
ধারাবাহিক জগৎ থেকেই দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। 'এখানে আকাশ নীল', 'আমি সিরাজের বেগম', সাম্প্রতিক সময়ের 'মন ফাগুন' ধারাবাহিকে দর্শকেরা তাঁর অভিনয় বেশ পছন্দ করেছিলেন। গত বছর শেষ হয়েছিল শন অভিনীত ধারাবাহিক, 'মন ফাগুন'। কিন্তু এরপর থেকে তাঁকে আর দেখা যায়নি ছোট পর্দায়। অভিনেতার অনুরাগীর সংখ্যা অনেক। তাই শনকে পর্দায় দেখতে না পেয়ে আকুল হয়ে উঠেছেন সকলে। সকলের মনে প্রশ্ন, শন কী আর ধারাবাহিকে ফিরবেন না?
ধারাবাহিকে ফেরার প্রসঙ্গে অবশ্য এখনই আশার কথা শোনালেন না শন। ইতিমধ্যেই কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি তাই ওটিটির পর্দাতেই কাজ করতে চাইছেন অভিনেতা। তবে ধারাবাহিকের জন্য যে তাঁর কাছে প্রস্তাব যাচ্ছে না তা নয়। হাতে এই মুহূর্তে বেশ কিছু প্রস্তাব রয়েছে শনের। তবে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে সচেতন অভিনেতা।
ছোট পর্দায় ধারাবাহিকের গতে বাধা চরিত্রের অংশ হতে চাইছেন না তিনি। যদি ভিন্ন কোনও চরিত্রের প্রস্তাব শনের কাছে যায়, তবে তিনি ভেবে দেখতে রাজি আছেন। কিন্তু তা না হলে, এই মুহূর্তে দূরেই থাকবেন অভিনেতা। অভিনেতা হয়তো টাইপ কাস্ট হতে চাইছেন না, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে শনকে কোথায় দেখা যায়, এখন সেইটাই দেখার।