
টলিউড অভিনয় জগৎ এবং সংগীত জগতে বেশ জনপ্রিয় সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। তাঁর ব্যক্তিগত জীবনে শোকের ছায়া নেমে এসেছে। একদিন আগেই সামাজিক মাধ্যমে বোনের জন্য 'এ পজেটিভ' রক্ত চেয়ে পোস্ট দিয়েছিলেন তিনি। লিখেছিলেন, তাঁর বোন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর জন্যই রক্তের খোঁজ করছিলেন দাদা সাহেব। বহু নেটিজেন তাঁর ডাকে সাড়া দিয়ে রক্ত দিতে রাজি হয়েছিলেন। কিন্তু সমস্ত চেষ্টাই বিফলে। ছোট বোনকে হারালেন সাহেব চট্টোপাধ্যায়।
বুধবার সামাজিক মাধ্যমে অভিনেতা আরও একটি পোস্ট করে দুঃসংবাদ জানিয়েছেন। সাহেব লিখেছেন, 'আমি খুব দুঃখের সঙ্গে এবং ভগ্ন হৃদয়ে জানাচ্ছি, আমার বোন পিয়াসী চ্যাটার্জি আর নেই। মাত্র তিন দিনেই ডেঙ্গি মেরে ফেলল তাকে। দয়া করে তাঁর আত্মার শান্তি কামনা করবেন।' এই পোস্টে অভিনেতা ও জানিয়েছেন, যে তাঁর বোনের জন্য আর রক্তের প্রয়োজন পড়বে না। একইসঙ্গে যারা রক্ত দিতে উদ্যত হয়েছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
জানা গিয়েছে, সাহেব চট্টোপাধ্যায়ের মাসির মেয়ে পিয়াসী চট্টোপাধ্যায়। তবে ছোট বেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন তাঁরা। তাই একে অপরের প্রতি খুব টান। মাত্র ৪০ বছর বয়স প্রয়াত বোনের, স্বাভাবিকভাবেই দাদা সাহেব মর্মাহত তাঁকে হারিয়ে।