
এবার পুজোয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় দর্শকদের উপহার দিতে চলেছেন 'রক্তবীজ' (Raktabeej)। ইতিমধ্যেই সিনেমার টিজার মুক্তি পেয়ে গিয়েছে। শনিবার মুক্তি পাবে সিনেমার ট্রেলার। সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। প্রসঙ্গত, 'পোস্ত' সিনেমার পর এই সিনেমা দিয়েই আবারও তিনি উইন্ডোজ প্রোডাকশনে ফিরছেন।
বাংলা সিনেমা জগতে বেশ কিছু বছর কাটিয়ে ফেলে মিমি এখন পরিণত। তাই যেমন তেমন চিত্রনাট্যে তাঁকে আর দেখা যাবে না। এখন থেকে তিনি বাছাই করা চরিত্রেই অভিনয় করবেন। রক্তবীজ-এ মিমির চরিত্রটি বেশ অন্যরকম। এই প্রথম তাঁকে পর্দায় পুলিসের চরিত্রে দেখা যাবে। সংযুক্তা মিত্র, এসপি বর্ধমান। সিনেমায় অসুরের বিনাশ করবেন তিনিই।
ইতিমধ্যেই অভিনেত্রীর চরিত্রের বেশ কিছু ঝলক পাওয়া গিয়েছে সামাজিক মাধ্যমে। মিমিকে এবার দেখা যাবে তাঁর অভিনেত্রীসুলভ গ্ল্যামার ছেড়ে গ্রামের রাস্তায় বুলেট নিয়ে ঘুরতে, রহস্যের সমাধান করতে। আপাতত তিনি নিজের সিনেমা নিয়ে মিশ্র অনুভূতিতে রয়েছেন। রক্তবীজ-এর পাশাপাশি পুজোয় একগুচ্ছ ছবি মুক্তি পাবে। সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে।