
বাংলা সিনেমা ও ধারাবাহিক জগতের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। বড় পর্দায় অভিনেত্রীর আনাগোনা একটু বেশি হলেও ছোট পর্দাতেও কাজ করেন অভিনেত্রী। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অভিনেত্রীকে দেখা গিয়েছিল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকে। আবারও নতুন চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে। জনপ্রিয় চ্যানেলের 'জল থই থই ভালোবাসা' ধারাবাহিকে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যেই ধারাবাহিকের ঝলক মুক্তি পেয়েছে।
ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা। এছাড়াও ধারাবাহিকের কাস্টিং দেখার মতো। অভিনেত্রীর মেয়ের চরিত্রে অভিনয় করবেন অনুষা বিশ্বনাথন। ছেলের চরিত্রে অভিনয় করবেন অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা চন্দন সেনকে দেখা যাবে অপরাজিতার স্বামীর চরিত্রে। অভিনেত্রী আগেই সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি স্ক্রিপ্ট বাছাই করে ধারাবাহিকে কাজ করবেন। চরিত্র একেবারে অন্যরকম হতে হবে। ধারাবাহিকের ট্রেলারে তা স্পষ্ট। মধ্যবয়সের গতে বাঁধা জীবনে এক টুকুরো খোলা হাওয়া নিয়ে আসবে অপরাজিতার চরিত্র 'কোজাগরী'।
'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে অবশ্য বিশেষ কোনও ধারাবাহিকে দেখা যায়নি অপরাজিতাকে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, তাঁর পারিশ্রমিক বেশি। ফলে সহজে কোনও পরিচালক তাকে ধারাবাহিকে নিতে চান না। অভিনেত্রী উষ্মা প্রকাশ করে বলেছিলেন, ইদানিং সব ধারাবাহিকই গতে বাধা। তাই চরিত্র অন্যরকম না হলে তিনি ধারাবাহিকে অভিনয় করবেন না তা জানিয়েছিলেন স্পষ্টত।