিয়েতে।