
বিয়ের পর থেকেই খানিকটা যেন অন্তরালে চলে গিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। পাপারাৎজিরা এখন চাইলেই আর তাঁকে ক্যামেরাবন্দি করতে পারেন না। এয়ারপোর্টেও তাঁকে যখন তখন দেখা যায় না। সকলের প্রশ্ন, ক্যাটরিনা কি তাহলে অন্তঃসত্ত্বা? তাই কি প্রকাশ্যে আসছেন না?
জানা গিয়েছে, ক্যাটরিনা বিমানে যাতায়াত করছেন ঠিকই। কিন্তু একেবারে সকালের বিমানে। কিছুদিন আগে তাঁকে দেখা গিয়েছিল বিদেশের রাস্তায়। টাইগার-৩ এর শ্যুটিং করতে ব্যস্ত ছিলেন ক্যাটরিনা। কিছু ব্র্যান্ডিং-এর কাজও করছেন, কিন্তু বাকি সময়টুকু তিনি একেবারেই অন্তরালে রয়েছেন।
২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা। বিবাহ জীবন ভালোই কাটছে দম্পতির। তাহলে কি সুখবর দেবেন বলেই নিজেকে এত আড়াল করছেন ক্যাটরিনা? উত্তর অজানা।