
শরিফুল রাজের (Shariful Raaz) সঙ্গেও বিয়ে টিকল না পরীমণির (Porimoni)। এতদিন কেবল আলাদা থাকতেন, এবার আইনি পথে হেঁটে রাজকে ডিভোর্স (Divorce) দিলেন তিনি। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে একথা জানিয়েছেন অভিনেত্রী খোদ। ২০২১ সালের ১৭ অক্টোবর একেবারে গোপনে বিয়ে সেরেছিলেন দুই তারকা। বিয়ের ১০ মাসের মধ্যে মা হন পরীমণি। এরপরেই তাঁদের বিচ্ছেদের শব্দ ছড়িয়ে পরে চারিদিকে। যদিও ছেলের জন্য বারংবার এক হওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। তবে শেষরক্ষা হল না। অনেক জল্পনা শেষে আইনি বিচ্ছেদের কারণও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে একটি সুদীর্ঘ পোস্ট দিয়ে পরীমণি তাঁর মনের সমস্ত ক্ষোভ উগড়ে দিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, 'সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে হবে না, এমনকি সুইসাইড এর মতো হুমকিতেও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতবার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বৌ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেলো প্রতিনিয়ত!'
পরীমণির দাবি, তিনি যে স্বাভাবিকভাবে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ করছেন, এটাও একপ্রকার ক্ষমা করে দেওয়া। নয়তো অভিনেত্রীর সঙ্গে যে অন্যায়গুলি হয়েছে তার জন্য রাজের জেল হওয়া উচিৎ বলেই মনে করেন পরীমণি। অনেকের মনেই প্রশ্ন, রাজের থেকে খোরপোষ নিচ্ছেন অভিনেত্রী? সামাজিক মাধ্যমের পোস্টেই তিনি স্পষ্টত জানিয়েছেন, 'আমার ছেলের যাবতীয় খরচ মানে ভরণপোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব আমি একা বহন করবো। এতদিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মায়ের।'