
অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) মাতৃহারা হলেন। শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতার মা শান্তিরানী চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর বেড়ে ওঠা এই কলকাতাতেই। জোড়াবাগানে মা বাবা ভাই বোনদের সঙ্গে থাকতেন অভিনেতা। কিন্তু অভিনয়ের প্রতি তীব্র আকর্ষণ তাঁকে টলিউড থেকে বলিউডের গলিতে সংগ্রাম করিয়েছে। মিঠুন মুম্বইতে থাকতেন ঠিকই কিন্তু প্রাণজুড়ে ছিলেন মা-বাবা।
তিন বছর আগে অভিনেতা তাঁর বাবাকে হারিয়েছেন। ডান্স বাংলা ডান্সের মঞ্চেই কিছুদিন আগে বাবার স্মৃতিচারণ করেছেন তিনি। বাবাকে মনে পড়ে, একথাও বলেছিলেন। এবার মায়ের প্রয়ানে অভিভাবক হারালেন অভিনেতা। অন্যদিকে এই খবর শুনে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন কুনাল ঘোষ। দুজনের রাজনৈতিক আদর্শ আলাদা, তাই তাঁদের একসুরে গাইতে দেখা যায় না. তবে এমন বিষণ্ণ দিনে রাজনৈতিক ব্যবধান ভুলেছেন তৃণমূলের মুখপাত্র।
তিনি লিখেছেন, 'মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবে।'